![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আজব শহর ঢাকা
রাস্তা হয়না ফাঁকা
ব্যাস্ততম এই ঢাকা শহর
রিকশার পিছে গাড়ীর বহর
ব্রান্ড যদিও হয় মার্সিডিজ
হতে পারো যত বড় চিজ
চলতে হবে রিকশার পিছে
নিয়ম কানুন সবই মিছে
নছিমনটাই চলতে বাকি
ফ্লাইওভার টাও হচ্ছে নাকি
অসীম ধৈর্যার এই জাতি
টুনকো ইস্যুতে কত মাতি
যাচ্ছে চলে অন্তরালে
পুকুর চুরি সব আড়ালে
আম জনতা পস্তাইতে থাক
উনারা ভালাই আছেন দেশ চুলোই যাক
২| ১৬ ই নভেম্বর, ২০১৬ ভোর ৬:২৮
শাব্দিক হিমু বলেছেন: সুন্দর। তবে ছন্দগুলো আরেকটু তালে হলে আরো মজার হতো। ভালোলাগা রেখে গেলাম।
৩| ২০ শে ডিসেম্বর, ২০১৬ সকাল ১০:২৪
বিমূর্ত নীল বলেছেন: নিজের লাইনগুলো উপরের দিকে যেতে পারতো। তবুও ভালো হয়েছে। ভালো থাকবেন
৪| ১৬ ই জানুয়ারি, ২০১৭ সকাল ১০:৫৫
মোস্তফা সোহেল বলেছেন: অনেক দিন লেখেন না যে?
৫| ২১ শে ফেব্রুয়ারি, ২০১৭ রাত ১১:১৯
ফরিদ আহমদ চৌধুরী বলেছেন: সুন্দর।
৬| ২২ শে ফেব্রুয়ারি, ২০১৭ সকাল ১০:২২
নাগরিক কবি বলেছেন: ব্যস্ত ঢাকা। ভালবাসার শহর
৭| ০৬ ই এপ্রিল, ২০১৭ সকাল ১১:৫৫
দেশ প্রেমিক বাঙালী বলেছেন: চমৎকার হয়েছে আপনার কবিতা। এটাই আমাদের দেশের বাস্তবতা ।
ভালো থাকুন নিরন্তর। ধন্যবাদ।
৮| ০৬ ই এপ্রিল, ২০১৭ দুপুর ১:১৭
মোস্তফা সোহেল বলেছেন: অনেক দিন লেখেন না যে?
৯| ২৬ শে অক্টোবর, ২০১৭ রাত ১:১৯
মেহেদী হাসান তামিম বলেছেন: অক্ষরবৃত্ত ছন্দে ভাল দখল আপনার। ভাল লাগল
১০| ২৬ শে অক্টোবর, ২০১৭ রাত ১:২৩
মেহেদী হাসান তামিম বলেছেন: অন্তমিল মানেই যে কবিতা নয়, কেন কেউ তা বোঝেনা। অকবি খোঁজে অন্তমিল, কবি খোঁজে ছন্দ কাঠামো। লিখে যান আপনি যে যা বলে বলুক।
১১| ৩১ শে অক্টোবর, ২০১৭ রাত ১১:৪৩
অর্ক বলেছেন: বেশ মজার। ভালো লাগলো। শুভেচ্ছা।
১২| ১৩ ই মার্চ, ২০১৮ সকাল ১০:০৫
খায়রুল আহসান বলেছেন: "যাচ্ছে চলে অন্তরালে
পুকুর চুরি সব আড়ালে" - একদম ঠিক কথা!
©somewhere in net ltd.
১|
০৭ ই নভেম্বর, ২০১৬ দুপুর ১:৫৭
সুমন কর বলেছেন: শেষ দুই লাইন আগের মতো করা গেলে, আরো ভালো হবে।
সুন্দর এবং +।