![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
অসাম্প্রদায়িক মনভাবাপন্ন।
আযানের আরবীয় বেসুর বেঢপ আওয়াজে আমার শব্দানূভুতিতে আঘাত লাগে। আর যদি আশেপাশে আহলে হাদীস মার্কা মসজিদ থাকে তাইলে ত লা জবাব। আজান শেষ হইতে চায় না। আর ভাবখানা এইরকম যে ২৪ ঘন্টা আযান দেওয়ার ব্যবস্থা থাকলে ভালো্ হইত! কবি কায়কোবাদের আমলে মনে হয় আযানের এই মাটি কাঁপানো দূষণ ছিল না।
কে ওই শোনাল মোরে আযানের ধ্বনি।
মর্মে মর্মে সেই সুর, বাজিল কি সুমধুর
আকুল হইল প্রাণ, নাচিল ধমনী।
কি মধুর আযানের ধ্বনি!
এখন আর প্রাণ বা ধমনী আযানের সূরে নাচে না। আযান মর্মে মর্মে বাজে না, মনে হয় কে বা কারা কানে হাতুরী পেটা দিচ্ছে।
২| ০৮ ই জানুয়ারি, ২০১৬ সকাল ১০:৩৯
কল্লোল পথিক বলেছেন: আযান শুনতে ভাল না লাগলে আপনার কানে সিসা ঢালতে হবে।
আর এই রকম ধর্মানুভূতিতে আঘাত দেয়া পোস্ট কখনও দিবেন না।
৩| ০৮ ই জানুয়ারি, ২০১৬ সকাল ১১:২০
অবুঝ১ বলেছেন: রিফাত ও কল্লোল ভাইয়ের সাথে একমত আমিও
৪| ০৮ ই জানুয়ারি, ২০১৬ সকাল ১১:৪৩
চেয়ারম্যান০০৭ বলেছেন: বেশী চুল্কায় ?
৫| ০৮ ই জানুয়ারি, ২০১৬ দুপুর ১২:০৮
পিচ্চি হুজুর বলেছেন: অন্যের ধর্ম ভাল না লাগতেই পারে, তাই বলে এইভাবে অসম্মান করাটা কোন পর্যায়ের ভদ্রতার মাঝে পড়ে তা আমার জানা নাই।
৬| ০৮ ই জানুয়ারি, ২০১৬ দুপুর ১২:১৬
এ্যামালগাম বলেছেন: চেয়ারম্যান০০৭ বলেছেন: বেশী চুল্কায় ?
৭| ০৮ ই জানুয়ারি, ২০১৬ দুপুর ১২:১৮
এ্যামালগাম বলেছেন: এই হারামজাদা একটা হিটসিকার!!
৮| ১৯ শে এপ্রিল, ২০১৬ দুপুর ১২:২৪
শ্রীঘর বলেছেন: খুমাখেমটা দেইখা যদি ধর্ম বুঝা যাইত তাইলে রবি ঠাকুর হইত পাক্কা মুসলমান!!!
©somewhere in net ltd.
১|
০৮ ই জানুয়ারি, ২০১৬ সকাল ১০:০৪
আব্দুল্লাহ রিফাত বলেছেন: ভাই,আপনি একজন হিন্দু।
আপনাকে ভদ্রতার সাথেই বলছি অন্য ধর্মের আচার আচরণ আপনার ভাল নাই লাগতে পারে। কিন্তু তাই বলে আপনি অন্য ধর্মের আচার আচরণকে তুচ্ছ ও হেয় প্রতিপন্ন করতে পারেন না।
কথাগুলো খুব ভদ্র ভাবে বললাম। নয়ত আবার আমাকে জঙ্গী বলেও ডাকতে পারতেন।
এবার আপনার নিজের ধর্মের দিকে তাকান!!বারো মাসে ১৩ পূজার সময় যে পরিমাণের শব্দ করে ঢোল বাজানো হয় তখন আপনার কানে হাতুতি পেটা হয় না? তখন ধরণী কেপে উঠে না?তখন শব্দ দূষণ হয় না?