![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
অতি নগন্য এক চিজ
অযাচিত কিছু শব্দ মগজের ভিতর বজ্রের মতো বিধেঁ -
ঝুলে থাকে অজম্ম নিশ্বাস -প্রশ্বাসে -
বিশ্বাসের ঘুণ ধরা আকাশ - লাল লীন
তবুও তোমার স্মৃতি জড়িয়ে আছে অমলিন ।
সময় কিভাবে যেন ছুটে চলে আমার আগে - পা ফেলতে না ফেলতে আমার আগে এগিয়ে চলে - সময়ে পিছু আমি ছুটি - ছুটতে ছুটতে ক্লান্ত হয়ে হাটু গেড়ে বসি - ভাবনার গভীরে ডুব দেই হয় তো সময় আমাকে চাইছে না - হয়তো সময় অন্য সময়ে বন্ধি করে রেখেছে - বন্দি থাকতে চাই না তাই আবার ছুটে চলি ধরতে সময়ের টুটি - কেমনে জানি কিভাবে আমাকে পাশ কাটিয়ে সময় বারে বারে জয়ী হয় - আমি পরাজিত হয়ে থুবড়ে পড়ে থাকি সময়ের মহাকালে -
©somewhere in net ltd.