নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি মিন্টু শাহজাদা। গান গাই, কবিতা লিখি, গল্প-প্রবন্ধ লিখি, চাকরি করে খাই। আমি একজন মুসলিম। কারো সাথে আমার কোন বিরোধ নেই। কারো মনে বিন্দুমাত্র অাঘাত দেবার কোন ইচ্ছাও নেই। সকলে মিলে ভাল থাকতে চাই, ভাল রাখতে চাই। আর কিছু নয়।

মিন্টু শাহজাদা

গায়ক, কবি, গদ্যকার।

মিন্টু শাহজাদা › বিস্তারিত পোস্টঃ

ডালেতে লড়িচড়ি বইও, চাতকি ময়না রে । আস্কর আলী পন্ডিত স্মরণে । মিন্টু শাহজাদা

১৭ ই নভেম্বর, ২০১৭ সন্ধ্যা ৬:৩৫

আস্কর আলী পন্ডিত (১৮৫৫–মার্চ ১১, ১৮৯২) একজন বাঙালি লোককবি, প্রাচীন পুঁথি রচয়িতা, গীতিকার এবং লোকশিল্পী। তাঁর উল্লেখযোগ্য পুঁথির মধ্যে রয়েছে জ্ঞান ‘চৌতিসা’ ও ‘পঞ্চসতী প্যারজান।’

আনুমানিক ১৮৫৫ সালে (মতান্তরে ১৮৪৬) চট্টগ্রামের পটিয়া উপজেলার শোভনদন্ডী গ্রামে আস্কর আলী পন্ডিত জন্মগ্রহণ করেন (সূত্রঃ উইকিপিডিয়া)। তাঁর জন্মস্থান নিয়ে গবেষকদের ভিন্নমত রয়েছে। কারো মতে, তিনি জন্মগ্রহণ করেন সাতকানিয়া উপজেলার পুরানগড় গ্রামে। তাঁর পিতা মোশাররফ আলী, পিতামহ দোলন ফকির ও প্রপিতামহ বাছির মোহাম্মদ। তাঁর এক ভাই আমিরজান এবং চার বোনেরা হলেন রহিমজান, ফুলজান, সাহেব জান ও মেহেরজান। নয় বছর বয়সে তাঁর পিতা মারা যান।

মরমী সাধক আস্কর আলী পন্ডিতের অনেক বিখ্যাত গান রয়েছে। তন্মধ্যে ‘ডালেতে লড়িচড়ি বইও’, ‘কি জ্বালা দিয়া গেলা মোরে’ বহুল প্রচারিত। এখানে ‘ডালেতে লড়িচড়ি বইও’ গানটির লিরিক ও আমার গাওয়া রেকর্ডের ইউটিউব লিংক দেয়া হল।

ডালেতে লরি চরি বইও
চাতকি ময়নারে
গাইলে বৈরাগীর গীত গাইও।।

মনো কইলে চাতকিনি
নদীর ফানি খাইও
ফুলো মধু খাইত চাইলে
ফুলো বনে যাইও।।

ওরে চাতকি ময়না
অঙ্গ তর কালা
তর মনে আর আঁর মনে
এক্কই প্রেমর জ্বালা।।

দক্কিনমুকী বইলে রে ময়না
বাতাস লাগে গায়রে ময়না
ফচ্চিমমুকী বইলেরে ময়না
অঙ্গ জ্বলি যাইরে, অঙ্গ জ্বলি যায়
উত্তুরমুকী বইলেরে ময়না
শীতে খাইবো চাইয়ো
কুনদি আইবো পরান বন্ধু
আগে মোরে কইও রে, আগে মোরে কইও।।

কয় হীন আস্কর আলী
সময় হইলে পরে
মাধব বৈরাগীর সনে
পরাণ বন্ধুর সনে
মিলাই দিয়্যুম তোরে।।

মন্তব্য ৪ টি রেটিং +০/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ১৭ ই নভেম্বর, ২০১৭ সন্ধ্যা ৬:৪৯

চাঁদগাজী বলেছেন:


পটিয়ার লোকজন অনেক আগের থেকেই লেখাপড়া জানতেন।

১৭ ই নভেম্বর, ২০১৭ সন্ধ্যা ৭:৩৬

মিন্টু শাহজাদা বলেছেন: হতে পারে। আমার ঠিক জানা নেই।

২| ১৭ ই নভেম্বর, ২০১৭ রাত ১০:১৬

আবু তালেব শেখ বলেছেন: এই সাধকের ইতিহাস জানা ছিল না

৩| ১৭ ই জুলাই, ২০১৮ বিকাল ৪:২৩

স্বীকৃতি প্রসাদ বড়ুয়া বলেছেন: মিন্টু শাহজাদা। ছোট ভাই আমার, খুবই ভালো লেগেছে লেখাটা ও গানটা। ভালো থেকো ভাই।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.