নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
কেউ আমার ধর্মে নয়, আমার কর্মে যদি আমাকে ভালবাসে তবে আমি তাকেই ভালবাসা বলব। আর কারোর বাহবা, হাততালি, প্রশংসা বা মনোরঞ্জনের জন্য আমি আমারস্বকিয়তা বিলিন করতে পারিনা, পারব ও না।
এবারে আসতে পারিনি؛ আসবোওনা
আমার জন্য পথ চেয়ে থেক না,
সময় আজ হেঁয়ালি ভুলে গেছে
এতটুকু ও মিছে খরচ করতে দেয় না।
বড্ড আনরোমান্টিক।
বাড়ির পাশের যে কৃষ্ণচুড়া রেঙেছে
তার কিছু রাঙা ফুল শুধু নিও,
দক্ষিণা বাতাসে আমার নাম করে
গোধুলিবেলায় খুব জতনে উড়িয়ে দিও।
এটাই আমার চাওয়া।
মাথার পাশের খোলা জানলায় যদি
কোন কৃষ্ণচুড়ার মাতাল করা ঘ্রাণ আসে,
ভেবে নিব তোমারই এ ভালবাসা
ভেসে এসেছে এই পত্রানূরুপ বাতাসে।
প্রেম স্বার্থক হবে।
ভাবছ তোমার বৈশাখের সাজ বৃথা
এবার আমার হয়নি দেখা আপন করে,
মিছে ভেবোনা؛ আমি রোজই এই রুপ দেখি
গোধুলির আকাশে আর প্রতিটি রাঙা ভোরে।
বৈশাখে ভাসি আমি সদাই।
তবুও একটু আলাদা করে পারিনি
পারিনি তোমায় একটু আপন করে পেতে,
তুমি কষ্ট পেও না؛ আমি আসবো
আসবো তোমার আপন করা স্বপ্নেতে।
আসবো؛ তুমি অপেক্ষায় থেকো।
©somewhere in net ltd.