![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
অতি নগন্য এক চিজ
:::এইডা একটা অরাজনীতিক স্ট্যাটাস:::
বাংলাদেশের মুচি সম্প্রদায়ঃ বলেছেন দেশ আজ বিভক্ত -তাই আমাদেরই পলিশ করিয়া সুন্দর করিতে হইবেক !
বাংলাদেশে নাপিত সম্প্রদায়ঃ বলেছেন দেশে আজ অনেক অগাছে জম্মাইচ্ছে তাহা আমাদেরই কাটিয়া গ্যাংক করিতে হইবেক - নতুবা ইহা বাড়িতে বাড়িতে বাড়াবাড়ি থেকে মাথায় বাড়ি ও ভাতের হাড়ি পর্যন্ত বিস্তৃত হইত্তারে !!
বাংলাদেশের ম্যাথর সম্প্রদায়ঃ দেশে রাজনীতির গন্ধে - নাক বন্ধ করে থাকতে হয় - সারাদেশের মানুষ কে আজ আমাদের দায়িত্ব হয়ে পরেছে দেশের এই দুর্গন্ধ দূর করার !
বাংলাদেশ সাপুরে সম্প্রদায় ঃ বলেছেন - সাপিনী খেলা আজ আমাদের থেকে দুই দল ছিনিয়ে নিয়েছে - এডা মোটেই গনতন্ত্রের পথ না - যার যে খেলা দেখানোর কথা -তার ততটুকু খেলা দেখানো উচিত - তাই তাদের এই অবৈধ্য পথ থেকে সড়ে আশার আহবায়ন জানিয়েছে !!
বাংলাদেশ মাঝি সম্প্রদায় ঃ বলেছেন - অবশেষে নৌকা চলার অবরোধ - এইডা নৌকা মার্কা সম্বলিত দলে নিজেদের ছোট করার সাথে সাথে - আমাদের পেশাকে ছোট করেছে - কবে জানি ধান গাছ কে বলে তোরা আইজ্জ বাড়বি না !! পেশা কে ছোট করে দেখার এই অবকাশ বন্ধ করিতে হইবেক !!
বাংলাদেশ কৃষক সম্প্রদায় ঃ বলেছেন - একে একে নৌকা - লাঙ্গল - গরু - মহিষ চলা চল বন্ধ করেছে কবে জানি আমাদের মাঠে যেতে বাধা দেয় - তাই এমন অপ্রত্যাশিত কর্মকান্ড -এর তীব্র সমালচনা করছি -
বাংলাদেশের রিক্সাওয়াল্লা সম্প্রদায় ঃ বলেছেন - তাদের রিক্সায় গতিতে দেশের চাকাও ঘুড়ে না - অথচ আমরা বলেছিলাম - দেশের চাকার গতি বৃদ্ধি করুন - আমরা গ্রিজ দিমু
বিদ্রঃ আমি বিনীত ভাবে ক্ষমা প্রার্থী যদি এই সম্প্রদায়ে মূল্যবোধ - অনুভূতি ছোট হয় এই স্ট্যাটাস-এ !! তাদের জন্যই এই বাংলাদেশ এখন সুজলা সফলা শস্য শ্যামলা - এবং দেশটা এতো সুন্দর !!! উইথ ডিউ রেস্পেক্ট এই স্ট্যাটাস দিলাম - আমাদের নোংরা রাজনীতি বন্ধের আহবানে !!
পুনশ্চঃ এই দেশের মানুষ এক চোক্ষু বিশিষ্ট -- !! বেশির ভাগ মানুষ অন্ধত্ব বিশ্বাসে বিশ্বাসী - এবং চাতুকতার সর্ব নিচে নামার জন্যওও প্রস্তুত - আজিব এই দেশের শিক্ষিত সমাজ - !!
২| ০৮ ই এপ্রিল, ২০১৩ দুপুর ২:৪৭
আশিক মাসুম বলেছেন: পুনশ্চঃ এই দেশের মানুষ এক চোক্ষু বিশিষ্ট -- !! বেশির ভাগ মানুষ অন্ধত্ব বিশ্বাসে বিশ্বাসী - এবং চাতুকতার সর্ব নিচে নামার জন্যওও প্রস্তুত - আজিব এই দেশের শিক্ষিত সমাজ - !!
অনেক ভাল লাগলো । দারুন বলেছেন ব্রো।
©somewhere in net ltd.
১|
০৮ ই এপ্রিল, ২০১৩ সকাল ৭:০৪
একজন আরমান বলেছেন:
বাংলাদেশের ম্যাথর সম্প্রদায় আপনারা কই? :-< :-< :-< আপনাদের দরকার এই সময়ে।