![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
অতি নগন্য এক চিজ
ট্যান্ডার বাজির একটা ইঞ্জিনিয়ার আঙ্কেলের গল্প !!
আচ্ছা আঙ্কেল আপনাদের কাছে থেকে অনেক শুনেছি - সরকারের ভালো কাজ হচ্ছে বরাদ্দের ৩৩-৩৪% ব্যায় হইলেই তাহলে খারাপ কাজ কেমন ? যদি বলেন !! অনেক ঘ্যান ঘ্যানানির পর ---
আচ্ছা শোন বাচ্ছা - প্রতি বছরই বিল্ডিং মেরামত করার জন্য একটা বরাদ্দ্য থাকে - তো দেয়ালে একটা পাশে ছোট্ট একটা ফাটল দেখা দিলো - সেটা দেখিয়ে ২.৫ লাক্ষ টাকার টেন্ডার করা হইলো ! ইঞ্জিনিয়ার কে ছিল তা বলছি না তোমার বুদ্ধিমর্তার উপর ছেড়ে দিলাম !! -
আমি ফট করে বলে বসলাম - আঙ্কেল আপনি -
আঙ্কেল মৃদু হেসে বললো - ট্রেন্ডার জমা হলো - পাশ হলো - আসলে তারাই এই কাজ পেয়ে থাকে গত ৮ বছর - তারা সিমেন্ট আর দিয়ে প্লাস্টার করে নতুন করে চুন-কাম করে দিলো ঘড় গুলো - ব্যাস ২০০০-৩০০০ টাকা খরচ করলো !
আমি বললাম আঙ্কেল ১% এইহা তো কল্পনাওও করিতে পারি নাই - এওওও সম্ভব !! (আপনি কত পেয়েছিলেন বলে আর লজ্বা দিতে সাহস হয় নাইক্কা লু টাইপের অবস্থা )
- তবুও এই দেশ এগিয়ে যাচ্ছে ! - সরকারে যদি ৩৩% কাজ করে তাহলেই আমাদের দেশ অনেক উন্নতি হবে - তিনি নিজেই বলল - আমি অবাকিত তার মুখে নীতি কথা কেম্বায় !! তবুও আমি চুপ !
( দুঃখিত কারো সাথে মিলে গেলে এইটা পুরাই কাকতালীয় - কারন ইঞ্জিনিয়া আঙ্কেল ফেইসবুক চালায় না তো ব্লগ গুতাইবো কিল্লাই )
২| ১১ ই এপ্রিল, ২০১৩ দুপুর ১২:৫১
আমি হনুমান বলেছেন: আঁই অলঅয়েজ সে সিপি্টিইউ এর নামে রাস্তায় যে সাইনবোর্র্ড লাগায় তা ও ২০০০/- টেকার কাম ২ লাক টেকায় করার জন্য।
টেনডার মানে হইল জনগনের ট্যাকায় জনগনের পুটু মারা
৩| ১১ ই এপ্রিল, ২০১৩ দুপুর ১:৩৭
গিয়াস উদ্দিন লিটন বলেছেন: কথা সত্যি ।
©somewhere in net ltd.
১|
১১ ই এপ্রিল, ২০১৩ দুপুর ১২:২৫
ঢাকাবাসী বলেছেন: সেড়েছে কি লিখেছেন? ..রে তো একটাই মাথা সেটা খোয়ালে তো ...।আপনার সাহসের তারিফ করতেই হয়। ধন্যবাদ।