![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
বলেছিলে "তুমি কিন্তু অনেক একা গো।"
কে বলেছে? আমি মোটেও একা নই
জানো ? আমার "আমি" আর "একাকিত্ব "
এই দুই এ আমি রই
নাগো তুমি বড় একা
তোমাকে না সংগিহীন দেখলে বড্ড খারাপ দেখায়
উহু আমি একা নই
আমাকে কি কখনো দেখেছো আমি ও আমার ছায়ায়?
শোনো চাঁদও একা
তুমি না চাঁদের মতো বড্ড একা ভারী?
না হেসে পারলাম না
দেখোনিকো আমার আছে চর্কাকাটা বুড়ি
তুমি যে কি ?
কথায় জানো শুধু, তবুও বলবো একা একা এবং একা
এতো বার বলছো যখন ,
আচ্ছা আমার দেখতে হবে জীবন ফিরে দেখা
ভালো করে দেখো
কেউ কি তোমার পাশে বসে ,ভালো থাকার কথা শোনায় ?
হুমম...তবে একটা কথা না বললেই নয় ,
কাউকে ভালো বাসি কি না জানি না,তবে তোমার কষ্টে না আমার অনেক কষ্ট হয়।
১৯ শে জানুয়ারি, ২০১৬ সকাল ৯:৫৩
সোজা সাপটা বলেছেন: আসলে ইহাই ভালোবাসা । ধন্যবাদ
২| ২১ শে জানুয়ারি, ২০১৬ রাত ৮:৩৬
মিঃ এলিয়েন বলেছেন: ভাল-লাগল
২৪ শে জানুয়ারি, ২০১৬ দুপুর ১:২৯
সোজা সাপটা বলেছেন: ধন্যবাদ
©somewhere in net ltd.
১|
১৪ ই জানুয়ারি, ২০১৬ রাত ১১:০২
মাহবুবুল আজাদ বলেছেন: কাউকে ভালো বাসি কি না জানি না,তবে তোমার কষ্টে না আমার অনেক কষ্ট হয়। ইহাই ভালবাসা।