![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ক্লান্ত বিষন্ন আকাশ ঘুমিয়ে আছে
অন্ধকারের কালো চাদর জড়িয়ে
স্বপ্নের ছিন্ন জালে বিক্ষিপ্ত তারারা
জেগে রয়।
তাকিয়ে দেখে পৃথিবীর বুকে
শূন্য ডাস্টবিন ।
রাস্তার পাশে শুয়ে থাকা
ক্ষুধার্ত মানুষ আর কুকুর ।
স্বপ্ন দেখায় একদিন
অনেক খাবার অনেক হাসি
রঙিন জামা নীল আকাশ
একদিন একদিন সবকিছু
একদিন শরীরে ফিরবে প্রান
সজীবতা।
একদিনটি কোনদিন আসবে না
যদি বা জেনেছে বহু দিনে
তবু স্বপ্ন দেখে স্বপ্ন দেখায়।
চাঁদের কোন অস্তিত্ব নেই
বিপন্ন ক্ষুধার্ত প্রানীর বুকে
প্রানের শক্তি পেটের ভিতর
জ্বলে রয় সূর্য আগুন হয়ে ।
সে শুধু লোলুপ চোখে
খাদ্য বস্তুর কত বিষন্ন রূপ ।
তবু স্বপ্ন দেখে স্বপ্ন দেখায়
স্বপ্ন সাজায় মিথ্যা প্রহসনে ।
২| ০২ রা জুলাই, ২০১৬ সন্ধ্যা ৬:৪২
সিগনেচার নসিব বলেছেন: চমৎকার প্রহসন !
৩| ০২ রা জুলাই, ২০১৬ সন্ধ্যা ৬:৪৭
মাইনাস007 বলেছেন: ধন্যবাদ
©somewhere in net ltd.
১|
০২ রা জুলাই, ২০১৬ সন্ধ্যা ৬:৩৬
শাহরিয়ার কবীর বলেছেন: তাকিয়ে দেখে পৃথিবীর বুকে
শূন্য ডাস্টবিন ।
রাস্তার পাশে শুয়ে থাকা
ক্ষুধার্ত মানুষ আর কুকুর
কিছু বলার নাই।
+++++++++++++