নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ধর্ম-অন্ধ, অন্ধ-ধর্ম বিরোধী দূরে থাকুন !!

পরিশুদ্ধি করণ !!নিজেকে শুদ্ধ করণ !!

বিকারগ্রস্থ মস্তিস্ক

অতি নগন্য এক চিজ

বিকারগ্রস্থ মস্তিস্ক › বিস্তারিত পোস্টঃ

মৃত্যুই একমাত্র নিরেট সত্য !! ( হাবিজাবি অভিমানী লেখা রাজনীতিক মোটেই নয় অনেকটা ছ্যাঁকা টাইপের )

২৪ শে ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১২:৪৪





কিছু কিছু ঘটনা অঘটনের মতো - কিছু কিছু ঘটনা প্রত্যাশিত নয় - তবুও প্রকৃতির বিচিত্র্যতায় আমাদের যেমন মুদ্ধো করে তেমন নি আমি মুদ্ধো হয়েছি - মুদ্ধো হতে বাধ্য হয়েছি !!



এবং সত্যি বলছি - কেন এমন হলো বিন্দু মাত্র জানার ইচ্ছাবোধ করছে না - অনেক দিনের ভয় একটা ছিল '' চাইতে ভুলে গেছি হারাবার ভয়ে '' সেটা যেন আরো প্রবল করে দিলো !



তোমাকে যতটা বুজেছি

তোমাকে যতটা চিনেছি

তোমার মতো করে গড়তে গিয়ে

নিজেকে ততটা ভেঙ্গেছি !!



বোধ টুকু হয়তো আমার নয় - তবুও আমি নির্দ্বিধায় বলছি - আমার ঠোট উচ্চারণ করছে ! - করছে তো --



স্বপ্নপোড়া চোখে জল নেই

যা আছে তা অশ্রুমুক্তা নয়

চুনী পাথরের কান্না !

তুমি অন্ধ , দেখ না বোঝ না !!





বুঝি না কিভাবে এমন হয় - হচ্ছে - প্রকৃতির খেলা - নাকি মায়াজাল - এই অন্তর্জাল কে ছিন্ন করবার ক্ষমতা সবার থাকে না !!



মৃত্যুই একমাত্র নিরেট সত্য !!



প্রত্যেক প্রাণী মৃত্যুর স্বাদ গ্রহন করবে - ইহাই বাস্তবিক - এই সত্যের থেকে বড় সত্য আর নাই - :O(



অন্তত আমি বিশ্বাস করি না !! এর থেকে বড় সত্য মানুষের মুখোমুখি দাড়াঁতে পারে !! আচ্ছা কেন মানুষ গুলো এমন হয়ে যায় - গানটা খুবই স্পষ্ট - জীবনের নিরাপত্তাবোধের জন্য ? হয়তো !! কতটা হলে নিরাপত্তাবোধকে ভাঙ্গা যায় ? জানি না !!



র্দীঘদিন একটা কিছুর পেছনে ছোটার পর যখন সেটা শূন্যতায় পরিপূর্ন দেখি তখন জীবনটাকে অর্থহীন লাগে। আয়নায় নিজের প্রতিবিম্বের কাছে দাঁড়িয়ে নিজেই লজ্জিত হয়ে যাই। প্রতিবিম্বটাকে সরল মনে হয় এবং বাস্তবতাকে জটিল। মাঝে মাঝে এ খোলসটা ছেড়ে বের হতে ইচ্ছে করে।







মনের ঘরে আগুন দিয়ে

তুমি নিরুদ্দেশ হলে ,

আমার পাগল প্রেম

সে আগুনেই পুড়ছে আবিরাম !!



কোন গুছানো লিখা মাথায় আসছে না - তাই নিরুদ্দ্যেশ এর মতো কিছু বিলাপ করে যাচ্ছি !!



বলে ছিলে দেখা হবে -

শরৎ এর আকাশে নীল আর নীল - শুভ্রতায় আমি আপেক্ষা ছিলাম !!

হলুদ খামে অনুভূতি পুড়ে প্রতীক্ষা আর আপেক্ষার পালা ক্রমেই

দূর দূরে বহুদূরে উড়ে ঘুড়ে এক শরৎ থেকে অন্য শরৎ এসে ফিরে যায় !!





আবশেষে উচ্চারণ করতে হয় - প্রত্যয় জোগাতে হয় - উৎসাহ পেতেই হয় - --



আগুনে পুড়তে পুড়তে যে ছাই হয়ে গেছে সেই ছাইকে আবার তুই পোড়ানোর হুমকি দিস?!



মন্তব্য ৬ টি রেটিং +০/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ২৪ শে ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১২:৫২

সমানুপাতিক বলেছেন: আপনার প্রতি পূর্ণ সহমর্মিতা আছে , আপনার কথাগুলোকে সমর্থন-ও দিলাম । কিন্তু একি! নিচের কিউট বিড়ালটাকে এভাবে ভয় দেখাচ্ছেন কেন? :-/ :-/

২৫ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১:২৫

বিকারগ্রস্থ মস্তিস্ক বলেছেন:
আপনার বিলাই প্রীতি থাকলে আদালতে যান

২| ২৮ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ২:১২

এরিস বলেছেন: এলোমেলো করে লিখে গুছিয়ে বুঝিয়ে দিয়েছেন... অসাধারণ হয়েছে ভাই...

২৮ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৩:০১

বিকারগ্রস্থ মস্তিস্ক বলেছেন:

ধন্যবাদ ব্রো :)

৩| ২৮ শে ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ১১:৪৬

এরিস বলেছেন: আমি ভাই না রে ভাই। আমি বোন ।

২৮ শে ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৪:১৪

বিকারগ্রস্থ মস্তিস্ক বলেছেন:
ধন্যবাদ

বোন -- বনের নাম কি ?
তা দিয়া কাম কি
না ভাবছিলাম আসমানে চাঁন উঠলে
বনে যামু --

সামনে বলে জোছনা রাতে সবাই যাইবো বনে - তাই বনের নাম ধাম জানা থাকলে ভালা না - :P :P :P


( বিদ্রঃ সিরিয়াস কমেন্ট না - সিরিয়ান ভাবে না নিলেই খুশি )


আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.