![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আনুমানিক ৩৫ বছর ধরে বহন করে চলছি এই রক্ত মাংসের ক্ষয়িষ্ণু দেহটাকে। পিছনে তাকিয়ে দেখি কোন পাথেয় সংগ্রহ হয়নি। তাই ভয় হয়। খুব ভালোবাসি মা আর সন্তানকে আর তার সমান্তরালেই আছে আমার দেশ, বাংলাদেশ। সালাম মা তোমাকে, সালাম বাংলাদেশ তোমাকে। ধন্য করেছ তোমরা আমাকে জন্ম দিয়ে। ঘৃণা করি তাদের, যারা বাংলাদেশের বিরুদ্ধে অপপ্রচার করে আর সর্বদা অন্যের কুৎসা রটনা করে।
ব্লগে কিছু লেখালিখি না করলেও, লগিন না করলেও মোটামুটি ব্লগের সাথে আছি। পড়ি, কিন্তু হয়ত সময়ের অভাবে কমেন্ট করা হয় না। শুধু সময়ের অভাবে বললে ভুল হবে। আরো অনেক কারণ আছে। থাক ওসব....
মনে করলাম যে ব্লগের প্রোপিকটা একটু পরিবর্তন করে দেই। তো সেই মোতাবেক, নতুন প্রোপিক আপটেড দিতে গেলাম। কিন্তু আমার কপাল এতই খারাপ যে ক্রসফায়ারে পড়ে গেলাম। এখন নতুনটা তো নেইই, পুরানোটাও নেই। কোন কিছুই শো করছে না। মহা মসিবতে পরলাম মনে হয়।
আইকনের জায়গায় শুধু নাম দেখাচ্ছে। কেন হচ্ছে এসব?
০২ রা জুন, ২০১৩ সকাল ৯:৩৬
মিলটন বলেছেন: হচ্ছে না ভাই
২| ০১ লা জুন, ২০১৩ সকাল ১১:১৪
বৃষ্টি ভেজা সকাল ১১ বলেছেন: TM এ ভেজাল তাই
০২ রা জুন, ২০১৩ সকাল ৯:৪৭
মিলটন বলেছেন: খামোশ। আমার ট্রেডমার্ক নিয়ে প্রশ্ন?
৩| ০১ লা জুন, ২০১৩ সকাল ১১:৩৭
আজনবী বলেছেন: আমার প্রোফাইলের লেখা চেঞ্জ করতে গিয়ে আপনার মত এই বিপদে পরেছিলাম, এখ্নো ঠিক হয় নাই।
০২ রা জুন, ২০১৩ সকাল ১০:২৯
মিলটন বলেছেন: হুম আসলেই জটিল সমস্যা।
৪| ০১ লা জুন, ২০১৩ দুপুর ১:১৮
স্বপ্নবাজ অভি বলেছেন: একই সমস্যা আপগ্রেডশনের পর অনেকের হয়েছে ! আমি ও ভুক্তভোগী ! সরাসরি জানা আপুর দৃষ্টি আকর্ষণ করছি !
০৩ রা জুন, ২০১৩ সকাল ১০:০০
মিলটন বলেছেন:
৫| ০১ লা জুন, ২০১৩ দুপুর ১:১৮
দেহঘড়ির মিস্তিরি বলেছেন: ভাই সেইম কাহিনী
৬| ০৩ রা জুন, ২০১৩ বিকাল ৫:২০
মিলটন বলেছেন:
৭| ০৫ ই জুন, ২০১৩ দুপুর ১২:০৫
কস্কি বলেছেন: আরও কি কি ঝামেলার কথা যেন বলতে চাইছিলেন ....
..??
ঐগুলা ও কইয়া ফেলেন .....আমরাও না হয় জানি!!
০৫ ই জুন, ২০১৩ দুপুর ১২:৩২
মিলটন বলেছেন: বলবো বলবো
৮| ০৫ ই জুন, ২০১৩ দুপুর ১২:২৫
~মাইনাচ~ বলেছেন: হয়েছেতো মনে হয়
০৫ ই জুন, ২০১৩ দুপুর ১২:৩৬
মিলটন বলেছেন: জ্বি হয়েছে। সবাইকে ধন্যবাদ।
৯| ১৭ ই জুন, ২০১৩ রাত ১০:০৩
রুপ।ই বলেছেন: আমার প্রোফাইলের লেখা চেঞ্জ করতে গিয়ে আপনার মত এই বিপদে পরেছি, এখ্নো ঠিক হয় নাই। জানা আপু কিছু করেন প্লিজ ।
১৮ ই জুন, ২০১৩ সকাল ৯:৩৬
মিলটন বলেছেন: হয়ত এ সমস্যা গুলো ঠিক হবে।
১০| ১৭ ই জুন, ২০১৩ রাত ১০:০৩
রুপ।ই বলেছেন: আমার প্রোফাইলের লেখা চেঞ্জ করতে গিয়ে আপনার মত এই বিপদে পরেছি, এখ্নো ঠিক হয় নাই। জানা আপু কিছু করেন প্লিজ ।
©somewhere in net ltd.
১|
০১ লা জুন, ২০১৩ সকাল ১১:০৫
অন্তহীন বালক বলেছেন: অন্য প্রোপিক দেন, ঠিক হয়ে যাবে!!