নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

জীবন মানে মৃত্যুর জন্য অপেক্ষা

মাইনাস০০৭

মাইনাস007

জীবন মানে মৃত্যুর অপেক্ষা

মাইনাস007 › বিস্তারিত পোস্টঃ

ধর্মের ধর্ম

০৬ ই জুলাই, ২০১৬ বিকাল ৩:৪০

ঈশ্বর সম্মুখে দূত ।
দূতঃ আমি আপনার আদেশে বৎসর কাল নর কূল পরিদর্শন করিয়া ফিরিয়াছি ।
ঈশ্বরঃ কি দেখিলে তুমি ?
দূতঃ হে প্রভু , মানব জাতি তোমা অধিক অর্থ কে প্রিয় করিয়াছে ।
ঈশ্বরঃ তারপর ?
দূতঃ প্রভূ , ধরাধামে আপনার বিভিন্ন এজেন্সি তে ভরা এবং তাদের নিকট স্বর্গের টিকিট সহ ছোট বড় বিভিন্ন প্যাকেজ রহিয়াছে ।
ঈশ্বরঃ হুম !
দূতঃ তাহারা কসাই শ্রেণীর ন্যায় আপনাকে ছটাক থেকে কেজি ভিন্ন ভিন্ন দরে আপনাকে বিক্রয় করিতেছে ।
ঈশ্বরঃ (রাগী স্বরে) তারপর ?
দূতঃ প্রভু সকলই আপনার জ্ঞাত।(মৃদু স্বরে ) আমিও একখানি অপিস অকশনে পাইয়া বুকিং দিয়া আসিয়াছি ।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.