নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মিল্লাত হোসেন ফেইসবুক আইডি- https://www.facebook.com/millatbd71

মিল্লাত হোসেন

মিল্লাত হোসেন,শাজাহানপুর,বগুড়া-৫৮০১ ।

মিল্লাত হোসেন › বিস্তারিত পোস্টঃ

আজ থেকে ২০ বছর পর আওয়ামীলীগ এর নেতাদের নিয়ে খবরে যে সব হেড লাইন হতে পারে----

২৭ শে আগস্ট, ২০২৪ রাত ১:৩৪

জালিম আওয়ামীলীগ সরকার বিদায় নিয়েছে। তাদের নেতাকর্মীরা এমন কোন অপরাধ নাই যা তারা করে নি। এখন তারা এসবের ফল ভোগ করছে। সামনে তাদের আরো বেশি ফল ভোগ করতে হবে। এক একটি আওয়ামীলীগ নেতা যেন এক একটি টাকার ব্যাংক ছিল। প্রায় সব গুলা নেতা ব্যাংক থেকে যে পরিমাণ টাকা মেরে নিয়েছিল তাতে তারা যে ভাবে সেরা ধনী হয়েছিল ঠিক সে ভাবে তারা আজ দেশের সেরা গরীব হচ্ছে। যেমন সালমান এফ রহমান সেরা ধনী থেকে সেরা গরিব,৩৫ হাজার কোটি টাকা লোন। হয়ত এই লোন এর কারনে তার সব সম্পদ বাজাপ্ত করে নিতে পারে। যাইহোক, এই সব নেতাদের নিয়ে আজ থেকে ২০ বছর পর খবরের যে সব হেড লাইন হতে পারে তার একটা ধারণা নিচে দেওয়া হল-১. হাজার কোটি টাকার মালিক আজ পথের ফকির ২.১ হাজার বিঘা জমির মালিক কিন্তু আজ নিজের কবরে জায়গা নাই ৩. এক কালের প্রতাপশালী মন্ত্রী আজ রাস্তার পাগল ৪. এক সময় যে হাত হাজার হাজার মানুষকে সাহায্য করত আজ যেই হাত সাহায্য জন্য অন্য কাছে পাততে হচ্ছে ৫.সাবেক এমপি আজ রিকশা চালক ৬. আওয়ামীলীগ এর সাবেক সভাপতি আজ বিনা চিকিৎসায় রাস্তায় মরছে ৭. ছাত্রলীগের সভাপতি আজ পথের ভিক্ষারী ৮. ১০০ ফ্ল্যাটের মালিক আজ বৃদ্ধাশ্রমে ৯. বিদেশে বাড়ী অথচ আজ তার ঘর নেই ১০. সাবেক এম পির ছেলে আজ দীন মজুর। এই রকম খবরে হেড লাইন আগামী ২০ বছর পর বা তার আগেও আসতে পারে।

মন্তব্য ৪ টি রেটিং +০/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ২৭ শে আগস্ট, ২০২৪ সকাল ৯:৫৬

খাঁজা বাবা বলেছেন: আরো আসতে পারে
আওয়ামীলিগের করা ঋন শোধে লাগবে আরো ৪০ বছর। (২০ বছর পর)

২| ২৭ শে আগস্ট, ২০২৪ দুপুর ১২:৩২

মিল্লাত হোসেন বলেছেন: হুম

৩| ২৭ শে আগস্ট, ২০২৪ দুপুর ২:৫২

রাসেল বলেছেন: এই ইতিহাস শুধু আমাদের গুণবান, রূপবান আওয়ামী লীগেরই না; যুগে যুগে এমন গুণবান, রূপবান অনেকেই ছিল এবং বর্তমানেও আছে । আমরা হলাম ছাগলের তিন নম্বর . . . . ।

২৭ শে আগস্ট, ২০২৪ বিকাল ৪:২০

মিল্লাত হোসেন বলেছেন: হুম

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.