নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমাবর্ষার চাঁদ

আমাবর্ষার চাঁদ › বিস্তারিত পোস্টঃ

লতায় পাতায় সবুজ (ছবি ব্লগ)

০৮ ই অক্টোবর, ২০১৩ বিকাল ৫:০৪































































ধাঁধা: :D :D

**বলতে হবে এই ছবি গুলোর মডেল হিসেবে কোন দুটি গাছ ব্যবহৃত হয়েছে? :P



**আর মডেল পাখিটির নাম কি? (অপশোনাল) ;)

মন্তব্য ৩১ টি রেটিং +১/-০

মন্তব্য (৩১) মন্তব্য লিখুন

১| ০৮ ই অক্টোবর, ২০১৩ সন্ধ্যা ৬:০৩

ৎঁৎঁৎঁ বলেছেন: ছবিগুলো সুন্দর!

মডেল লতার নাম একসময় জানতাম! এখন আর মনে পড়ছে না! তেলাকচু না কী টাইপের একটা নাম যেন! দেখা যাক সঠিক উত্তর কী আসে!

০৮ ই অক্টোবর, ২০১৩ রাত ৯:৩৯

আমাবর্ষার চাঁদ বলেছেন: ঠিক ঠিক ঠিক.......... ১টা পারছেন.... :-B
১০এর ভিতর ৫ :)
ধইন্না.... :D

২| ০৮ ই অক্টোবর, ২০১৩ সন্ধ্যা ৬:২৫

সুমন কর বলেছেন: ভাই/বোন, শুধু গাছের আগা দিলে নাম ক্যামনে কই?

পোস্ট সুন্দর লাগল।

০৮ ই অক্টোবর, ২০১৩ রাত ৯:৪৫

আমাবর্ষার চাঁদ বলেছেন: ভাই এই জন্যই তো ধাঁধা.....
পোষ্ট ভাল লাগায় ধন্যবাদ......

৩| ০৮ ই অক্টোবর, ২০১৩ রাত ৯:৪৩

কস্কি বলেছেন: প্রথমদিকের ছবিগুলো ধুন্দুল পাতার মনে হচ্ছে!!!!

আর দ্বিতীয়টা ক্যালাকইচ্চা পাতা মনে হচ্ছে!!!! :-P

ভুল হইলো কিন্তুক, আমার কুনো দুশ নাই!!! :!> হুহ B-)

০৯ ই অক্টোবর, ২০১৩ রাত ১২:০১

আমাবর্ষার চাঁদ বলেছেন: না ভাই, আপনার কুনো দুশ নাই!!!
আপনারও ১টা হইছে....... ক্যালাকইচ্চা, ১০ এ ৫
জায়গা ভেদে নাম ভিন্ন.....
উত্তর দেয়ার জন্য ধন্যবাদ.....

৪| ০৯ ই অক্টোবর, ২০১৩ সকাল ৯:০৭

মাসুম আহমদ ১৪ বলেছেন: সুন্দর ছবি!

লতা আর পাখির নাম জানিনা

০৯ ই অক্টোবর, ২০১৩ বিকাল ৩:০১

আমাবর্ষার চাঁদ বলেছেন:
ধন্যবাদ ভাই..........
একটু চেষ্টা করেন, পারবেন..........
৯/১০ নং ছবি একটু ভালো করে দখেন...........

৫| ০৯ ই অক্টোবর, ২০১৩ দুপুর ১২:৫৩

স্নিগ্ধ শোভন বলেছেন:
পোষ্ট পড়তে আইসাও পরীক্ষার কবলে পড়লাম B:-)

উপরে একটার(ক্যালাকইচ্চা) কয়েকজন বলছে তাই আমিও মাইরা দিলাম ১০ এ ৫ কিন্তু আমিও পাইলাম ;) আরেকটা আন্দাজে মারি লাউ গাছ :P


ছবি সুন্দর হইছে।

মডেল পাখিটা কি দোয়েল :-/

০৯ ই অক্টোবর, ২০১৩ সন্ধ্যা ৭:৩৩

আমাবর্ষার চাঁদ বলেছেন: ভাই এটা আনন্দের পরীক্ষা............... :P
আপনি যখন নকল কইরাই ফালাইছেন আর আমি যখন ধরতেই পারিনাই তখনতো আপনেরে পাশ দিতেই হয়...... :-B
আর লাউ গাছ হয় নাই.....
পাখির নামটা নিচে এক ভাই দিয়ে দিছে....
ধন্যবাদ...... :D

৬| ০৯ ই অক্টোবর, ২০১৩ দুপুর ১:২৪

এহসান সাবির বলেছেন: স্নিগ্ধ শোভন বলেছেন:
পোষ্ট পড়তে আইসাও পরীক্ষার কবলে পড়লাম B:-)

আমি কিন্তু ১০ পাইছি......... ;) ;)

০৯ ই অক্টোবর, ২০১৩ রাত ৮:০১

আমাবর্ষার চাঁদ বলেছেন: না ভাই, তা হবেনা.... তা হবেনা
আপনি কোন উত্তর না দিয়ে ১০ পাইলেন ক্যামনে!!!!
ঠিক আছে, আপনি যখন নম্বর চানই তাইলে ০১ নেন...... ;) :D

৭| ০৯ ই অক্টোবর, ২০১৩ বিকাল ৩:৫৫

গোর্কি বলেছেন:
পাখিটি শালিক। বাকীগুলোর ব্যাপারে অপরাগতা জানালাম। ছবিগুলো সুন্দর।

০৯ ই অক্টোবর, ২০১৩ রাত ৮:০৪

আমাবর্ষার চাঁদ বলেছেন: ভাই তো অপশোনাল দিয়াই পাশ কইরা ফালাইলেন..... :D :D
ধন্যবাদ......

৮| ০৯ ই অক্টোবর, ২০১৩ সন্ধ্যা ৭:৪২

খাটাস বলেছেন: সুন্দর ছবি গুলো।

০৯ ই অক্টোবর, ২০১৩ রাত ৮:৩১

আমাবর্ষার চাঁদ বলেছেন: ধন্যবাদ....... :)

৯| ০৯ ই অক্টোবর, ২০১৩ রাত ৮:৩০

শূন্যবতী বলেছেন: সবাই উত্তর দিয়া ফেলসে ক্যান ?????... :(( :(( খেলুম না… X((

০৯ ই অক্টোবর, ২০১৩ রাত ১১:০৬

আমাবর্ষার চাঁদ বলেছেন: খেলা শেষ হয় নাই তো এখনো............ :)
উত্তর দিলেই পাশ..... :D :D

১০| ১১ ই অক্টোবর, ২০১৩ বিকাল ৪:৫৮

কুমার মিজান বলেছেন: হাতে হাতে ফল!!!

১১ ই অক্টোবর, ২০১৩ সন্ধ্যা ৬:১৯

আমাবর্ষার চাঁদ বলেছেন: হ ভাই............ :D :D :D !:#P

১১| ১২ ই অক্টোবর, ২০১৩ দুপুর ১২:০৯

ইমরাজ কবির মুন বলেছেন:
শালিক, পাখি পারসি।
লতা পারলাম না, কিন্তু ছবিগুলা দেখতে খুব চমৎকার লাগতেসে।ভেরী নাইস ||

১২ ই অক্টোবর, ২০১৩ বিকাল ৩:২৩

আমাবর্ষার চাঁদ বলেছেন: ভাই অপশোনালে পাশ....... :D

ভেরী ভেরী থ্যাংকু.........

১২| ১৪ ই অক্টোবর, ২০১৩ রাত ২:১০

আমি সাজিদ বলেছেন: সুন্দর। মাঝখানের একটা ছবিতে হাত দেখলাম। হাতটা কি আপনার ছিল ?

১৪ ই অক্টোবর, ২০১৩ দুপুর ১২:০৩

আমাবর্ষার চাঁদ বলেছেন: ধন্যবাদ ভাই.............. :D
হুমম হাতটা আমারই ছিল এবং আছে.......!!! :P

১৩| ১৪ ই অক্টোবর, ২০১৩ বিকাল ৩:৫১

অস্পিসাস প্রেইস বলেছেন:

লতাগুলো কি লাউ গাছের?

যাই হোক, সুন্দর ছবি ব্লগ। এঞ্জয় করলাম :) :)

গুড লাক ব্রো!

১৫ ই অক্টোবর, ২০১৩ সকাল ১১:৩২

আমাবর্ষার চাঁদ বলেছেন: না ভাই লাউ গাছ নাই.......... তেলাকুচির লতা
আর আপনাকে এঞ্জয় করাতে পেরে আমিও আনন্দিত..........
ধন্যবাদ.........

১৪| ১৪ ই অক্টোবর, ২০১৩ বিকাল ৩:৫৫

অস্পিসাস প্রেইস বলেছেন:
পাখিটা বোধহয় ময়না পাখি্লাম!

কারন শালিক পাখির ঠোঁট এবং চোখে হলদে সাদা রঙের বর্ডার থাকে। আর সারা গায়ে সাদা সাদা ছোপ থাকে।

আমি যা জানি তাই বলে ফেললাম!

১৫ ই অক্টোবর, ২০১৩ সকাল ১১:৪০

আমাবর্ষার চাঁদ বলেছেন:

ভাই পাখিটা শালিক............ একটু জুম করে দিলাম :D

মেলা মেলা থ্যাংকু................

১৫| ২৮ শে অক্টোবর, ২০১৩ রাত ৯:৩২

সপন সআথই বলেছেন: :) valo laglo chobigulo :)

২৮ শে অক্টোবর, ২০১৩ রাত ১০:৫৫

আমাবর্ষার চাঁদ বলেছেন: অনেক ধন্যবাদ.............. :)

১৬| ২৫ শে জুলাই, ২০১৪ রাত ১১:৩১

পুতুল আলতাব বলেছেন: প্রথম ছবিটি দেখে মনে হচ্ছে লাউ গাছের ছবি। লাউ গাছের ডগা দিয়ে শাগ রান্না করলে খাওয়ার স্বাদই অন্য রকম। =p~ :D পাখিটি দেখে মনেহচ্ছে গুয়ালি ( শালিক) আমাদের আঞ্চলিক ভাষা বলা হয় গুয়ালিক। :D :D

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.