নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমড়া কাঠের ঢেকিঘর

বাংলাদেশ ব্লগারস এসোসিয়েশন সদস্য নং: ১০ । facebook.com/milton3d

মিলটন

আনুমানিক ৩৫ বছর ধরে বহন করে চলছি এই রক্ত মাংসের ক্ষয়িষ্ণু দেহটাকে। পিছনে তাকিয়ে দেখি কোন পাথেয় সংগ্রহ হয়নি। তাই ভয় হয়। খুব ভালোবাসি মা আর সন্তানকে আর তার সমান্তরালেই আছে আমার দেশ, বাংলাদেশ। সালাম মা তোমাকে, সালাম বাংলাদেশ তোমাকে। ধন্য করেছ তোমরা আমাকে জন্ম দিয়ে। ঘৃণা করি তাদের, যারা বাংলাদেশের বিরুদ্ধে অপপ্রচার করে আর সর্বদা অন্যের কুৎসা রটনা করে।

মিলটন › বিস্তারিত পোস্টঃ

ব্লগের টুকরো সৃত্মি -১

১৩ ই জুন, ২০১৩ রাত ৮:৪২

৫/৬ বছর আগের কথা। তখন আমি কৌশিক ভাইকে চিনতাম না। তবে ব্লগে ব্লগার কৌশিককে চিনতাম। তখন অবশ্য উনি “কৌশিক আহমেদ” নামে ব্লগ লিখতেন। দূর্দান্ত লিখতেন। আমি তার সব ব্লগই পড়তাম। তার প্রোপিক ছিল তার ছবি। একদিন আবিষ্কার করলাম, আমি সকালে যেখানে দাঁড়িয়ে থাকি অফিস যাবার জন্য সেখানে সেই প্রোপিকের মত একটা ছেলেও দাঁড়িয়ে থাকে অফিসের গাড়ি ধরার জন্য। বেশ কয়েকদিন তাকে দেখলাম কিন্তু কাছে গিয়ে জিজ্ঞাসা করিনি যে উনিই কৌশিক আহমেদ কিনা?



তো একদিন হাতে কিছুটা সময় থাকায় তার কাছে গিয়ে জিজ্ঞাসা করলাম। আবিষ্কার করলাম সেই-ই আসলে ব্লগার কৌশিক আহমেদ। খোঁজ নিয়ে দেখলাম আমরা এলাকায় প্রায় পাশাপাশি থাকি। তারপর থেকে তো প্রায় আড্ডা হতো। প্রায়ই।



আসলেই লোকটার মাথায় কিছু একটা আছে। আমার প্রিয় একজন ব্লগার। তাকে খুব মিস করি। এখন কদাচিৎ ব্লগে আসে।



কৌশিক ভাই ফিরে আসেন আবার। আসেন আমরা আবার সেই দিনগুলোর কাছে ফিরে যাই।

মন্তব্য ১৫ টি রেটিং +২/-০

মন্তব্য (১৫) মন্তব্য লিখুন

১| ১৩ ই জুন, ২০১৩ রাত ৮:৫৬

শাহজাহান মুনির বলেছেন: কৌশিক ভাই ফিরে আসেন আবার। আসেন আমরা আবার সেই দিনগুলোর কাছে ফিরে যাই।

১৬ ই জুন, ২০১৩ সকাল ৯:১৬

মিলটন বলেছেন: ফিরে আসেন

২| ১৪ ই জুন, ২০১৩ রাত ১২:১৪

আরজু পনি বলেছেন:

কৌশিক-এর ব্যবহারে আমি মুগ্ধ। আর মজা করে খোঁচাটাও দিতে পারে দারুণ নিখুঁত ভাবে। :D

অবশ্যই কৌশিককে নিয়মিতই ব্লগে দেখতে চাই।।

১৬ ই জুন, ২০১৩ সকাল ৯:১৭

মিলটন বলেছেন: ঠিক বলেছেন খোঁচা দেয়াতে উস্তাদ

৩| ১৪ ই জুন, ২০১৩ বিকাল ৩:৫৭

ইরফান আহমেদ বর্ষণ বলেছেন: আশা করছি কোন একদিন ফিরে আসবেন।

১৬ ই জুন, ২০১৩ সকাল ৯:১৭

মিলটন বলেছেন: আশা করছি :)

৪| ১৬ ই জুন, ২০১৩ সকাল ৯:২১

এক্সট্রাটেরেস্ট্রিয়াল স্বর্ণা বলেছেন:
কৌশিককে ভাল লাগে।

১৬ ই জুন, ২০১৩ দুপুর ১২:১৯

মিলটন বলেছেন: :)

৫| ১৬ ই জুন, ২০১৩ দুপুর ১২:২৪

~মাইনাচ~ বলেছেন: কৌশিক ভাই ফিরে আসেন আবার। আসেন আমরা আবার সেই দিনগুলোর কাছে ফিরে যাই।

১৭ ই জুন, ২০১৩ রাত ৮:১১

মিলটন বলেছেন: :)

৬| ১৬ ই জুন, ২০১৩ দুপুর ১২:৪৩

আমিনুর রহমান বলেছেন:


আসলেই লোকটার মাথায় কিছু একটা আছে। মিলটন ভাই আমিতো লোকটার মাথায় চুলও দেখি খালি টাক দেখি :P

১৭ ই জুন, ২০১৩ রাত ৮:১২

মিলটন বলেছেন: ঐ টাকের নিচেই মাল আছে

৭| ১৭ ই জুন, ২০১৩ সকাল ১১:৩৭

মদন বলেছেন: যদি বলেন মাথার বাহিরে, তাইলে বলবো কিচ্ছু নাই, যদি বলেন মাথার ভেতরে, তাইলে বলতেই হয় কিছু আছে। :)


তার আগুনের পরশমনি মিস করি।

১৭ ই জুন, ২০১৩ রাত ৮:১২

মিলটন বলেছেন: হ্যা মাথার ভিতরে মাল আছে

৮| ১৫ ই সেপ্টেম্বর, ২০১৩ সকাল ১০:৩৯

ঝড়ো হাওয়া বলেছেন: কৌশিক ভাই চমৎকার ব্লগার! ব্লগের প্রথম থেকেই চিনি।
তবে যোগাযোগ নাই অনেক দিন হলো।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.