![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ড্রাইভারের রোজনামচা
সময়: ১৭-১২-২০১৭ ভোর ৬;৩০ মিনিট
স্থান : মালিবাগ মোড়
ট্রাফিক পুলিশ: (হাতের ইশারায় গাড়ি থামতে নির্দেশ)
এই কাগজপত্র বের করেন
ড্রাইভার : কোন কাগজ
ট্রাফিক পুলিশ: সব কাগজ
ড্রাইভার : দিতাছি কিন্তু সব আপটুডেট আছে
ট্রাফিক পুলিশ: সবি তো আছে
ড্রাইভার : আগেই তও কইছিলাম
ট্রাফিক পুলিশ: গাড়ির গ্লাস কালো মনে হচ্ছে
ড্রাইভার : গাড়ির গেলাস কালাতো মনে হইবই, আমার গাড়ির গেলাস এই রহমই , কোনো কালা পেপার দেয়া নাইক্কা
অন্য একজন ট্রাফিক পুলিশ: ঐ যে স্যার (সার্জেন্ট) দাঁড়িয়ে আছে দেখেছো?
ড্রাইভার : সার্জেন খাড়াই থাকলে আমি কি করতাম?
ট্রাফিক পুলিশ: আরে মিয়া সকালের নাস্তার টাকাডা দিয়া যাওগা
ড্রাইভার : স্যার আমার নাস্তা খাওয়ারই টেকা নাইক্কা আপনারে কৌত্থাইকা দিমু। গ্যাস লইয়া হবাই আইলাম
২জন ট্রাফিক পুলিশই: হেই যা গা বেটা ............।
২| ১৩ ই মার্চ, ২০১৮ সকাল ১০:০২
খায়রুল আহসান বলেছেন: এত সহজেই ছেড়ে দিলো? এত সহজে তো সাধারণতঃ ছেড়ে দেয় না।
৩| ২০ শে মার্চ, ২০১৮ সকাল ১০:৫২
অনন্য দায়িত্বশীল আমি বলেছেন: বাস্তবতা এরকমই।
৪| ২৬ শে এপ্রিল, ২০১৮ ভোর ৫:০৮
কাওসার চৌধুরী বলেছেন: তারপরও নিস্তার পাওয়ার কথা না। শেষ পর্যন্ত কিছুই খসাতে না পারলে একটা বিড়ি ধরিয়ে দিতে হয়। ষাড়ের সম্মান বলে কথা।
৫| ২৮ শে মে, ২০১৮ দুপুর ১:৩০
জুন বলেছেন: সেদিন আমার গাড়ি ধরলো । কাগজ পত্র সব আপ্টুডেট তারপর ও লাইসেন্স নিয়ে একাধারে কেস দিচ্ছে। কপাল ভালো আমাদেরটা ছিল নীচের দিকে । পুলিশের কন্যা পরিচয় দেয়ায় কেউ যেন না দেখে এমনি করে লাইসেন্সটা দিয়ে গেল । অন্য লোকগুলোর কি হেনস্থা । ঘন্টার পর ঘন্টা যানজট, ভাঙ্গাচুড়া রাস্তা, লাগাতার খোড়াখুড়ি তার উপর পুলিশের এই অত্যাচার । মানুষ যাবে কই
৬| ০৪ ঠা জুন, ২০১৮ বিকাল ৪:২৮
মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: কবি বলেছে, বাঘে ধরলে ১২ ঘা, আর ঢাকার পুলিশে ধরলে ৫৪ ঘা। জাতি এখন কেবল ঘায়ের উপর আছে। আফসোস!
৭| ০৮ ই নভেম্বর, ২০১৯ রাত ৩:৫৫
সোহানী বলেছেন: বলেন কি কিছু না দিয়েই পার পেলেন???? আপনি ভাগ্যবান।
©somewhere in net ltd.
১|
৩১ শে ডিসেম্বর, ২০১৭ দুপুর ২:৪৯
বিজন রয় বলেছেন: বিদায় ২০১৭, স্বাগতম ২০১৮,......... নতুনের শুভেচ্ছা রইল।