![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
কিছু সৃষ্টিশীল কাজ নিয়ে বেঁচে থাকার নিরন্তন চেষ্টা। জীবের কষ্ট সহ্য হয় না। সমব্যথিত হই অবহেলিত মানুষের ব্যথায়। তাই চেষ্টা করি স্ব-অবস্থান থেকে সবোর্চ্চ কিছু একটা করার, সেটা যে উপায়েই হোক না কেন। ভালবাসি দেশটাকে, মা আর সন্তানের মত। মৃত দেহটাকে পচাতে চাই এদেশের মাটিতেই।
আমি আমার ছেলেকে খুবই ভালবাসি। সে প্রতিদিন ঘুমোতে যায় রাত ৮টায় ঘুম থেকে উঠে ভোরবেলা। আমাদের ডেকে তোলে। আমার শার্ট, প্যান্ট, জুতা, মুজা এগিয়ে দেয় অফিসে যাওয়ার সময়। ওর বয়স প্রায় দেড় বছর। এখনও পুরোপুরি কথা বলে না কিন্তু সব বোঝে। যা বলি তাই করে। বাসায় যতক্ষন থাকি ওকে নিয়েই কেটে যায় আমার আর আমার ষ্ত্রীর। আপনারা সবাই আমাদের জন্য দোয়া করবেন।
২| ১৭ ই সেপ্টেম্বর, ২০০৭ দুপুর ১২:০৫
মানবী বলেছেন: ফুটফুটে সুন্দর আপনার ছেলে! আপনাদের জন্য দোয়া রইলো।
৩| ১৭ ই সেপ্টেম্বর, ২০০৭ দুপুর ১২:০৫
জোনাকি বলেছেন: ও লে লে! অনেক কিউট তো আপনার ছেলে! কোলে নিতে ইচ্ছা হচ্ছে। নাম কি আপনার ছেলের?
৪| ১৭ ই সেপ্টেম্বর, ২০০৭ দুপুর ১২:০৭
জয়িতা বলেছেন: গুডুগুডু ছেলেটার জন্য প্রাণ খুলে দোয়া করছি।ছেলের নাম কি?
৫| ১৭ ই সেপ্টেম্বর, ২০০৭ দুপুর ১২:০৭
খুশবু বলেছেন: সুন্দর
৬| ১৭ ই সেপ্টেম্বর, ২০০৭ দুপুর ১২:০৮
প্রাগৈতিহাসিক বলেছেন: খুব সুন্দর। দো'য়া করছি।
৭| ১৭ ই সেপ্টেম্বর, ২০০৭ দুপুর ১২:০৯
মহারাজা বলেছেন: ভাল থাকো দাদু , আমার বল্গ দেখো ....
৮| ১৭ ই সেপ্টেম্বর, ২০০৭ দুপুর ১২:১১
অ্যালন বলেছেন: ফুটফুটে সুন্দর ছেলে..দোয়া রইলো অনেক অনেক..
৯| ১৭ ই সেপ্টেম্বর, ২০০৭ দুপুর ১২:১৩
চির সবুজ বলেছেন: সবাইকে ধন্যবাদ
আমার ছেলের ভাল নাম এ,কে,এম জাভেদ ইকবাল। (ওর দাদীর দেয়া)
আমি আর ওর মা ডাকি "বাবু" বলে। অবশ্য ওর ডাক নাম দিয়েছি "সাম্য"।
১০| ১৭ ই সেপ্টেম্বর, ২০০৭ দুপুর ১২:১৪
প্রচেত্য বলেছেন: আমার প্রার্থনা যেন ও ওর বাবা-মা'এর সাথে সুন্দর ভাবে বেড়ে উঠুক, আশীর্বাদ রইল যেন বড় থেকে খুব বড় হতে পারে, মানুষের মত মানুষ হয়ে বাবা মা-এর মুখ উজ্জল করতে পারে।
সবটুকু আদর ওর জন্য
১১| ১৭ ই সেপ্টেম্বর, ২০০৭ দুপুর ১২:১৫
শাহরীয়ার বলেছেন: আপনার ছেলে কে ৫ খুব ই কিউট!!! অর জন্য একটা ফ্রেন্ড হিসাবে আমার টা কে পাঠালাম
Click This Link
১২| ১৭ ই সেপ্টেম্বর, ২০০৭ দুপুর ১২:২০
চতুরভূজ বলেছেন: খুবই Manly । দোয়া রইল যেন আপনাদের মুখ উজ্জল করে, তাকে যথযথা ঈমানদার করে তৈরী করবেন আশা রাখি।
১৩| ১৭ ই সেপ্টেম্বর, ২০০৭ দুপুর ১২:২০
চতুরভূজ বলেছেন: যথযথা= যথাযথ
১৪| ১৭ ই সেপ্টেম্বর, ২০০৭ দুপুর ১২:২১
মোসতফা মনির সৌরভ বলেছেন: কুট্টুসটা ছবি তোলার জন্য যে পোজ দিয়েছে, তার জন্য ৫। এত কিউট, দেখলেই খেয়ে ফেলতে ইচ্ছা করছে।
১৫| ১৭ ই সেপ্টেম্বর, ২০০৭ দুপুর ১২:২২
চির সবুজ বলেছেন: @শাহরীয়ার
আপনার সোনামনিকে দেখলাম। খুব সুন্দর। দুষ্টুমী ভরা চোখ। ওর জন্য অনেক আদর থাকলো।
১৬| ১৭ ই সেপ্টেম্বর, ২০০৭ দুপুর ১২:২২
অন্যরকম বলেছেন: চোখ দুটা খুবই সুন্দর! দোয়া রইল।
১৭| ১৭ ই সেপ্টেম্বর, ২০০৭ দুপুর ১২:২৫
অল টাইম সজীব বলেছেন: মন খুলে বলছি খুব সুন্দর।
আমি তার উজ্জল ভবিষ্যত কামনা করছি।
১৮| ১৭ ই সেপ্টেম্বর, ২০০৭ দুপুর ১২:২৬
শাহরীয়ার বলেছেন: বন্ধু পছন্দ হয়েছে বলে ভাল লাগল। ধন্যবাদ
১৯| ১৭ ই সেপ্টেম্বর, ২০০৭ দুপুর ১২:৩৩
জয়িতা বলেছেন: মাশাঅাল্লাহ, অাপনার বাবুটা খুব সুন্দর।তার জন্য অনেক দোয়া।@শাহরীয়ার
২০| ১৭ ই সেপ্টেম্বর, ২০০৭ দুপুর ১২:৩৭
জোনাকি বলেছেন: চোখ ২ টা আরো সুন্দর!
দোয়া করি সব সময় ভালো থেকো বেবিমনা! উউমমা!
২১| ১৭ ই সেপ্টেম্বর, ২০০৭ দুপুর ১২:৫৩
মহারাজা বলেছেন: Little baby on the way,
Getting bigger every day,
Kicking mommy here and there,
God please listen to our prayer.
Keep our baby safe and strong,
Let his time with us be long.
©somewhere in net ltd.
১|
১৭ ই সেপ্টেম্বর, ২০০৭ দুপুর ১২:০২
নিন্দুক বলেছেন: ছেলেটা খুব মিষ্টি দেখতে। কাস দিলে দোয়া করছি চিরসবুজ হোক ওর অন্তর।