নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

জীবন মানে মৃত্যুর জন্য অপেক্ষা

মাইনাস০০৭

মাইনাস007

জীবন মানে মৃত্যুর অপেক্ষা

মাইনাস007 › বিস্তারিত পোস্টঃ

বিষে বিষ ময়/ক্ষয়

১১ ই জুলাই, ২০২০ ভোর ৬:২১

২০২০
বিষে বিষে জর্জড়িত জীবন।
একটা গল্প বলি, একজন প্রান্তিক কৃষক নিদারুন অর্থাভাবে পড়েছে। চিন্তা ভাবনা করে দেখলো হালের গরু বিক্রি করা ছাড়া তাঁর উপায় নাই। তারপর সে গরু বাজারে নিয়ে গেল কিন্তু কি দূর্ভাগ্য গরুর ভালো দাম কেউ দিলো না। কৃষক খুব চিন্তিত ভাবে গরু নিয়ে আবার বাড়ির পথে যাত্রা করলো। রাত হয়ে গেছে পথিমধ্যে ডাকাত দল তাকে ঘেরাও করলো।
ডাকাত সর্দারঃ এই তোর কাছে টাকা পয়সা কি আছে সব বের কর?
কৃষকঃ জনাব আমি গরীব কৃষক আমার কাছে কোন টাকা পয়সা নেয়, আমি বাজারে গিয়েছিলাম গরু বিক্রি করতে।
ডাকাত সর্দারঃ হুম। তা গরু বিক্রি না করে ফিরে এলি কেন?
কৃষকঃ হুজুর ৪৫ হাজার টাকা দাম চেয়েছিলাম কিন্তু ৪০ হাজারের বেশি কেউ দাম দিলো না তাই ফিরে এলাম।
ডাকাত সর্দারঃ তুই বেটা আচ্ছা বদমাইশ লোক তো। লস গেলে আমার ৫০০০ টাকা লস যেত তাতে তোর কি? তুই কেন না বিক্রি করে চলে আসলি?

আমরা নিরপেক্ষ কিন্তু সত্য নিরপেক্ষ নয়।
এক ভিক্ষুক রাস্তার মাঝখানে লম্বা হয়ে শুয়ে আছে।পথচারীদের চলতে খুব অসুবিধা হচ্ছে । একজন খুব বিরক্ত হয়ে বললো রাস্তা থেকে সরে ঘুমাতে।ভিক্ষুক বলে আল্লাহর দুনিয়ায় এতো জায়গা থাকতে আমি যে সাড়ে তিন হাত জায়গা নিলাম তাতেই যত আসুবিধা। আমি উঠবো না তোমাদের অনেক আছে তোমরা অন্য রাস্তা দিয়ে যাও।

এই নয় কি?

মন্তব্য ৪ টি রেটিং +০/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ১১ ই জুলাই, ২০২০ সকাল ৭:৩৩

কৃষিজীবী বলেছেন: আমরা নিরপেক্ষ কিন্তু সত্য নিরপেক্ষ নয় ঠিকই বলেছেন।

২| ১১ ই জুলাই, ২০২০ দুপুর ১২:৩৭

নেওয়াজ আলি বলেছেন: আমরা অন্যের বেলায় নিরপেক্ষ নিজের শাহেদ বাবা

৩| ১১ ই জুলাই, ২০২০ দুপুর ১:০০

রাজীব নুর বলেছেন: মানুষই পুরোপুরি নিরপেক্ষ হতে পারে না।

৪| ১১ ই জুলাই, ২০২০ দুপুর ২:৪৫

সাড়ে চুয়াত্তর বলেছেন: কৃষকের বলা উচিত ছিল গরুটার করোনা হইছে তাই হাঁটে ঢুকতে দেয় নাই তাই ফিরিয়ে নিয়ে যাচ্ছি। :)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.