![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
বুকের পাজরে ধুকফুক, বাম পাশে চিনচিন
বয়স বাড়ছে হচ্ছি অসুস্থ ক্ষীন আশা দিন দিন
হঠাৎ স্বপ্ন তাহাই সত্যি পাছে হারানোর ভয়
কবে হবে এর শেষ সমাপ্তি শান্তি নিশ্চয়
প্রকৃতি আমার করেছে অবিচার নিয়েছে শান্তি কাড়ি
শ্রদ্ধায় আমি অবনত যখন মা নামের ঐ নারী
নারীই শান্তি , নারীই ধর্ম নারীতেই খূজি স্বর্গ
নারীই করে খর্ব তোমায় পাঠাতে পারে মর্গ
নারীহীন তুমি জীবন অপূর্ন হাহাকার ভেবে রয়
অপার শান্তি যখন দেখবি নাহি সে ছলনাময়
তার ছলনায় হবেরে জীবন চোখছলোছল মন
সন্তানও তোর হয়তো নারী মাও তোর ধন
কলিকাল বুঝি চলিয়া আসিলো আর কটাদিন বাকি
উপর ওয়ালা রাখে যদি তোরে পারবিনা দিতে ফাঁকি
০৮ ই মার্চ, ২০১৬ সকাল ১০:১৮
সোজা সাপটা বলেছেন: ধন্যবাদ
২| ০৮ ই মার্চ, ২০১৬ সকাল ১০:৩২
মো: ইমরান আল হাদী বলেছেন: ভাল লিখেছেন শুভেচ্ছা রইল।
০৮ ই মার্চ, ২০১৬ দুপুর ১২:৪২
সোজা সাপটা বলেছেন: ধন্যবাদ ভাই মো: ইমরান আল হাদী
৩| ০৮ ই মার্চ, ২০১৬ সকাল ১০:৪০
কানিজ রিনা বলেছেন: নারীই ছলনাময়ী নারীই ভুমি নারীই প্রকৃতি
নারীই যুবতি নারীই অগ্রগতি নারীই মায়াবতী
জগত ধাতত্রী।
০৮ ই মার্চ, ২০১৬ দুপুর ১২:৪৩
সোজা সাপটা বলেছেন: ধন্যবাদ
৪| ০৮ ই মার্চ, ২০১৬ সকাল ১০:৪৩
আব্দুল্লাহ তুহিন বলেছেন: ভাল্লাগছে.... ভাই
০৮ ই মার্চ, ২০১৬ দুপুর ১২:৪৩
সোজা সাপটা বলেছেন: ধন্যবাদ ভাই
৫| ০৮ ই মার্চ, ২০১৬ সকাল ১১:৩৯
সুমন কর বলেছেন: চমৎকার হয়েছে। +।
০৮ ই মার্চ, ২০১৬ দুপুর ১২:৪৩
সোজা সাপটা বলেছেন: ধন্যবাদ ভাই
©somewhere in net ltd.
১|
০৮ ই মার্চ, ২০১৬ সকাল ৯:৩৮
বিজন রয় বলেছেন: নারী নারী নারী।
ভাল লাগল।
+++++