নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সবার পৃথিবী হোক মিহিরময়।।

মিহির মিহির

মিহির মিহির › বিস্তারিত পোস্টঃ

ক্ষমা কোনো সহজাত প্রবৃত্তি নয়

১৩ ই মার্চ, ২০১৬ রাত ২:১৩


অসুধে ভরা অনুভূতিগুলো খুব কড়া
কিন্তু ভাসা ভাসা,গোলমেলে।
চাতকের মতো চেয়ে থাকা
যদিও দূরবীনের ধ্রুব আসবেনা।
সত্যি যদি মানুষ হও
আর যদি অনুভূতিগুলো
খুব সামান্যও বুঝতে
আমি নিশ্চিত করে বলতে পারি
মাথা ঠুকবে দেয়ালে।
ফিরে পাবার অদম্য আশায়
লজ্জায় ফিরে যাবে বারবার।
আর যদি চলে যাই,প্রতিশ্রুতির
গোলাপে মাটির ঘর ছেয়ে দেবে।

আজকাল রুটিনমাফিক কষ্টে
খুব অভ্যস্ততা চলে এসেছে।
দিন গুনতে অসুবিধে হয়না,
দাগ কাটতে ভয় পাইনা।
রক্ত নিয়ে উল্লাস করি।
তবে এখনো তোমাকে প্রথম দেখা,
প্রথম তোমার পেছন থেকে জড়িয়ে
ধরে আমার লুকোনো মুখ দেখবার চেষ্টা,
আমাকে আবেগতাড়িত করে।
আচ্ছা মনে পড়ে কি তোমার নিঃশ্বাস
কতোটা গভীর আর উষ্ণতায় ভরা ছিল?
আর তোমার বুকের ভেতরটা অনেক বেগে
ওঠানামা করছিল,মনে আছে?

কতো অভিমান জমা পড়ে গেল!
অথচ কখনো ঘৃণা এলোনা মনে।
এরপরও দেখো, কতটা বেহায়ার মতো
ল্যামপোস্টের আধো আলো-অন্ধকারে
তোমার-আমার সেই মুখ দেখাদেখি প্রতিযোগীতা
অনুভব করি।
ভীষন অনুভব করি।
আজও হৃদয়স্পর্শী তুমি।
সুনামি তান্ডবে সবই স্মৃতি আজ
কিন্তু 'তুমি' স্পর্শ কোনোদিনও
স্মৃতি হবেনা।
এতো বেশী তীব্র ছিল সেই অনুভূতি
এখনো জীবন্তই মনে হয়।
আসলে সবাই ভুল করে
কিন্তু সবাই ক্ষমা করতে পারেনা।

ক্ষমা কোনো সাধারণের সহজাত প্রবৃত্তি নয়।

মন্তব্য ১০ টি রেটিং +৩/-০

মন্তব্য (১০) মন্তব্য লিখুন

১| ১৩ ই মার্চ, ২০১৬ রাত ২:২১

রুদ্র জাহেদ বলেছেন: আসলে সবাই ভুল করে
কিন্তু সবাই ক্ষমা করতে পারেনা।
ক্ষমা কোনো সাধারণের সহজাত প্রবৃত্তি নয়।
দারুণ,খুব ভালো লাগলো

১৩ ই মার্চ, ২০১৬ রাত ২:৫৬

মিহির মিহির বলেছেন: ধন্যবাদ জাহেদ ভাইয়া।।
তয় ইন্ডিয়ারে জীবনেও ক্ষমা করতাম না। :p আইছি:ছি:
....
....
মন্তব্যে ভালোলাগা রইলো। মনমেজাজ বড়ই বিক্ষিপ্ত। :( :(

২| ১৩ ই মার্চ, ২০১৬ রাত ৩:০০

লীন প্রহেলিকা বলেছেন: অসুধে ভরা অনুভূতিগুলো খুব কড়া
কিন্তু ভাসা ভাসা,গোলমেলে।
চাতকের মতো চেয়ে থাকা
যদিও দূরবীনের ধ্রুব আসবেনা।[/sb

দুর্দান্ত শুরু করে শেষটুকু পর্যন্ত ভাল লাগে বুঁদ হয়ে রইলাম। জীবন থেকে নেয়া তিক্ত অভিজ্ঞতার প্রতিফলন মনে হলো। শুভকামনা।

১৩ ই মার্চ, ২০১৬ রাত ৩:১৬

মিহির মিহির বলেছেন: মন্তব্যে অনুপ্রাণিত হলাম ।।
আজকাল সম্পর্কগুলো এমনই ছন্দবিহীন, শুরুর এবং মাঝের কাহিনী হরহামেশাই ঘটে।কিন্তু সবকিছুর ঊর্ধে গিয়ে শেষটুকু সবসময় হয়ে ওঠেনা।কয়েকজনের জীবনে দেখা টুকরো টুকরো ঘটনা দুর্ঘটনার ব্যালেন্স করে লেখার চেষ্টা।পুরো বিষয়ে সত্যি আমিও ওদের মতো তিক্ত ছিলাম কিন্তু ক্ষমার মতো মহৎ গুণের ভান্ডার দেখে সত্যিই সিক্ত হয়ে গিয়েছি শেষমেষ।তাই অগোছালো হাতে ফুটিয়ে তুলবার ক্ষুদ্র প্রয়াস।
শুভকামনা জানবেন । ভালো থাকবেন । :) :)

৩| ১৩ ই মার্চ, ২০১৬ ভোর ৪:২১

লীন প্রহেলিকা বলেছেন: খুব সুন্দর করে বলেছেন। ভালো লাগল কথাগুলো। সুন্দর থাকবেন।

১৩ ই মার্চ, ২০১৬ সকাল ৯:৫২

মিহির মিহির বলেছেন: ধন্যবাদ প্রহেলিকা ভাইয়া
আপনিও অনেক বেশী ভালো থাকবেন সবসময়।
শুভকামনা জানবেন।:)

৪| ১৩ ই মার্চ, ২০১৬ সকাল ৭:৫৫

দিয়া আলম বলেছেন: অসুধ মানে বুঝিনি,এর মানে কি ?:( আরো অনেক গুলো শব্দ আছে এখানে আমার অচেনা, কিন্তু প্রথমটাই বুঝিনি বলে জানতে চেয়েছি।

১৩ ই মার্চ, ২০১৬ সকাল ৯:৪৯

মিহির মিহির বলেছেন: ঔষধ<অসুধ
অনেক জায়গাতেই লেখা হয় এমন করে। আর কি শব্দ লিখলে হয়ত চেষ্টা করতাম আপু।।
অনেক ভালো থাকবেন আপু।শুভকামনা রইল। :)

৫| ২৯ শে মার্চ, ২০১৬ বিকাল ৪:৪৬

ভ্রমরের ডানা বলেছেন: খুব সুন্দর কবিতা!


কতো অভিমান জমা পড়ে গেল!
অথচ কখনো ঘৃণা এলোনা মনে।
এরপরও দেখো, কতটা বেহায়ার মতো
ল্যামপোস্টের আধো আলো-অন্ধকারে
তোমার-আমার সেই মুখ দেখাদেখি প্রতিযোগীতা
অনুভব করি।
ভীষন অনুভব করি।
আজও হৃদয়স্পর্শী তুমি।
সুনামি তান্ডবে সবই স্মৃতি আজ
কিন্তু 'তুমি' স্পর্শ কোনোদিনও
স্মৃতি হবেনা।
এতো বেশী তীব্র ছিল সেই অনুভূতি
এখনো জীবন্তই মনে হয়।



অনেক শুভকামনা রইল মিহির ভাই!

৬| ২৩ শে নভেম্বর, ২০১৯ বিকাল ৩:৩৩

খায়রুল আহসান বলেছেন: সুন্দর কবিতা + +।
"ক্ষমা কোনো সাধারণের সহজাত প্রবৃত্তি নয়" - একমত।
ক্ষমা মানুষের হৃদয়কে প্রশস্ত করে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.