![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
অতি নগন্য এক চিজ
শোন , আমার ও চাকরি হবে !!
আমিও কামাবো দু'হাতে -
দাড়ি নয় গোফঁ নয় , টাকা !! :p
:p
1)
- তুই আমার মৃদু জ্বরের প্যারাসিটামল -
প্রচন্ড জ্বরে মাথায় পট্টি জল !
- তুই আমার ঠান্ডা হাওয়া কম্বল
- তুই জানিস আর না জানিস তুই একমাত্র আমার ভাবার সম্ভবল ! :p
2) - আমি বদলাই -তুমিও - আমরা অথবা আমাদের - কিন্তু চোখের জল কিংবা পানি নোনতাই থেকে যায় -
০- স্বপ্ন ! ময়তা পুড়ায় - অথবা পুড়াচ্ছে না - রাতই যখন খাচ্ছে আমায় - স্বপ্নভূগ হতে গিয়ে হচ্ছি নোংরা নষ্ট - হাজার কষ্ট বয়ে চলে ঠিকই -
;- তবুও আবার রঙ চাপিয়ে দাড়াতেই হয় - তবুও মুখে হাসি নিয়ে দিব্য ঘুড়েতেই হয়
3)হে প্রয়সী , বোকা ফুলটা তোমার রুপের সঙ্গে প্রতিযোগিতা করার দুঃসাহস করেছিল । সঙ্গে সঙ্গে বিরক্ত হওয়া রেগে এসে ফুলের গালে লাগাল এক ঝড়ের চড় ! লজ্জায় লাল হয়ে হার স্বীকার করতে বাধ্য হল সেই দুর্বিনীত ফুল !!
--- ইহা অতিমাত্রায় পরিশোধীত উচ্চক্ষমতা সম্পূর্ন এবং ক্লোস্টরল মুক্ত তেল ও পাম যুক্ত পুষ্টু !! ;p
4) রাতের ট্রেন - !
কু জিক জিক করে সাইরেন বাজাতে বাজাতে শিশুতোষ তুমি ও তুমি তে ছোটো ছোটো আনুভূতির মতো লালন করে - দিন বদলে যায় তবুও মন বলে যা আছে - তা ঘুমিয়ে পড়ে না - এক ঠোঙা বাদাম এখনো শেয়ার করতে মন চায় - কাপড়ে বহুল ব্যবহৃত লাল নীল হরেক রঙের রঙ্গিন বিষাক্ত আইস আইস ক্রিমে তোমার-আমার জ্বিভ ভিজাতে চায় এই চৈত্র - রিক্সাশা না বাসে না না তর্ক তর্কে ধানমন্ডি থেকে নীলক্ষেত থেকে টিএসসি হাটতে হাটতে চলা - আসে পাশে শত পরিচিত হয়ে উঠা বাদাম আর রঙ চার স্টল - !! জীবনটা আসলেই রঙ্গিন ছিল - এই মধ্য রাতে ভাবতে হয় - ! সেই আনন্দো ! ছিলে বলেই ঘুমন্ত শহরে প্রতিটি বাতি নিভে থাকা রাতে তুমি ও তোমার ফেলে রাখা অস্থিত্ব নিয়ে ভাবতে আনন্দো পাই !
তুমি আকঁতে পছন্দো করতে মানা করি নি তো কখনো - সব সময় চেয়েছি জীবনের যত উজ্জ্বল রঙ আছে সব সব দিয়ে আকোঁ - বিশ্বাস করো ধূসর -কালো রঙ আমার মোটেই সহ্য হতো না - তাই বৃষ্টি আকতেঁ বললেও বৃষ্টি ভেজা আকাশ আকঁতে দিতে চাই নি - বলতাম বারবার বৃষ্টি পরবর্তী আকাশ আকো ! সবুজ - নির্মল - উজ্জিবিত হোক সকল অনুভূতি সেই রঙের ছোয়াঁ ছোয়া গড়ে তোলো তোমার তুলির আচড় !!
জানি না তোমার কোন নিষিদ্ধের প্রতি এতো আসক্ত- শত আশংকার পর - অশনি সংকেত দেবার পরও তুমি ও তোমার ভাবনায় আশ্রয় প্রশ্রয় - কিভাবে ভুলে গেছো আমায় একেবারে আমি তো ভুলিনি তোমায় আসমান থেকে জমিন ছুয়ে আমার হৃদয় জুড়ে আছো তুমি এ ক্ষনে আমারো প্রানে মিশে রক্তের ধবংনি , আমার চোখেরই আলো আমার মনেরই ভালো ...................................................
( বিকার মস্তিস্কের মধ্যরাতে বিকার ভাবনা ) - আমার ফেইসবুক স্ট্যাটাস সংকলন - ! থাকলো কিছু স্মৃতি বদ্ধ - থাকলো কিছু - জানি স্মৃতি আনন্দ অথবা দুঃখের দুই -ই বেদনা দায়ক ! তবুও আমার কাছে আনন্দের হয়ে থাকবে কি সব পাগলামী করেছিলাম - ভাববো - বেশি যখন করপোরেট লাইফের যান্ত্রিক জীবনের সাথে নিজেকে খাপ খাওয়াবো ততই সব অনুভূতি নামক বিলাসীতা পালাবে - আর ইহাই সত্য !!
২৫ শে মার্চ, ২০১৩ সন্ধ্যা ৬:৩৪
বিকারগ্রস্থ মস্তিস্ক বলেছেন:
বাহ! ভালু তো আউলা জাউলা লিখাও ভালু লাগে --
২| ২৪ শে মার্চ, ২০১৩ রাত ১১:১২
তোমার গল্পের মৃত রাজকন্যা বলেছেন:
বিকার মস্তিস্কের বিকার ভাবনায় ভালো লাগা ভালো লাগা ...
২৫ শে মার্চ, ২০১৩ সন্ধ্যা ৬:৩৫
বিকারগ্রস্থ মস্তিস্ক বলেছেন:
হুম! বুঝলাম সমস্যা শুধু আমারই না অনেকের আছে লু
৩| ২৪ শে মার্চ, ২০১৩ রাত ১১:৩২
পেন্সিল চোর বলেছেন: আপনার নামের সাথে আপনার পোস্টের অনেক মিল দেখলাম ভাইয়া
যেমনটি আমার নামের সাথে আমার পোস্ট।
২৫ শে মার্চ, ২০১৩ সন্ধ্যা ৬:৩৭
বিকারগ্রস্থ মস্তিস্ক বলেছেন:
তাই নাকি - নামের স্বার্থকতা করতে আমরা বদ্ধ পরিকর
৪| ২৫ শে মার্চ, ২০১৩ রাত ১২:২৬
একজন আরমান বলেছেন:
চাকরি কবে হবে?
২৫ শে মার্চ, ২০১৩ সন্ধ্যা ৬:৩৭
বিকারগ্রস্থ মস্তিস্ক বলেছেন:
হবে হবে ধৈয্য ধরেন
৫| ২৫ শে মার্চ, ২০১৩ রাত ২:২৮
বাংলাদেশী দালাল বলেছেন: পুরাই আওলাইন্না পুস্ট তায় ভাল লাগছে।
২৫ শে মার্চ, ২০১৩ সন্ধ্যা ৬:৩৮
বিকারগ্রস্থ মস্তিস্ক বলেছেন:
পুরাই আওলাইন্না
৬| ২৬ শে মার্চ, ২০১৩ রাত ৩:২২
আশিক মাসুম বলেছেন: কেন কষ্ট দেন ভাই
২৭ শে মার্চ, ২০১৩ রাত ১২:২১
বিকারগ্রস্থ মস্তিস্ক বলেছেন:
দুঃখিত ! ভাই কষ্ট দিতে মোর বড়ই ভালো লাগে -!! দুইদিন পরে আমার মতো স্মৃতি আউড়ে আনন্দ পাবেন _
বাচ্চাপনা গুলো খুবই মধুরময় !
৭| ২৭ শে মার্চ, ২০১৩ রাত ১:২৪
ড. জেকিল বলেছেন: কেনো জানি ভালো লাগলো
২৭ শে মার্চ, ২০১৩ সকাল ১০:০৯
বিকারগ্রস্থ মস্তিস্ক বলেছেন:
হিহিহি দুঃখ দুঃখ বোধ ও ভালো লাগে কার ও কারও তাইলে -
ধন্যবাদ !
৮| ২৭ শে মার্চ, ২০১৩ সকাল ১০:১৬
লাবনী আক্তার বলেছেন: অচিরেই গাইবেন 'চাকরিটা আমি পেয়ে গেছি বেলা শুনছো?'
২৮ শে মার্চ, ২০১৩ দুপুর ২:২৩
বিকারগ্রস্থ মস্তিস্ক বলেছেন:
বেলা লু রে লু !!
আফাঁ - ভালা কইছেন ----
৯| ৩১ শে মার্চ, ২০১৩ দুপুর ১:১৮
শায়মা বলেছেন: বিকার মস্তিস্কের মধ্যরাতের কাব্যিক বিকার ভাবনা !!!
গুড গুড ভেরী গুড!!!
৩১ শে মার্চ, ২০১৩ সন্ধ্যা ৭:৫৩
বিকারগ্রস্থ মস্তিস্ক বলেছেন:
ধন্যবাদ ! আফুঁ !
এই লাইনটা আমার নিজের ভালো লাগছে :p
ছিলে বলেই ঘুমন্ত শহরে প্রতিটি বাতি নিভে থাকা রাতে তুমি ও তোমার ফেলে রাখা অস্থিত্ব নিয়ে ভাবতে আনন্দো পাই !
১০| ৩১ শে মার্চ, ২০১৩ দুপুর ১:২৫
এরিস বলেছেন: Shuru hole kise r sesh holo kothay ese..!!
Moteo kharap lageni.. Borong bikargrostho mostisker bikargrostho kothay chore mentally khub static ekta position e pouche gechi..
Sutibro valolaga..
৩১ শে মার্চ, ২০১৩ সন্ধ্যা ৭:৫৩
বিকারগ্রস্থ মস্তিস্ক বলেছেন:
ধন্যবাদ এরিস আফাঁ !!
এতো ভালু ভালু কথা তো -কেমনে কি
১১| ০৫ ই এপ্রিল, ২০১৩ সকাল ১১:১২
শেরজা তপন বলেছেন: এমন মস্তিস্ক না থাকলেএমন ভাবনাগুলো কোথায় পেতাম?
আপনার মাথা আরো বেশী বিকারগ্রস্থ হোক সই কামনা করি
০৭ ই এপ্রিল, ২০১৩ রাত ৩:২৭
বিকারগ্রস্থ মস্তিস্ক বলেছেন:
১২| ০৭ ই এপ্রিল, ২০১৩ সকাল ৯:৫৭
কালোপরী বলেছেন:
০৮ ই এপ্রিল, ২০১৩ রাত ২:১২
বিকারগ্রস্থ মস্তিস্ক বলেছেন:
এতো কষ্ট হয় কে হাসতে
১৩| ০৮ ই এপ্রিল, ২০১৩ রাত ২:৩০
রবিন মিলফোর্ড বলেছেন:
মন খারাপ করা পোষ্ট হলেও অনেক ভাল লাগল !!
০৮ ই এপ্রিল, ২০১৩ বিকাল ৪:৫৮
বিকারগ্রস্থ মস্তিস্ক বলেছেন:
এমন নাকি ভাই -- ছবি দেখে জ্বিভে জল এসে পরে কিন্তু .........
©somewhere in net ltd.
১|
২৪ শে মার্চ, ২০১৩ রাত ১১:০৩
অনীনদিতা বলেছেন: বিকার মস্তিস্কের মধ্যরাতে বিকার ভাবনা


বিকার ভাবনায় ভালোলাগা দিলাম