![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ছেঁড়া কাঁথায় চলছে জীবনের চিত্রন
ব্যর্থ তার সে আহ্বান ।
আত্মহত্যা করছে শিশু
মায়ের গর্ভে।
ব্যর্থদের ক্রন্দন জন্ম সুখে
নয়, প্রথম পরাজয়ে।
চারিদিকে বিষম দুর্গন্ধ
মানুষের পচন ধরা মগজের।
শরীর বেয়ে ঘুরেফিরে নীলনদ
আজ শুধু লাল বিষ ।
বিবেক আততায়ীর হাতে
নিহত কত কাল আগে ।
জীবনের স্বাদ নোনতা যৌনতায়
জীবনের মূল্য তীব্র নোনতা টাকা।
নিছক মৃত্যু অপেক্ষা নয়
তুখোড় অভিনয় ।
সরীসৃপ মন বিষাক্ত
প্রতিক্ষণ নীল দংশনে ।
জীবনের অমর গাঁথা
মিথ্যে আশ্বাস সবই।
ব্যর্থ জীবন যদি তবে
মরন কে কি করে বিশ্বাস করি !
©somewhere in net ltd.