![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
মনের মাঝে অনেক প্রশ্ন ঘুরপাক খায় যার কোন উত্তর পাই না.......তাই সবসময় জানতে জানতে.........সবকিছু জানতে চাই
রুচি চানাচুরের একটি বিজ্ঞাপনের ডায়ালগ হলো, ঝালেই যাদু ঝালেই যাদু। এই ঝাল বাঙ্গালী খাবারের একটি বৈশিষ্ট্য। ঝাল না হলে তরকারী মজা লাগেনা। আবার বেশী হলে খাওয়া যায়না। সেদিন একজন প্রিয় ব্লগারের প্রবাস জীবনের ঝালমুড়ি কাহিনী পড়ে আমার খুব খারাপ লেগেছে। অতীত বড়ই দুঃখের!
বাঙ্গালী জীবনে ঝালমুড়ির কদর বেশ। কোথাও ঘুরতে গেলে বা কারো অপেক্ষার জন্য ভালো বন্ধু হলো ঝালমুড়ি। আমি আবার জীবনের একটা বিরাট সময় মাদরাসাতে তালবে এলেম হয়ে অতিবাহিত করেছি । মাদরাসায় পড়ার সময় এই ঝালমুড়ি নিয়ে মজার অভিজ্ঞতা আছে।
প্রতি রাতেই ১০ থেকে ১০.৩০ মিনিটের ভিতর ঘুমিয়ে যেতে হতো। জরুরী প্রয়োজন ছাড়া এই নিয়মের বাইরে হলে মার খেতে হতো। তবে প্রতি বৃহস্পতিবার রাতে আমাদের ক্লাশের বেশ কিছু ছাত্র যারা ক্লাশ রুমে থাকতাম, তারা সবাই মিলে ঝালমুড়ির আয়োজন করতাম। তবে ক্লাশ রুম ছাড়া অন্য রুমে যারা থাকতো তারাও অংশগ্রহণ করতে পারতো।
প্রতি সপ্তাহে এর জন্য আলাদা প্রস্ততি নিতাম সবাই। দুপুরে বসে চলতো কে কে খাবে তার লিস্ট তৈরী করা। যারা খাবে বলে টাকা দিতো তারাই অন্তর্ভূক্ত হতো। এই আয়োজন চলতো যাতে কোন হুজুর না জানতে পারে সেভাবে। জানলে তো বুঝতেই পারছেন কি হতো!
এভাবে অনেক দিন চলার পর হঠাৎ একদিন ধরা খেয়ে গেলাম। আমাদের ঝালমুড়ি নিয়ে যাওয়া হলো। সাথে সকল সদস্যদেরকেও। খুবই ভয় পেয়েছিলাম সবাই। কারণ, যে হুজুরের কাছে ধরা খেয়েছি, তিনি খুব কঠোর ছিলেন। আমাদের আরবী গ্রামার পড়াতেন।
সবাইকে হাতে ৪ টি করে বেতের তোহফা দেওয়া হলো। আর সতর্ক করা হলো দিন ছাড়া যেন আর রাতে ঝালমুড়ি না খায়। সবাই তখনকার মতো উনার কথা মেনে নিয়ে চলে এলেও পরবর্তীতে আগের সময় অনুযায়ীই আমাদের ঝালমুড়ি খাওয়া চলতো।
কোখায় হারিয়ে গেলো সোনালি বিকেল গুলো সেই, আজ আর নেই। গানটির প্রতিটি কলির সাথে সকলের জীবনের মিল আছে। আজ আর তেমন ভাবে ঝালমুড়ি খাওয়া হয়না। সবাই বিভিন্ন দিকে ছড়িয়ে পড়েছি। তবে মনে হলে বুকের ভেতর হুহু করে ওঠে। কি সুন্দর দিন ছিলো তখন।
০৮ ই জানুয়ারি, ২০১৩ রাত ১০:৪৫
মিনহাজ শুভ বলেছেন: কারো জিহবায় জল কারো চোখে জল......মন্তব্যের জন্য ধন্যবাদ
২| ০৮ ই জানুয়ারি, ২০১৩ রাত ১০:৫৮
কালমেঘ বলেছেন: ধন্যবাদ শেয়ার করার জন্য।
০৮ ই জানুয়ারি, ২০১৩ রাত ১১:০৫
মিনহাজ শুভ বলেছেন: আপনাকেও ধন্যবাদ পোস্টটি পরার জন্য
৩| ০৮ ই জানুয়ারি, ২০১৩ রাত ১১:১১
রাসেল ভাই বলেছেন: ঝালে তো চোক্ষে পানি আয়া পড়লো
০৮ ই জানুয়ারি, ২০১৩ রাত ১১:২৩
মিনহাজ শুভ বলেছেন: আমার ছোট্ট এই ব্লগবাড়িতে স্বাগতম
৪| ০৯ ই জানুয়ারি, ২০১৩ ভোর ৪:৫৫
গোবর গণেশ বলেছেন: মিনহাজ শুভ ভাইজান, আপনার গল্পটা পড়তে খুব বেশিই মজা পাইছি, কারণ জীবনের সেই সময়টা পেরিয়ে আজ কিছুটা কর্মব্যস্ত থাকি। এরই মাঝে সপ্তাহে একদিন যখন রাত্রে অফিস করি তখন আপনার গল্পটার সাথে মিলে যায় এমন কাজগুলোই করি। প্রায় প্রতিটি কাজই মিলে গেল, শুধু ওই “বেতের তোহফা” ছাড়া। জানি না হয়ত কোনদিন জেনে যাবে কেউ......... ধন্যবাদ।
০৯ ই জানুয়ারি, ২০১৩ সকাল ১১:২৪
মিনহাজ শুভ বলেছেন: মন্তব্যের জন্য ধন্যবাদ
©somewhere in net ltd.
১|
০৮ ই জানুয়ারি, ২০১৩ রাত ১০:৪২
অভ্রনীল লুছিফার বলেছেন: এতো রাইতে ঝাল মুরির কথা দেখে জিবে জল আইসা গেছে