![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
মাতৃমন্ত্রী
মিজানুর রহমান স্বপন
বীরশ্রেষ্ট, বীরবিক্রম, বীর সেনারা
বীরের প্রতিক
দেশের জন্য জীবন দেওয়া
তার চেয়েও অধিক।
দেশের জন্য, দেশের মায়ায়
মুক্ত পাগল,
দেশেরে টানে দেশের জন্যে
জীবন বদল।
মাতৃ প্রেমে সর্বহারায়, সঙ্গ হারায়
মাতৃমন্ত্রী
দেশ কল্যানীর সর্বব্রত
দেশের হিতে
সকল প্রীতি।
দেশ মাতৃকায় ছুটছে তারা,
দূরদূরান্তে।
কাহার পানে, ভূমির টানে
মাতৃভূমির মুক্তির জন্যে,
ছুটছে দেখ দূর দিগন্তে।
দেশের জন্য জীবন সাধন,
অগ্নি গমন, সকল ক্রন্দন;
সর্ববন্দন
দেশ মঙ্গলে,
ভুলিয়া যায়রে আত্ম মায়া মাতৃমন্ত্রী
সর্ব মায়া ত্যাগ করিয়া
বিলিয়ে দেয় রে জীবন যৌবন
দেশের প্রতি।
©somewhere in net ltd.