![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
একসময় আমি খুব স্মার্ট ছিলাম , আমার বয়স তখন ৬ মাস প্রতিদিন ৪-৫ বার পোশাক চেন্জ করতাম । এখন একই ড্রেস পড়ে ৪-৫ দিন কাটিয়েদেই । একসময় আমি খুব কিউট ছিলাম আমার বয়স তখন ৪ বছর :-" । আমার কিউট চেহারায় কুদৃষ্টিলাগার ভয়ে আমার আম্মু আমার কপালের বাঁ পাশে কালো টিপ দিয়ে দিতেন । এখন আর আমিকিউট নই তাই কালো টিপ দিতে হয় না । একদা আমি অনেক ভয়ংকর ছিলাম :-> ২ বছর বয়সে আমাদের পাশের বাড়ির আন্টির কোলে উঠে তার গালে থাপ্পর মেরেছিলাম । তিনি ভয়ে আমাকে কিছুই করার সাহস পান নি । এখন আর আমি ভয়ংকর নই। কাউকে থাপ্পর দিলেই পাল্টা থাপ্পর খেতে হয় । একদা আমার হাতের লেখা খুব সুন্দর ছিল ।আমি প্রথম যেদিন'অ'(স্বরে অ) লিখেছিলাম, সবাইহাততালি দিয়েছিল । সবাই বলেছিল, কত্ত সুন্দর লেখা!! এরপর সারাজীবনে কত বার 'অ '(স্বরে অ) লেখলাম !! কেউ একটা হাততালি দিল না । একসময় আমি খুব রোমান্টিক ছিলাম । আমার বয়স যখন ২, তখন আমাদের পাশের বাড়ির মেয়ের (দেড়বছর বয়স) গালে হামি খেয়েছিলাম । এরপর কত বছর কেটে গেল। হামি খাওয়া তো দূরের কথা,কোনমেয়ের হাতও ধরতে পারি নি ।।
এজিদের ফোন টা বেজে উঠলো।ঘসেটি বেগম কল দিছে,এজিদ রিসিভ করে বলে
-হ্যালো জান
-হ্যালো(কাঁদতে কাঁদতে)
-কি হয়ছে জান,কাঁদো কেন্?
- +(ve) আসছে(কাঁদতে কাঁদতে)
-বলো কি?সেফ টাইম ছিলো বলছিলা না??
-হুম,তাও +(ve) (কান্না চলছে)
-উফফফ..কি যে করোনা!(বেলুনটা ক্যান যে সাথে নিলাম না!মাইয়াগো যেমন বিশ্বাস নাই,তাদের শারিরীক প্রক্রিয়ারও বিশ্বাস নাই :-( ) আচ্ছা দাঁড়াও,একটা না একটা প্রবলেম তোমার হবেই হবে
-ঝারি খেয়ে চুপ,কান্না থামেনি এখনও ঘসেটির।ফোন কেটে যায়...
একে একে কয়েকটা বন্ধুদের( আমিও তাদের একজন) ফোন দেয় এজিদ।একজন ভরসা দিলো।মেরি স্টপস ক্লিনিকে বন্ধুটার পরিচিত মানুষ আছে,নো প্রবলেম...
ঘসেটির ফোন বেজে উঠলো।রিসিভ করে দ্রুত
-হ্যালো,কি চিন্তা করলা,এজিদ?
-আমার পরিচিত ক্লিনিক আছে,কাল দুজনে যাবো।Abortion করতে হবে।চিন্তা করোনা লক্ষ্মী,আমি আছি(?)
-Abortion!!অবুক(ভয়ের ইমো)আমি পারবো না।
-ভয় কিসের?আজীব!পারবেনা কেন্?আমি আছি(?)
-অন্য কোনো way নাই?
-হুম আছে(ঠাট্টায়িত কণ্ঠে বলে)প্রেগনেন্ট হয়ে মা হবে বাট কোনো Registerd বাবা থাকবেনা
-এমন বাজেভাবে বলছ কেন?(ইগো তে লাগে বেগমের)
-আচ্ছা,এখন ন্যাকা করার সময় না।কাল আসবা,না করোনা Plzz,Okk?রাখলাম,Bye...
ঘসেটির চোখ ঝাপসা।এরমধ্যে আরো অনেক ঝগড়া,তর্কাতর্কি করে শেষ পর্যন্ত ম্যানেজ করল এজিদ ঘসেটিকে(জিয়ে এজিদ)
সকাল হল যথারীতি,যথাসময়ে যথাজায়গায় যথামানুশদ্বয়!কথা হলো কিছু,কথা না বাড়িয়ে ক্লিনিকে এজিদ-ঘসেটি।কষ্ট বেশি পোহাতে হলো না,বন্ধুর পরিচিত মানুষ আছে বিধায়।যাহোক কাজ শেষ।Abortion সাকসেসফুল।ঘসেটি ম্রিয়মান।হাঁটতে কষ্ট হচ্ছে।বাট এজিদ আছে তো!কাঁদতে চাইছে ঘসেটি,তবু ওপেন প্লেস বলে কাঁদল না জমা রাখলো পানি :'(
ট্যাক্সি(অন্যদিন হলে রিকশা)ভাড়া করলো।দ্রুত নামায় দিতে হবে ঘসেটিকে বাসায়(যতক্ষণ সাথে থাকে আপদ,কখন না রাস্তায় নেমে সবার সামনে কেঁদে FlashMob করে সিন ক্রিয়েট করে)হালকা বৃষ্টিও হচ্ছে।যবনিকা পতন।(না নাটকের না,ট্যাক্সির পর্দা )পর্দার ভিতরে এজিদ-ঘসেটি।(কোনো ঘষাঘষি না আজ)ঘসেটি কাঁদছে।এজিদ বোঝাচ্ছে হাত ধরে-
-কাঁদছ কেন্?যখন{~yo~yo~} করছিলাম তখন তোমার পুর্নসমর্থন ছিলো,ওকে?
-ঘসেটি চুপ,কাঁদছে মুষলধারে
-যদি বলতাম আমি Force করছি তাহলে একটা কথা ছিলো।আর তুমিও তো বলছিলে সেফ জোন।আগে তো করছিলাম কোনো প্রবলেম হয় নাই;এবার তোমার হিসেবে ভুল ছিলো না তো?
- ? চিহ্ন থেকেই যায় প্রশ্নটার। No Reply from ঘসেটি
-যাহোক।Accident ঘটছে।কপালে ছিলো।শোকরিয়া-কেও কিছু জানে নাই,ইজ্জত যেতো নাহয়।বাড়ি গিয়ে একদম কাদবেনা। তাহলে আবার প্রবলেম আরেকটা হবে তখন
-(চোখ মুছে ঘসেটি)তুমি আমাকে বিয়ে করবা তো?নাহলে নিজেকে কখনো মাফ করতে পার্বনা।Abortion এর স্মৃতিটা আজীবন তাড়া করবে আমায়। তুমি থাকলে একটু সাহস পাবো,ভরসা পাবো মনে। থাকবা তো(Huge প্রশ্নবোধক চিহ্ন হবে)
-(Full Mood এজিদের)দেখো বেবি,এহেন অবস্থায় অনেক Bf তার Gf এর সাথে ব্রেকাপ করে।অসহায় মেয়ে তখন না পারতে suicide করে পেলে।আমি কি এমন করেছি জানু?বিপদে এখনও যেমন আছি,আজীবন তোমার সাথেই থাকবো(?)
ঘসেটির কপালে একটা চুমো খায় এজিদ।ভরসা পেয়ে ঘসেটি জড়িয়ে ধরে,ছাড়ে না...
গন্তব্যে পৌঁছে গেছে,এজিদ বলে,'ছাড়ো এবার,এসে গেছি' ঘসেটি ছেড়ে দেয়
(গল্পও শেষ তবে ফুলস্টপ না,সময় একদিন বাধ্য করবে এভাবে ছেড়ে যেতে আজীবনের জন্য।কারণ 'প্রতিটা পুরুষ সতিনারী সন্ধানী'.ঘসেটি বেগম এখন আর ওরকম নারী নেই। তাই এজিদ একদিন বেড়িয়ে পরবে রাজপথে-সতি মেয়ের খুঁজে)
বাংলাদেশ দন্ডবিধির ৩০২ও৩০৫ মোতাবেক,'হত্যাকারী ও হত্যায় সহায়তাকারীর (যথাযত এভিডেন্স থাকলে) শাস্তি-"মৃত্যদণ্ড".কিন্তু ভ্রুনহত্যার কোনো শাস্তি নেয়। নার্সিং হোমগুলাও চুপ।অবশ্য চুপ আছে ভালো আছে বোধহয়।কারণ, ভ্রুনহত্যার করতে না পেরে অনেকেই তখন আত্নহত্যা করবে। তাহলে ভ্রুনহত্যার বা এটা করতে না পারার কারণে আত্নহত্যা কোনটায় থাম্বেনা??
হুম থামবে,যদি ঘসেটি কামনা দমিয়ে বলে,"বিয়ের আগে 'সেফ পিরিয়ড' বলতে কিছু নেয়,এজিদ।" আবেগকে কমিয়ে যদি বলে,"যা চাও সব দিবো,বাট সতিচ্ছদটা নিজের কাছে রাখতে দাও,নাহয় বিয়ের পর কি দিয়ে খুশি করবো তোমায় জানু?"-এই কথাতে কাজ না হলে কনভিন্স করে যাও এজিদকে।যদি না মানে তাহলে গ্যারান্টি-"এজিদ,সুবিধার না।"যা গেছে তা জলাঞ্জলি দিয়ে ফিরে এসো এজিদের কাছ থেকে। #এখুনি_সময় আর যুক্তিধারি এজিদ ভাইয়া,জানি তুমি ঘসেটিকে বলেছ,"আমি আছি তো(?)" ভর্সাময় সরল বাক্যটি একদিন প্রশ্নসূচক বা বিস্ময়সূচক বাক্য হয়ে যাবে ঘসেটির কাছে।যে এজিদ তুমি শৈশবে বেলুন দিয়া নিষ্পাপ খেলা খেলতে,সে এজিদ আজ মেয়ে নিয়ে পাপ খেলা খেলছ,বেলুন হয়ে গেল অস্ত্র।কিন্তু এজিদ যদি বিবেক তোমার থাকে তাহলে নিজের বিবেক একদিন অস্ত্র হয়ে নিজের খুলিতে ঠেকবে। Because 'অনিয়ম প্রকৃতি কখনো মেনে নেয় না।'শুধু সময়ের অপেক্ষা। #Just_Wait.
স্কিন Touch-এর যুগ এখন।এটার বাম্পার ফলন হচ্ছে প্রেমক্ষেতে।এই বিপ্লব থামানো যাবে না,থামাতে হবে না। তবে,একটা কিন্তু থেকে যাই। তা হল-<<স্কিন Touch পর্যন্তই সীমাবদ্ধ থাক।স্কিন ফাঁক(Fuck) করিও না,স্কিন Incision(ফুটা করা আর কি) করিও না,করতে দিওনা>>>
©somewhere in net ltd.