![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
চরম উত্তেজিত চাচা কে লিকার কমে দুধ চিনি বাড়িয়ে চা আর দুইটি অগ্নি শলাকা দিয়ে কিঞ্চিৎ সহনশীল মাত্রায় এনে আমরা আবার রাজনীতি নিয়ে আলাপ শুরু করলাম।
আমি- চাচা না মানে আমি জং.....
চাচা- সুন বাপ তোমাগো বয়েস কম। কি দিয়া কি ভাবো কইতে পারি না। আমি না তুমরাও কইতে পারবা না।
আমি- তা ঠিক বলেছেন চাচা। আমরা যুব সমাজ বিভ্রান্ত।
(চাচা আমার কথাই কিঞ্চিত খুশি হয়ে আয়েশি ভাবে শুরু করলেন)
চাচা- রাজনীতি হচ্ছে গিয়া ব্যবসা। ব্যবসা যে করে তার মন খালি লাভের ধান্ধা করে।এই ব্যবসা করতেও পুঁজি লাগে। ঠিক টাইম মত লেবাস নিতে হই বড় ব্যবসায়ী গো খুশি করন লাগে। কউ তো এই ব্যবসার পুঁজি কি?
আমি- জনগণ।
চাচা - অশিক্ষিতের মত কতা কয় ক্যান? পাব্লিক না সেন্টিমেন্ট। পুরাই মেন্টাল ব্যাপার। আম্লিগ ব্যবসা করে মুক্তি গো সেন্টিমেন্ট দিয়া। বিনপি করে যারা আম্লিগের বিপক্ষ তাগো নিয়া। এরশাদ করে তার পুরান লোক নিয়া নতুন কিছু নাই।অন্য যা আছে নাম দিয়া কামাই করার ধান্দা। আর আছে জামাত তারা করে ধর্ম নিয়া ব্যবসা।
আমি - সবাই কি ব্যবসা করে?
চাচা- না তারা বাপের তালুক বেচে জনসেবা করে। সব দেশ চুসে খাই আর পাব্লিকে করে হায় হায়। শুন বড় ব্যবসাদার মহাজন গো ব্যবসার নিয়ম আছে হেরা বড় লাভের আশাই মাল স্টক করে আবার অন্য মহাজনের লস করাতে নিজে কম দামে মাল বিক্রি করে, বাজারে চমক দেয়। রাজনীতির বাজারে চমক দিতাসে। সব দেখবা সব কিছুই বুঝবা এখনের লাভটা ভাওতা লাভটা তুলবো সময় হলি। তখন ও পাব্লিক পাব্লিকই থাকবো আর চমকাইবো।
(উফ মাথাটা একদম গুলিয়ে গেসে সত্যিই কি তাই? আমরা ব্লগার রা কি তাই এই ভাবেই নাস্তিক হয়ে গেছি? তাই কি আমরা কারো ব্যবসায়ীক ফায়দা দিতে মরছি? এত এত নিরিহ মানুষ হত্যা কি শুধুই ব্যবসা? দেশ ও জাতির হেন দুরাবস্থা কি এই জন্য? হায় প্রভু তুমিই সব জানো। )
চাচার বয়ান চলছে আমার কানে কিছুই প্রবেশ করছে না।
©somewhere in net ltd.