![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
কষ্ট পেলেও চলতে দ্বিধা পাছে লোকের কথা
বুঝবে কেরে ইন্জিনে তার পাচ্ছে কেমন ব্যাথা
ইস্টিশনেও থাকে গাড়ি অনেক চাকা তার
হুইসেল দিয়ে চলতে থাকে গতি দূর্বার
নগ্ন পায়ে কৃষক হাটে তিন চাকাটা সবার
চার চাকাটা জোরে ঘুরে ভিআইপি হেলিকপ্টার
রকেট চলে বিমান চলে, চলে জাহাজ পানিতে
থামতে হবে সব যানেরই, বিধাতার ইশারাতে
চলার পথে ট্রাফিক মামা থামায়ে দিয়ে গাড়ি
হাঁসি আর টিটকারিতে করছে গড়াগড়ি
ভাবুক মনে চাবুক পিটিয়ে চলছে গতি মন্থর
থামবে কোথায় হঠাৎ ব্রেকে, জানছে কি এই অন্তর
অন্গার হয়ে জ্বলছে ইন্জিন চলছে জীবন গাড়ী
চুপটি করে কখন যেনো চলে যায় নিয়ে আড়ি
২০ শে জানুয়ারি, ২০১৬ সকাল ৯:১৫
সোজা সাপটা বলেছেন: ধন্যবাদ ভাই মিসির আলী
©somewhere in net ltd.
১|
১৯ শে জানুয়ারি, ২০১৬ বিকাল ৪:৩২
আমিই মিসির আলী বলেছেন: চমৎকার।