![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
নবিজীর যুগে এক ব্যক্তি কাবাঘর তাওয়াফ করছিল। তাঁর কাঁধে তার মা।
তাওয়াফ শেষে নবিজীর খেদমতে সে আরজ করল- হে রাসূল! আমি কি আমার মায়ের হক আদায় করতে পেরেছি? নবিজী বললেন- " না! তোমার মায়ের একটি দীর্ঘশ্বাসের হকও আদায় করতে পারনি?"
--মুসনাদে বাযযারঃ ১৭৭৭
---তাফসীরে ইবনে কাসীর,সূরা ইসরা-আয়াতঃ ২৩
সাইদ ইবনে বুরাদার(র) সূত্রে বর্ণিত আছে,এক ইয়ামেনী লোক তার মাকে পিঠে বহন করছিল, তখন সে লোক ইবনে উমর(রা) জিজ্ঞেস করেছিলেন- আমি কি আমার মায়ের হক আদায় করতে পেরেছি,তখন ইবনে উমর(রা) একই উত্তর দিয়েছিলেন।
****আজ হঠাৎ মায়ের কথা কেনো স্মরণ হচ্ছে জানিনা তবে তার সুস্থতার জন্য দোয়া চাচ্ছি সবার কাছে ......*****
দিবস ও রজনী
আত্মার স্বজনী
ভেবেছ কখনো
ছোট্ট তখনো
বলেছি কিনিতে
চেয়েছি পরিতে
পারনি দিতে
দিবা ও নিশীথে
কতনা যাতন
সয়েছি তখন
বলেছি মরিয়া
ভাসািয়ে দরিয়া
আবেগ প্রবন
করনি শ্রবন
আজ হয়েছে
পথ পেয়েছে
তবুও পারনি
কিংবা ছাড়নি
অভাব ও বিপদ
ভোলেনি সে পথ
একই ভাবে চলে
হেলে ও দুলে
আপদে বিপদে
ভুমিকায় স্বপদে
আগলে রেখেছ
ছাতা হয়ে থেকেছ
তবুও বলনি
ভিন্ন ধরনী
মা ..তুমিই সকল কিছুর জন্য দায়ী ...। কারন তুমিই শিখিয়েছো ....... মানুষকে ভালো বাসতে
©somewhere in net ltd.