নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ধর্ম-অন্ধ, অন্ধ-ধর্ম বিরোধী দূরে থাকুন !!

পরিশুদ্ধি করণ !!নিজেকে শুদ্ধ করণ !!

বিকারগ্রস্থ মস্তিস্ক

অতি নগন্য এক চিজ

বিকারগ্রস্থ মস্তিস্ক › বিস্তারিত পোস্টঃ

ব্যকারণ প্রেম !! :D:D ও আলতু ফালতু ছবি ব্লগ --

১৮ ই এপ্রিল, ২০১৩ দুপুর ২:৩৮



এইটা ৬০ বছর বয়সের ছবি ! :):):)



এই ছবিটা মজার -- ৬০ বছর পূর্বের ছবি - আবার একই ছবি ৬০ বছরের বয়েসে - উল্টালে -- :D:D:D



























O হো কাটা ময় ভালুবাসা :):):):):)



টি-শার্টটা পছন্দ হইছে ২০০০ পে করতে রাজি আছি !! B-)B-)B-) খোজ থাকলে জানাইয়েন ৩ডি গেঞ্জিকা





মুই স্বর্প ভুই পাই /:)/:)/:)



হিহিহিহি



মোর তুলা এখান ফুটু - মেলা আগের--











এক্কেরে এখন খার অবস্থা মোর :((:((:((





তুই কোন কারকের বিভক্তি নস

নস কোন হ্যাঁ না তবে সুতরাং অথবা নতুবা এতএব এবং পদের (অব্যায়)

তুই তো নস ণত্ব ও ষত্ব বিধানের যৌগিক জটিলের সন্ধি

নস তো শুধু বিশেষ্য পদের সরলে বন্ধি !!

তুই মাঝে মাঝে আশ্চর্য হওয়ার বিস্ময়সূচক

আবার তুই বাক্যে শুভেচ্ছা, প্রার্থণা, আশীর্বাদ, আকাঙক্ষা প্রকাশের ইচ্ছাসূচক !

মাঝে মাঝে তুমি ও আমি দন্ধ সমাসে পরপদ পূর্বপদের প্রাধান্য

থাকে না কোন রূঢ় বা রূঢ়ি কিংবা যোগরূঢ় শব্দের অধ্যিক্যতা, মৌলিকেই ধন্য !!

তোর অস্তিত্বের অর্ধ এর স্থান নেই পূরোপুরি-ই- তৎসম !

নেই কোন স্থান সেমি কোলন কিংবা পূর্ণ দাড়ি !!

অনুরুক্তি বিরাগ -অনুরাগ - উপসর্গ নয় -

তুই আমার মৌলিক হয়েই থাক !!

তুই আমার তৎসম-ই- থাক !!

তুই আমার বিশেষণ -ই হয়ে থাক !!

তুই আমার নিত্যবৃত্ত অতীত কাল হয়ে থাক !!

তুই আমার নিত্যবৃত্ত বর্তমান কাল হয়ে থাক !!







মন্তব্য ১৭ টি রেটিং +৩/-০

মন্তব্য (১৭) মন্তব্য লিখুন

১| ১৮ ই এপ্রিল, ২০১৩ বিকাল ৩:৩৪

খাটাস বলেছেন: ভাল লাগছে। প্লাস

১৮ ই এপ্রিল, ২০১৩ বিকাল ৩:৪৪

বিকারগ্রস্থ মস্তিস্ক বলেছেন:
কি ভাল লাগছে কইলেন না যে ?

কবিতা ?

২| ১৮ ই এপ্রিল, ২০১৩ বিকাল ৪:৩০

সোহাগ সকাল বলেছেন: ভালো লাগলো।

শুভ কামনা।

১৮ ই এপ্রিল, ২০১৩ বিকাল ৪:৩৬

বিকারগ্রস্থ মস্তিস্ক বলেছেন:

সোহাগ সকাল ভাই ধন্যবাদ !!

ছবি গুলো গুগুল মামার থৈক্কা আর ফেইসবুক থৈক্কা নেওয়া - কবতেক কে ভালা কইলো না

৩| ১৮ ই এপ্রিল, ২০১৩ বিকাল ৪:৩২

কান্ডারি অথর্ব বলেছেন:
ব্যাপক টেনশনে আছিরে ময়না রাতে ঘুম হয়না

১৮ ই এপ্রিল, ২০১৩ বিকাল ৪:৩৫

বিকারগ্রস্থ মস্তিস্ক বলেছেন:

আহারে -
কেমনে বুঝাবো তাহারে

৪| ১৮ ই এপ্রিল, ২০১৩ বিকাল ৫:৩৬

পেন্সিল চোর বলেছেন: সবগুলো ছবি ভালো লাগলো কি শেষেরটা দেখে মনটা খারাপ হয়ে গেল। কারন আমারও এখন এমনই অবস্থা :( :( :(( :(( :((

১৯ শে এপ্রিল, ২০১৩ সন্ধ্যা ৭:০৪

বিকারগ্রস্থ মস্তিস্ক বলেছেন:

আর কইয়েন না ভাই ব্যাংকে জব পরীক্ষা দেই -

ভার্সিটিতে ফাইনাল পরীক্ষা - টার্ম পেপার উফফফফ লাইফ হেল

৫| ১৮ ই এপ্রিল, ২০১৩ সন্ধ্যা ৭:২৬

এরিস বলেছেন: প্রশংসা করতেও মানুষ কেন যেন সংকীর্ণমনা হয়ে যাচ্ছে। উচ্ছ্বসিত প্রশংসার মানুষ খুব কম ই পেলাম... বেছে বেছে ছবি দিয়েছেন। অসাধারণ।। আর অসাধারণ হল কবিতাটা... কবিতার এমন ব্যাকরন আমি আগে কখনো পড়িনি। +++++++++++++

১৯ শে এপ্রিল, ২০১৩ সন্ধ্যা ৭:০৭

বিকারগ্রস্থ মস্তিস্ক বলেছেন:

হিহিহিহি আফাঁ লজ্জ্বা দিয়েন না যে --- :!> :#> :!> :#> :!>


ছবি আপেক্ষিক -- শুধু কবিতা দিতে মুঞ্চাইতেছিল না - তাই ছবি গুলো যোগ করেছি !!


ধন্যবাদ কবিতার সম্পর্কে এক লাইন বলার জন্য !! :D :)


১৯ শে এপ্রিল, ২০১৩ সন্ধ্যা ৭:১২

বিকারগ্রস্থ মস্তিস্ক বলেছেন:
আফু একটা বিষয় -- ব্যাকারণ না জানলে - এই কবিতার অর্থ বুঝাটা একটু কঠিন বৈকি --

তাতে বুঝা গেলো আপনি বাংলায় ভালোওওওওও

৬| ১৮ ই এপ্রিল, ২০১৩ রাত ৯:০৫

সায়েদা সোহেলী বলেছেন: বিকার নিচের অইটা কি সংস্কৃত কবিতা! !!!! B:-) মাথার উপর দিয়ে গেলো লাফ দিয়েও ধরতে পারলাম না :||

ছবি ভালা হইয়াছে বালক :) ( আমি কিন্তু আগে সব দেখে ফেলছি :-0 )

১৯ শে এপ্রিল, ২০১৩ সন্ধ্যা ৭:০৯

বিকারগ্রস্থ মস্তিস্ক বলেছেন:
কবিতা পড়তেও ইদানিং লম্পোজম্পো করতে হয় :-* :-* :-*

আফাঁ বাংলা ২য় পর্ত্রে কয় বার পাশ করছেন ;) ;) ;)

কমন পড়ায় দোষের কিছু না - বরং সুবিধা :P :P

৭| ১৮ ই মে, ২০১৩ দুপুর ১২:৫৫

কালোপরী বলেছেন: :)

১৮ ই মে, ২০১৩ দুপুর ১:০৮

বিকারগ্রস্থ মস্তিস্ক বলেছেন:
কবিতা পরে কেউ ভালা কইলোও না :(

৮| ৩০ শে মে, ২০১৩ দুপুর ২:৫৭

শ্রাবণ জল বলেছেন: chobi gulo valo laglo. apnar tola chobi ta onek beshi sundor hoyeche.

০৫ ই জুন, ২০১৩ ভোর ৪:০৪

বিকারগ্রস্থ মস্তিস্ক বলেছেন:
ও ও ও ধন্যবাদ আফুঁ !!


কবিতা :( :( :( :( ?

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.