![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
মিল্লাত হোসেন,শাজাহানপুর,বগুড়া-৫৮০১ ।
সাকিব বাল হাসান এর নামে হত্যা মামলা হয়েছে । অনেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে তাকে নির্দোষ বলছে । আমি ১০০% নিশ্চিত যারা তার পক্ষ নিয়ে তাকে নির্দোষ বলছে ১ দফা আন্দোলনে তারা কেহ অংশ গ্রহন করে নি বা তাদের পরিবারের কেহ শহীদ হয় নি । যারা এই আন্দোল এ অংশ গ্রহন নিয়েছে বা যাদের পরিবার এর কেহ শহীদ হয়েছে তারা জানে যে আওয়ামীলীগ কত ভয়ংকর । আওয়ামীলীগ যখন ক্ষমতায় ছিল তখন তার ৩০০ খুটি ছিল তার মধ্য সাকিব বাল হাসান একটি । সুতরাং, এই খুটি কে ভেঙ্গে দেওয়া হোক । আমাদের দেশের ১৬+ কোটি জন সংখ্যা আছে এর মধ্য বড় একটি অংশ যুবক ও শিশু আছে যদি তাদের ভাল ভাবে প্রশিক্ষণ দেওয়া যায় তাহলে এর মধ্য থেকে সাকিব বাল হাসানে চেয়ে ভাল খেলোয়াড় বেরিয়ে আসবে কারন প্রাকৃতিতে কোন স্থান ফাঁকা থাকে না কেহ না কেহ তা পূরণ করে দেয়। সুতরাং, এক সাকিব বাল হাসান না থাকলে দেশের কোন ক্ষতি হবে না । দেশের ক্ষতি যা করার সাকিব বাল হাসানের মত মানুষ গুলা করেছে আওয়ামীলীগের হাত কে শক্তিশালী করে । আওয়ামীলীগ যত গুলা মেধাবী ছাত্র ছাত্রীদের হত্যা করেছে সেই তুলনায় সাকিব বাল হাসান না থাকলে দেশের কোন ক্ষতি হবে না । অনেক বিশ্ববিদ্যালয় এর ছাত্র ছাত্রী যারা মারা গিয়েছে তারা কিছু দিন পর পড়াশোনা শেষ করে আমাদের দেশের বিভিন্ন প্রতিষ্ঠানে হাল ধরত দেশ অনেক দূর এগিয়ে যেত । এই রকম ছাত্র ছাত্রী আবার নতুন করে তৈরি করতে ২০-২২ বছর লাগবে সুতরাং, এই সব সাকিব বাল হাসানসহ সকল আওয়ামীলীগ নেতা কর্মীদের জন্য কঠিন শাস্তির দাবী জানাচ্ছি এবং এই আন্দোলনের শহীদ সকল ভাই বোনের আত্তার শান্তি কামন করছি পরম করুণাময় আল্লাহ যেন তাদের বেহেস্ত দেয় এই কামনা করছি ।
©somewhere in net ltd.