![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি যে মেয়েরে পছন্দ করি, তার ফেসবুক ওয়ালে একটা মন্তব্য দেখলাম।
সেই অমানুষের বাচ্চাটাই করেছে!
এই হারামী, বেঈম্যান পোলাটা ওয়ালে যে মন্তব্য করেছে
সেটা হলোঃ
sexxy dp (তার পর "লাভ" সাইন দিছে মাদার** )
উত্তরে মাইয়া লিখছেঃ
thanx yaar
এখন প্রশ্ন হলো এই "dp" মানে কি?
কি বোঝাতে চেয়েছে হারামীর বাচ্চাটা?
দেখেছেন ব্রাদার রা, মেয়েদের ব্যাপারে যা বলেছিলাম
০৯ ই জুলাই, ২০১২ সন্ধ্যা ৭:০২
মাইক্রনিায়া বলেছেন: থ্যাংকস আপু, মাইয়ারা এমন হয় ক্যান?
আপনি একজন মেয়ে তাই আপনার কাছ থেকে ফ্রি টিপস চাচ্ছি
কি ভাবে মাইয়া পটাবো (আসলে এটা বোঝাতে চাই নাই, বুঝেন তো)?
২| ০৯ ই জুলাই, ২০১২ সন্ধ্যা ৭:০৩
জাহিদ হাসান বলেছেন: আমি জানি - বলব না । বললে ব্যান করে দিবে ...............
০৯ ই জুলাই, ২০১২ সন্ধ্যা ৭:১৩
মাইক্রনিায়া বলেছেন: display pic বাদে খারাপ আর কি হতে পারে? -জানি না!
আরে ভাই কিয়ের ব্যান? ---বলে ফেলেন
৩| ০৯ ই জুলাই, ২০১২ সন্ধ্যা ৭:১০
পাখিরা৮৬ বলেছেন: এতো নোংরা কথা বললো আপনার মেয়ে বন্ধুকে নিয়ে!!!! ওই পোলার dp ফাটায়া দেন....
০৯ ই জুলাই, ২০১২ সন্ধ্যা ৭:১৩
মাইক্রনিায়া বলেছেন: হালার পো রে পাইলে ওর **কোষ ফাটায় দিতাম
আমারও লুইচ্চা হতে মুঞ্চায়
৪| ০৯ ই জুলাই, ২০১২ সন্ধ্যা ৭:২১
উদাস যুবক বলেছেন: ভাই আপনার সবগুলা পোস্ট পরলাম। আপনার সকল চিন্তা ভাবনা মেয়ে রিলেটেড কেন বুঝলাম না। এভাবে ভাবতে থাকলে মস্তিষ্ক বিকৃতি ঘটবে।
ধরলাম মেয়েটার জন্য আপনি অবসেসড। তাকে ছাড়া আপনার চলবেই না। তাহলে এক কাজ করেন। খোলস পাল্টান। নিজের পুরুষত্ব দেখান। আপনার সাথে রিলেশন থাকা অবস্থায় আরেক পোলা সেক্সি কইব এইটা কেম্নে মানা যায়!!! বুঝায় কন। না বুঝলে লাত্থি দিয়া বাইরে ফালান। এই মেয়ে ভালোবাসা পাবার যোগ্য না।
কথাবার্তা রুড মনে হইলে সরি।
০৯ ই জুলাই, ২০১২ সন্ধ্যা ৭:৩৩
মাইক্রনিায়া বলেছেন: মাইয়াটারে ভালা পাই!
আমার এইগুলা দেখলেই মেজাজ গরম হয়ে যায়। আগে মন খারাপ করে বসে থাকতাম আর এখন সামু তে আইসা কীবোর্ড হাকাইয়া যাই। মন ভালো থাকে।
আসলে আমি প্লেবয় হইতে পারি না, যারে ভালো লাগে তো লাগে! কিন্তু কিভাবে এই হারামীগুলা পারে এই টাইপের কমেন্ট করতে? আমারে টাকা দিলেও তো পারবো না!
পুরুষত্ব দেখায় দিলে যদি আবার ঝগড়া লেগে যায়? কয়জন রে ঠেকাবো? এক আবাল হট বলে তো আরেক মাদার** সেক্সি বলে! কি করি! আল্লাহ একটা উপায় বের করে দেন প্লিজ.!!!
হু, বেশিদিন এমনে চললে আমি আসলেই লাত্থি দিয়া বাইরে ফালামু।
না ভাই রুড লাগে নাই। ধন্যবাদ
৫| ০৯ ই জুলাই, ২০১২ সন্ধ্যা ৭:২৫
িফেরাজ আহেমদ ভুইয়া বলেছেন: উদাস যুবক বলেছেন: ভাই আপনার সবগুলা পোস্ট পরলাম। আপনার সকল চিন্তা ভাবনা মেয়ে রিলেটেড কেন বুঝলাম না। এভাবে ভাবতে থাকলে মস্তিষ্ক বিকৃতি ঘটবে।
ধরলাম মেয়েটার জন্য আপনি অবসেসড। তাকে ছাড়া আপনার চলবেই না। তাহলে এক কাজ করেন। খোলস পাল্টান। নিজের পুরুষত্ব দেখান। আপনার সাথে রিলেশন থাকা অবস্থায় আরেক পোলা সেক্সি কইব এইটা কেম্নে মানা যায়!!! বুঝায় কন। না বুঝলে লাত্থি দিয়া বাইরে ফালান। এই মেয়ে ভালোবাসা পাবার যোগ্য না।
কথাবার্তা রুড মনে হইলে সরি।
০৯ ই জুলাই, ২০১২ সন্ধ্যা ৭:৩৩
মাইক্রনিায়া বলেছেন: উনারে উত্তর দিসি, দেখেন
৬| ০৯ ই জুলাই, ২০১২ সন্ধ্যা ৭:৩০
মিউজিক রাসেল বলেছেন:
০৯ ই জুলাই, ২০১২ সন্ধ্যা ৭:৪১
মাইক্রনিায়া বলেছেন: হাসেন ক্যান ভাই?
৭| ০৯ ই জুলাই, ২০১২ সন্ধ্যা ৭:৩৫
সবুজ ভীমরুল বলেছেন: আপনাকে কিছু কথা বলি, কিছু মনে করবেন না।
আপনার প্রায় সবগুলো পোস্টই মেয়ে রিলেটেড। আপনি কি কোন কারনে অবসেস্ড?? আপনার কি মেয়েদের প্রতি আলাদা কোন ফ্যান্টাসি আছে? কেন এইসব ব্যক্তিগত ব্যাপার ব্লগে শেয়ার করেন?? ধরে নিচ্ছি আপনি ম্যাচিওরড। কিন্তু আপনার মানষিক ম্যাচিওরিটি তেমন ভাবে আসেনি, তা নাহলে ব্লগে একেরপর এক এইসব ফালতু জিনিষ পোস্ট করতেন না।
আমার উপদেশ হচ্ছে, আপনি বেশ কিছু দিনের জন্য ফেসবুক ও ব্লগ থেকে দূরে থাকুন, আপনার উপকারই হবে!!
ভাল থাকবেন।
০৯ ই জুলাই, ২০১২ সন্ধ্যা ৭:৪১
মাইক্রনিায়া বলেছেন: ভাই আমি সিম্পল মানুষ। ব্লগিং করি শেয়ার করার জন্য। ফেসবুক ছাইড়া দিছি, মানে হাল্কা ভাবে ব্যাবহার করি।
ব্যক্তিগত ব্যাপার ব্লগে শেয়ার করলে ভালো লাগে, হাল্কা লাগে।
আলাদা ফ্যান্টাসি মানেটা বুঝলাম না ভাই।
ব্লগে কি ধরনের পোস্ট আসে সেটা নিয়ে একটা পোস্ট দিয়েছিলাম, দেখে নিয়েন। আমার কাছে ব্লগে ব্যাক্তিগত ব্যাপার শেয়ার করে সমাধান নিতেই ভালো লাগে। এইযেমন আপনি, ভালো উপদেশ দিলেন! এরকম।
সবার পোস্টই যে তথ্যবহুল হবে এমনটা আশা করা যায় না, তাই না?
৮| ০৯ ই জুলাই, ২০১২ সন্ধ্যা ৭:৫০
উদাস যুবক বলেছেন: আপনার অবস্থা বুঝতে পারছি। অতিমাত্রায় দুর্বল হয়ে পরেছেন। কিন্তু ঝগড়ার ভয়ে যদি এখন নিজেকে এক্সপ্রেস না করেন তাহলে ভবিষ্যতে কি হবে তা কি ভেবেছেন!! ধরেন এই মেয়ের সাথেই আপনার বিয়ে হল আর বিয়ের পরেও একই কাহিনি চল্ল তখন কিভাবে হ্যান্ডল করবেন?? নিজের ভাল লাগা মন্দ লাগা গুলা শেয়ার করেন। যে থাকার সে এমনি থাকবে। তা থাকলে বুঝবেন আপ্নারি ভাল হল।
আপনি রিভার্স না খেইলা থাকলে আপনার সরলতা আমার ভাল্লাগসে।
০৯ ই জুলাই, ২০১২ সন্ধ্যা ৭:৫৮
মাইক্রনিায়া বলেছেন: ভাই আমি রিভার্স খেলতে পারি না, আর আমি আসলেই সরল
আপনি তো আমাকে ভয় দিলেন রে ভাই, আসলেই বিয়ের পরে কি হবে? যদিও অনেক টাইম আছে, তারপরও!!
যদি বিয়ে হয় তাহলে ফেসবুক থেকে আবালগুলারে বাইর কইরা দিবো আমি নিজে, লাগলে শশুর বাড়ি যাবো নালিশ করতে.
আপনার কমেন্টের জন্য ধন্যবাদ, আপনার জন্য শুভকামনা
৯| ০৯ ই জুলাই, ২০১২ সন্ধ্যা ৭:৫০
মেকগাইভার বলেছেন: dp মানে হচ্ছে দুই পুরূষ।বাকিটা বুইঝা নেন
০৯ ই জুলাই, ২০১২ রাত ৮:০৭
মাইক্রনিায়া বলেছেন: মেকগাইভার ভাই, স্ক্রু হবে?
হা হা
১০| ০৯ ই জুলাই, ২০১২ রাত ১০:১৮
সবুজ মানব বলেছেন: (১৮+ কমেন্ট)
ডি.পি. দিয়ে ডিসপ্লে পিক ছাড়াও দুদু পাছা বুঝাতে পারে :#>
১০ ই জুলাই, ২০১২ দুপুর ১:০৯
মাইক্রনিায়া বলেছেন: আশা করি সেটা বোঝায় নাই
১১| ২৫ শে জুলাই, ২০১২ সন্ধ্যা ৬:০৮
টেস্টিং সল্ট বলেছেন: লেখক বলেছেন: থ্যাংকস আপু, মাইয়ারা এমন হয় ক্যান?
আপনি একজন মেয়ে তাই আপনার কাছ থেকে ফ্রি টিপস চাচ্ছি
কি ভাবে মাইয়া পটাবো (আসলে এটা বোঝাতে চাই নাই, বুঝেন তো)? [/su
একটা মেয়ে কে সরাসরি প্রশ্ন করছেন কিভাবে মাইয়া পটাবো??
আপনি যাকে পছন্দ করেন তাকে তো মানুষ ঐসব বলবেই। আগে নিজের ভাষা ঠিক করেন পরে অন্যের টা করিয়েন।
©somewhere in net ltd.
১|
০৯ ই জুলাই, ২০১২ সন্ধ্যা ৬:৫২
শুক তারা বলেছেন: display pic.