![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ভ্রমন সবসময়ই মজার...........
আর সেই ভ্রমন যদি হুট করে হয়, তাহলে আরো মজার।
গত রোজার ঈদের (August, 2013) পর হুট করেই ভ্রমনের সিদ্ধান্ত, আর সেই ভ্রমনে আমরা সাড়া দেই নিঝুম দ্বীপের হাতছানিতে.........
দুই দিনের ভ্রমনে অনেক মজা করি....... আর উপভোগ করি প্রকৃতির অপার সৌন্দর্য।
আর জঙ্গল ঘুরতে যেয়ে হারিয়ে যাবার মজাই আলাদা..... যদিও হারিয়ে যাবার কারনে ভ্রমনটাও অন্যরকম হয়। আসুন তাহলে আমাদের ভ্রমনের সাথে.....
কিছু ছবি কিছু কথা.....
আমাদের পরিচিত সদরঘাট.....
নাম না জানা কোন এক জায়গা....
এটা তজিমদ্দিন ঘাট...
মনপুরা ঘাট...
নিঝুম দ্বীপের রাস্তায়......... পুরাই নিঝুম
দুই দোস্ত....
কয়েক হাত দুরেই হরিণ....
সমুদ্রের ছোয়া.........
স্বপ্নিল......
এই চাচার হেটেলেই দুই দিন খাইছি......... অনেক ভালো একজন মানুষ
এই মসজিদ বোডিং-এ ছিলাম ২রাত..... (খুবই সস্তা)
বিস্তৃত মাঠ......
এই পুরো জায়গাটি জোয়ারের সময় ডুবে যায়....
কেওড়া বনের প্রবেশ মুখে....
গাইড সহ রাস্তা হারানোর পর..........
রাস্তা হারানোর মজাই আলাদা.....
রাস্তা না হারাইলে এই জলাভূমির সৌন্দর্য উপভোগ করতে পারতাম না..... এই দিকে কেউ আসে না.... ডাকাতের ভয়ে :-& :-&
বিকালে সমুদ্রে কিছুক্ষন ঝাপাঝাপি.....
এখানে লাল কাকড়া না হলেও ধুসর বা কাল কাকড়া আছে...... দিছি দাবড়ানি কিন্তু এগুলা লাল কাকড়ার মত চালাক না.....
পায়ের নিচে পইরা ২টা কাকড়া পটল তুললো..... তারপর আর দাবড়ানি দেই নাই........
আহহ......... ২কেজি চিংড়ি মাত্র ৩০০/=.......
চাচারে কইলাম সুন্দর কইরা ভাইজা দেন........... তারপর মজা কইরা খাইলাম
চাচা মিয়ারে থ্যাংকু......
কেওড়া ফল...
নিঝুম দ্বীপ থেকে ফেরার পথে ট্রলারে.....
ফেরার পথে বরিশাল গামী লঞ্চ........
আসার সময় মনে হয়... ইস আরো কয়দিন যদি থাকতে পারতাম...
ভার্চুয়াল ভ্রমনে কি রকম আনন্দ পাইলেন জানাবেন কিন্তু
অনেক ধন্যবাদ আপনাদেরকে.... সাথে থাকার জন্য।
২৯ শে অক্টোবর, ২০১৩ রাত ৮:২২
আমাবর্ষার চাঁদ বলেছেন: অনেক ধন্যবাদ আপনাকে............
২| ২৯ শে অক্টোবর, ২০১৩ দুপুর ২:৫৫
কারাবন্দী বলেছেন: আমিও গিয়েছিলাম
২৯ শে অক্টোবর, ২০১৩ রাত ৮:২৩
আমাবর্ষার চাঁদ বলেছেন: কিছু ছবি দিতেন....... আমরাও মজাগুলো শেয়ার করতাম...
ধন্যবাদ...
৩| ২৯ শে অক্টোবর, ২০১৩ বিকাল ৩:১৭
স্বপ্নচারী গ্রানমা বলেছেন:
দারূন লাগলো ভার্চুয়াল ভ্রমন...
বাস্তবেও যেতে চাই...
চিংড়ি মাছ আর ঐ হারিয়ে গিয়ে পাওয়া
জলজ নৈস্বর্গের জন্য হলেও...।
অনেক ধন্যবাদ ৷
২৯ শে অক্টোবর, ২০১৩ রাত ৮:২৬
আমাবর্ষার চাঁদ বলেছেন: আপনাদেরকে মজা দিতে পেরে আমিও আনন্দিত.....
হারিয়ে যাবার মজাই আলাদা....
আপনাকেও অনেক ধন্যবাদ...
৪| ২৯ শে অক্টোবর, ২০১৩ বিকাল ৩:২৪
এসএমফারুক৮৮ বলেছেন: ভারী সুন্দর !
২৯ শে অক্টোবর, ২০১৩ রাত ৮:২৮
আমাবর্ষার চাঁদ বলেছেন: মন্তব্যটাও ভারী সুন্দর !
ধন্যবাদ...
৫| ২৯ শে অক্টোবর, ২০১৩ বিকাল ৩:৪২
ভিটামিন সি বলেছেন: আপনার হরিন ন্যাংটা কেন? হাফ প্যান্ট কই??
২৯ শে অক্টোবর, ২০১৩ রাত ৮:৩১
আমাবর্ষার চাঁদ বলেছেন:
হাফ প্যান্ট পরাইছিলাম....... খাইয়া ফালাইছে....
ধন্যবাদ......
৬| ২৯ শে অক্টোবর, ২০১৩ বিকাল ৩:৫৩
এহসান সাবির বলেছেন: যেতে হবে....
++++++
২৯ শে অক্টোবর, ২০১৩ রাত ৯:৪০
আমাবর্ষার চাঁদ বলেছেন: অবশ্যই যাবেন............ দেখার মতো যায়গা..
ধন্যবাদ...
৭| ২৯ শে অক্টোবর, ২০১৩ বিকাল ৪:০২
সাইনাস বলেছেন: কৌতুহল জন্মে দিলেন. . + এবং প্লাস
২৯ শে অক্টোবর, ২০১৩ রাত ১১:৫১
আমাবর্ষার চাঁদ বলেছেন: প্লাসের জন্য ধন্যবাদ............
কৌতুহল বসে একবার ঘুরেই আসুন................
৮| ৩০ শে অক্টোবর, ২০১৩ রাত ১২:৪৬
মশিকুর বলেছেন:
ছবিব্লগ সুন্দর সাজিয়েছেন। যেন প্রায় আসল ভ্রমনই হল। যাইতে হবে!! যাইতে হবেরে ভাই।।
৩০ শে অক্টোবর, ২০১৩ সকাল ১১:৫৩
আমাবর্ষার চাঁদ বলেছেন: সময় করে অবশ্যই যাবেন.........
জায়গাটা অনেক সুন্দর.... এক সাথে অনেক কিছু...
সমুদ্র, ম্যনগ্রভ বন, হরিন, নদী সব একাকার......
অনেক ধন্যবাদ...
৯| ৩০ শে অক্টোবর, ২০১৩ রাত ১:৩৩
জুলিয়ান সিদ্দিকী বলেছেন: ধন্যবাদ। ছবি যেহেতু আছে ভার্চুয়াল ভ্রমণটাও মন্দ হয় নাই।
৩০ শে অক্টোবর, ২০১৩ দুপুর ১২:০৭
আমাবর্ষার চাঁদ বলেছেন: আপনাকে ভ্রমন করাতে পেরে আমিও আনন্দিত...
অনেক ধন্যবাদ আপনাকে...
১০| ৩০ শে অক্টোবর, ২০১৩ সকাল ৯:৪৭
স্বপ্নচারী গ্রানমা বলেছেন:
সদরঘাট থেকে কোথায় এবং তারপর কোথায়
আর সর্বনিম্ন কয়দিনে ঘুরে আসা যাবে ভাই
জানালে খুব ভালো হয়..।
জানাবেন কি...?
ধন্যবাদ ।
৩১ শে অক্টোবর, ২০১৩ দুপুর ১২:০০
আমাবর্ষার চাঁদ বলেছেন: সদরঘাট থেকে হাতিয়ার তমরুদ্দিন ঘাট...
লঞ্চঃ টিপু ৫, পানামা ২, ফারহান ৫ (নতুন এবং সবচেয়ে বড়)
ঢাকা থেকে প্রতিদিন বিকাল ৫টায় এবং তমরুদ্দিন ঘাট থেকে বেলা ১১টায় ছেড়ে যায়।
ভাড়াঃ ডেক ২৫০-৩০০, কেবিনের ভাড়া জানিনা
তমরুদ্দিন ঘাট থেকে সরাসরি নিঝুম দ্বীপের নামা বাজার পর্যন্ত ট্রলারে যেতে পারলে ভালো। ভাড়া (২০০-২৫০ জনপ্রতি) এবং কষ্ট দুইটাই কম। লোকাল ট্রলার সবসময় পাওয়া যায় না, চাইলে রিজার্ভ নিতে পারেন (৩৫০০-৫০০০ টাকা)।
ট্রলার না পেলেঃ তমরুদ্দিন ঘাট থেকে বন্দরটিলা পর্যন্ত মটরসাইকেলে ২ জনের জন্য ৩৫০-৪০০ টাকায় যেতে পারবেন। বন্দরটিলা থেকে নৌকায় করে একটা চ্যানেল পাড় হতে হবে (জনপ্রতি ১০-১৫টাকা)।
বন্দরটিলা পাড় হবার পর রিক্সা বা মটরসাইকেলে দুই জনের জন্য ১৫০-২০০ টাকায় নামা বাজার পৌছুতে পারবেন। নামা বাজার আস্তানা করার জন্য ভালো।
এখানে কম খরচে মসজিদ বোডিং-এ থাকতে পারবেন এবং বেশ কিছু ভালো হোটেল এবং কটেজ আছে। খাবারের দামও কম।
সর্বনিম্ন কয়দিনঃ আজ বিকেলে রওনা দিলে পরদিন দুপুর নাগাদ নামাবাজার...... সবকিছু রেডি করতে এবং এলাকা ঘুরে দেখতে ঐদিন শেষ, পরদিন ঘোরাঘুরি। তারপরদিন ভোরে ফেরার প্রস্তুতি কারন বেলা ১১টায় লঞ্চ। সেই লঞ্চ আপনাকে পরদিন ভোরে সদরঘাট নামিয়ে দিবে।
**বিকাল-রাত-দিন/-রাত-দিন-রাত-/দিন-রাত-সকাল**
এখন আপনি হিসাব করেন কয়দিন থাকবেন!!!!
অনেক ধন্যবাদ আপনাকে...........
১১| ৩০ শে অক্টোবর, ২০১৩ সকাল ১১:৩২
মোঃ ইসহাক খান বলেছেন: পোস্টদাতার সঙ্গে পাঠকেরাও ভ্রমণ করে আসার সুযোগ পেলেন।
অনেক ধন্যবাদ।
৩১ শে অক্টোবর, ২০১৩ দুপুর ১২:০৩
আমাবর্ষার চাঁদ বলেছেন: আপনাকেও অনেক ধন্যবাদ ভাই...........
১২| ২০ শে ফেব্রুয়ারি, ২০১৪ সকাল ৯:৪৫
অরণ্য আবীর বলেছেন: ছবি দেখতে দেখত আমার মনে হচ্ছিল আমি নিঝুম দ্বীপে চলে গেছি।
ভাল লাগল।
শুভকামন।
২০ শে ফেব্রুয়ারি, ২০১৪ সকাল ১০:৪৭
আমাবর্ষার চাঁদ বলেছেন: মন্তব্যে ভাল লাগা.......
আপনার জন্যও শুভকামনা রইলো।
©somewhere in net ltd.
১|
২৯ শে অক্টোবর, ২০১৩ দুপুর ২:৫২
রোজেল০০৭ বলেছেন: আমি একবার দেখি, বার বার দেখি, দেখি বাংলার মুখ ।
প্রথম ভালো লাগা ...............!!