নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

কোনঠে বাহে জাগো! রেঁনেসা চাই! ধর্মহীন বাংলাদেশ গড়ে তুলুন, আড়মোড়া ভেঙ্গে জেগে উঠুন।

শ্রীঘর

অসাম্প্রদায়িক মনভাবাপন্ন।

শ্রীঘর › বিস্তারিত পোস্টঃ

আর্জেন্ট: অনলাইনে পাসপোর্টের আবেদন প্রসঙ্গে

০১ লা জুলাই, ২০১৩ সন্ধ্যা ৬:৩৪

কেউ থাকলে আওয়াজ দিয়েন...



অনলাইনে আবেদন করে পাসপোর্ট পাওয়া কি সম্ভব? আমি আবেদনে করব অনলাইনে। বিষয়টা আমার জন্য গুরুত্বপুর্ণ বিধায় পোষ্টটি দিলাম। আর কেউ যদি অনলাইনে আবেদন করে পাসপোর্ট পেয়ে থাকেন তাইলে আওয়াজ দিয়েন।

মন্তব্য ৮ টি রেটিং +০/-০

মন্তব্য (৮) মন্তব্য লিখুন

১| ০১ লা জুলাই, ২০১৩ সন্ধ্যা ৬:৫৩

আশীষ কুমার বলেছেন: পাসপোর্ট অফিসের ওয়েবসাইট দেখেন। বিস্তারিত দেয়া আছে। খুব সুন্দর গোছানো ভাবে দেয়া।

০১ লা জুলাই, ২০১৩ সন্ধ্যা ৭:০৭

শ্রীঘর বলেছেন: ধন্যবাদ, ভাইয়া। আপনার মন্তব্যের উপর ভিত্তি করে আমি অনলাইনে আবেদন করব।

২| ০১ লা জুলাই, ২০১৩ সন্ধ্যা ৭:১৯

সেল্ফ রিলায়েবল বলেছেন: অনলাইনে পাসপোর্টের আবেদন প্রক্রিয়া বিষয়ে ব্লগার "ইকারুসের ডানাইকারুসের ডানা" এর এই লেখাটি পড়তে পারেন। Click This Link

তাছাড়া টেকটিউন্সের এই লেখাটি পড়তে পারেন। Click This Link

আশাকরি কাজে দেবে।

০১ লা জুলাই, ২০১৩ সন্ধ্যা ৭:২৯

শ্রীঘর বলেছেন: ধন্যবাদ। লিংক দুইটি বেশ কাজের।

৩| ০১ লা জুলাই, ২০১৩ রাত ৮:৪৫

সজীব৬১৪ বলেছেন: অনলাইনেই আবেদন করা উচিৎ। এতে করে আপনি খুব সহজেই পাসপোর্ট পেয়ে যাবেন।
যা যা করতে হবে
১. টাকা জমা দিতে হবে
আমি কলেজ গেটের সোনালী ব্যাংকে দিসি (৩০০০)
২. অনলাইনে আবেদন করতে হবে এবং প্রিন্ট করতে হবে
(প্রিন্ট করবেন ২ কপি[নতুন হলে] ১ কপি আগের পাসপোর্ট থারি হলে)
৩. প্রিন্ট কপিতে ছবি লাগাবেন এবং সত্যায়িত করাবেন এবং এক কপির উপর টাকা জমা দেয়ার রশিদ লাগাবেন(যা পাসপোর্ট অফিসে গিয়ে অন্যকে লাগানো ভালো)
৪. এখন একদিন গিয়ে জমা দিবেন এবং ছবি তুলবেন।
৫. পুলিশ ভেরিভিকেশন হবে (কুত্তা গুলোরে কিছু দিতেই হবে)
৬. নির্দিষ্ট তারিখে পেয়ে যাবেন।(ঝামেলা ছাড়া)


[ঝামেলা বলতে পুলিশ কুত্তাগুলো]

০২ রা জুলাই, ২০১৩ বিকাল ৪:৩৫

শ্রীঘর বলেছেন: ধন্যবাদ ভাইয়া, তথ্যগুলো জেনে ভাল লাগল।

৪| ০১ লা জুলাই, ২০১৩ রাত ১০:৪৬

মহিসন খান বলেছেন: গত বছর আমার পাসপোর্টের মেয়াদ শেষ , কোন দরকার না থাকায় নবায়ন করানো হয়নি। পাসপোর্টের ছবি যে পাতায় থাকে, সেই পাতা কিছুটা আঠালো থাকার কারনে আগের পাতার সাথে লেগে গেছে। পাতা ২টা আলাদা করতে গিয়ে অনেখালি বিকৃত হয়ে গেছে ( কিন্তু ছবি এবং নাম ঠিকানা মুটামুটি বুঝা যায়)। এই বিকৃত পাসপোর্ট কি আমাকে জমা দিতে হবে এখন আমি নতুন পাসপোর্টের জন্য কোন ক্যটাগরিতে আবেদন করব? নবায়ন ক্যাটাগরি নাকি নতুন ক্যাটাগরি? এক্ষেত্রে কত টাকা ফি ব্যাংকে জমা দিতে হবে? দয়া করে কেউ জানান।

০২ রা জুলাই, ২০১৩ বিকাল ৪:৩৬

শ্রীঘর বলেছেন: অনলাইনের সরকারী ওয়েভসাইট টা দেখুন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.