![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
অতি নগন্য এক চিজ
ধর্মের পবিত্রতা থাকে না যখন ধর্মের মধ্যে রাজনীতি অবস্থান করেন !!
ধর্ম নিয়ে খেলা খুবই সহজ !! নাস্তিকরা ফ্রন্টে আসার জন্য খেলে - আর কিছু ভন্ড আছে তারা নিজের রাজনীতিক ফায়দা লুটার জন্য ধর্ম ভীরুদের ভুল বুঝিয়ে খেলে !!
দুইটার জন্যই আমি লজ্জ্বিত বোধ করি - এবং অন্যায়ের বিরুদ্ধে অবস্থান করি !!
মূল মাঠে নামা আজ যেমন নাস্তিকের বিরুদ্ধে না -- তাদের বাবা দের বাচাঁনো ধর্মের অপ ব্যাখ্যা দিয়ে !!
তেমনি বাম দল গুলো অতি রঞ্জিত আবদারের দায় জনগনের !!
২২ শে ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৪:৩৮
বিকারগ্রস্থ মস্তিস্ক বলেছেন:
আপনি মনে হয় রাজনীতি শব্দের সাথে খুব ভালো ভাবে পরিচিত নন --
যখন রাজনীতিক উদেশ্য সাধন করতে ধর্মের ব্যাবহার হয় তখন ইহার পবিত্রতা রক্ষা কঠিন হয়ে পড়ে !!
মসজিদে অস্ত্র নিয়ে ঢুকছে শিবিরের পোলাপাইন - আজিব না ?
২| ২২ শে ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৪:১১
মাফকরেবন বিচারপতি বলেছেন: জনাব ইসলাম একটি পুর্ণ জীবন ব্যবস্থা। সব কিছুল পাশাপাশি ইসলামে রাজনীতি ও আছে। করন ইসলাম এসেছে শান্তির জন্য মানবতার মুক্তির জন্য। বিশ্বকে আলোকিত করার জন্য। এর জন্য রাজনীতির প্রয়োজন। তাইতো ইসলামে রাজনীতির রুপরেখা আছে।
আর আপনি কতবড় মুসলমান, যে শয়তানেরা আল্লাহর নবীর অবমাননা করছে তার প্রতিবাদে মুসলমানরা রাজপথে নেমেছেন আর আপনি ঘরে বসেই শুধু না তার বিরুদ্ধে পোষ্ট দিচ্ছেন।
ইসলাম মানেননা মানেন না সেটা লুকান কেন? ভালো না লাগলে অন্য ধর্ম গ্রহন করুন। বিশেষ করে ইসলামী নাম পরিহার করুন
২২ শে ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৪:৪১
বিকারগ্রস্থ মস্তিস্ক বলেছেন:
আমি সেই ধর্ম মানতে নারাজ যেটা অশান্তি আনবে - উস্কানী দিবে - হত্যা করছে তার জন্য সাফাই গাইবে। পথে নামবে !!
ধর্ষন করেছে - তার জন্য ইসলাম গেল গেল বলে কথা বলবে !!
নৈতিকতা হারাইনি !! -
৩| ২২ শে ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৪:২৪
ডি না মা ই ট বলেছেন: ছাগুরা এখন বোল পালটাইয়া ফোতয়া দেয়া শুরু করছে
২২ শে ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৪:৪২
বিকারগ্রস্থ মস্তিস্ক বলেছেন:
মানুষের দুর্বল স্থান ধর্ম !! দুই উগ্রবাদিরাই এই ধর্ম ব্যবহার শুরু করে দিছে !!
আজিব !!
©somewhere in net ltd.
১|
২২ শে ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৩:৫৪
মদন বলেছেন: ধর্মের মধ্যে রাজনীতি নয় বলুন ধর্ম নিয়ে রাজনীতি। ইসলাম ধর্মে রাজনীতি সমাজনীতি অর্থনীতি সবই আছে।
ধর্ম নিয়ে রাজনীতি আর ধর্মের রাজনীতি আলাদা জিনিস।
যারা নিজেদের হীন স্বার্থে ধর্মকে ব্যবহার করছে তারা মুলত ধর্ম নিয়ে রাজনীতি করছে।