নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মিনাক্ষী

'রাতের সব তারাই আছে দিনের আলোর গভীরে।' খটকা লাগল,কী জানি বানিয়ে বললেম নাকি। ও বললে, থাক এখন যাও ও দিকে।' সবাই নেমে গেল পরের স্টেশনে। আমি চললেম একা।। -রবীন্দ্রনাথ ঠাকুর

মিনাক্ষী › বিস্তারিত পোস্টঃ

জানিনা - ২

১৭ ই মে, ২০১৫ রাত ৯:৪৬

রোদজ্বালা এক প্রভাত বেলা, অবগুণ্ঠন হারা
রবি জানে মিলবে সেদিন দুটি চোখের তারা?
তারও আগে মনের ভাষা চিঠির রূপ নেওয়া
দূর দেশেতে ভেসে বেড়ায় দু’টি মনের খেয়া।
মনটা তোমার দুর্বোধ্য যে, চিঠিটাও তাই
বুঝতে গিয়ে সকাল যেন সাঝেতে হারায়।
নাতিদীর্ঘ কথামালা কালির ঘরে বন্দী
তাতেই কেন হয়ে গেল তোমার আমার সন্ধি?
চিঠির কথা বুঝতে গিয়ে তোমায় চিনতে চাওয়া
বকুল বনে বার্তা পাঠায় বসন্তেরই হাওয়া।
সেই হাওয়াতে ভাসিয়ে দিলাম আমার যত কথা,
আবিস্কারের নেশায় হিয়া জানায় আকুলতা।
সেদিন ছিল বৈশাখ থেকে ধার করা এক দিন
সাতটি দিনের পঞ্চমীতে তোমার কাছে ঋণ।
তোমায় দেখে অধরেতে পুষ্প যেন ফোঁটে
নদী যেন ণীড় খুঁজে পায় সবুজ কোন তটে।
তোমার আমার গল্প নেই বইয়ের কোন ভাষায়
আমরা দু’জন বেচে রবো জ্যান্ত বইয়ের আশায়।

মন্তব্য ২ টি রেটিং +২/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ১৮ ই মে, ২০১৫ দুপুর ২:৪৭

হাসান মাহবুব বলেছেন: আবারও আমি একাই এসে উপস্থিত হলাম আপনার কবিতায় রেটিং এবং কমেন্ট দিতে :-B আপনার পদ্যগুলো কিন্তু বেশ লাগে আমার। সহজ, ছন্দময়।

১৮ ই মে, ২০১৫ রাত ৮:৪৪

মিনাক্ষী বলেছেন: ধন্যবাদ ধন্যবাদ :) আমি খুশি, আমি খুশি =p~ =p~

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.