নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

উঠন্ত মুলো পত্তনে চেনা যায়।

ভাবিয়া করিও কাজ, করিয়া ভাবিও না।

রাকিব জাভেদ মিন্টু

জ্ঞান অর্জন করাই আমার জীবনের মূল লক্ষ্য।

রাকিব জাভেদ মিন্টু › বিস্তারিত পোস্টঃ

অনন্তযৌবনের “গোপন ফর্মুলা”!

৩০ শে আগস্ট, ২০১৪ বিকাল ৫:৩৪





আপনার বয়স যদি হয় ৩৫ কিংবা ৪০? পার্লার যাওয়ার সময় পান অথচ কাছে টাকা নায়? সারাদিনে খুব কাজের চাপ অথবা আশেপাশে ভালকোন বিউটি পার্লার নায়? কি করে হারিয়ে যাওয়া যৌবন ধরে রাখা যায় তাই ভাবছেন, তাইনা? না-না, সময় অপচয় করে বাইরে গিয়ে রূপচর্চা করতে হবে না। আবার নামি দামি ক্রিম কিনে অর্থ ব্যয় এর প্রয়োজন নেই। আপনার রান্নাঘরের অতি পরিচিত সামান্য কিছু উপাদান দিয়েই নিজেকে সুন্দর করে রাখতে পারবেন। ত্বকের উজ্জলতাকে ধরে রাখতে এই উপাদানটি বেশ কার্যকারী। এটি একটি ফেস প্যাক তৈরির সিক্রেট ফর্মুলা। নিয়মিত এই ফেস প্যাক ব্যবহারে দীর্ঘদিন অটুট থাকবে আপনার চেহারার যৌবন।





অ্যান্টি-এইজিং ফেস প্যাকের উপাদানঃ



ক। ২ টেবিল চামচ মিহি চালের গুঁড়ো (চাইলে ময়দা ব্যবহার করতে পারেন)

খ। ১ চা চামচের ৩ ভাগের ১ ভাগ তাজা হলুদ গুঁড়ো বা বাটা

গ। ৫ চা চামচ কাঁচা দুধ

ঘ। গোলাপ জল ১ চা চামচ

ঙ। শসার রস ১ চা চামচ

চ। মধু ১ চা চামচ



মিশ্রণটি বানানোর পদ্ধতি ও ব্যবহারঃ



প্রথমে একটি বাটিতে চালের গুঁড়ো বা ময়দা এবং হলুদ গুঁড়ো ভালো করে মিশিয়ে নিন।

এরপর এতে শসার রস ও দুধ দিয়ে পেস্টের মত তৈরি করুন। মুখ ভালো করে ধুয়ে নিন। এরপর এই মিশ্রণটি ভেজা মুখে আলতো ঘষে লাগান। পুরোপুরি লাগানো হয়ে গেলে ১০ মিনিট রেখে দিন। ১০ মিনিট পর আঙুলের মাথা দিয়ে হালকা ঘষে তুলে নিন। এরপর মুখে মধু মাখিয়ে রাখুন। ১০ মিনিট পর হাল্কা গরম জল দিয়ে মুখ ধুয়ে ফেলুন। মুখ মুছে নিয়ে প্রাকৃতিক গোলাপ জল লাগিয়ে নিন আলতো করে।

সপ্তাহে ৩/৪ বার এই ফেস প্যাকটি ব্যবহার করুন।



মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.