![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আজ সকালে সাইকেল নিয়ে মৃদু বাতাসে উড়ার ভঙ্গি তে চলছিলাম। চলতি পথে যখন একটি মোটর সাইকেলে চল্লিশ বছর বয়সি একজন লোকের সাথে বিশ কিংবা বাইশ বছর বয়সি কোনো মেয়ে কে দেখলাম তখন মেয়েটি পিঠ ঘেঁষে বসতেই চাইছিল না।মনে করলাম লোকটি প্রবাসী ছিল।তাই এই বয়সে দেশে এসে এই বাইশ বছরের মেয়েকে বউ বানিয়েছে।মানে নতুন দম্পতি।
-
মেয়েটার চোখের দিকে তাকিয়ে আমি ভাবতেছিলাম যে,
সে ও হয়তো কোনো একদিন সেইম এজ বা তার থেকে দু/এক বছরের বড় বেকার সনদ প্রাপ্ত কোনো ছেলে কে ভালবাসতো!
-আজ হয়তোবা
চার দেওয়ালের বন্দি ঘরে মেয়েটি কোনায় বসে পুরোনো স্মৃতি চারনেই ব্যাস্ত রাখে নিজেকে!
-
হয়তোবা মনে পড়ে সেই ক্লাসে র সেম এইজ। ছেলেটির কথা একটু কাছাকাছি বসা এই সব কিছুই মেয়েটার শুষ্ক মুখ বা ভিজে থাকা
চোখের কোণে ভাসতে থাকে!
-
হয়তোবা ওদিকে রাত আধাঁরে পেট মোটা ভদ্রলোকটা অভদ্র হয়ে যায়..নিজের অধিকার খাটাতে...
বিয়ে করে এনেছে তাকে....
যে মেয়েটা সপ্ন দেখেছিল ক্লাসের অই ছেলেটার চোখে চোখ রেখে বুকে মাথা রেখে ঘুমাবে তা আজ মৃত...
হটাৎ নিজেকে আবিষ্কার করে আবার ভাবতে থাকলাম.....
-
আরে...এটাই ত বাস্তবতা!!
.
২| ২১ শে জুন, ২০১৭ সকাল ১০:৩০
মীর মোহাম্মদ আরিফুল হাসান বলেছেন: হুম।জানি।
৩| ২১ শে জুন, ২০১৭ সকাল ১১:০৬
কানিজ রিনা বলেছেন: আরে কত ছুকরী মেয়েরা বউওলা ৬০ বছর
বয়সের বুড়ার সাথে ভালুবাসা করে নিকাহ্
করে ফেলে।
আমার চোখে দেখা কয়টি ঘটনা থেকে বল্লাম
বুড়া লুচ্চাগুল বেশী অভিজ্ঞ ছুকরী পটাতে
ভালপারে। আর টাকাওয়ালা হলেত কথাই
নাই টাকার তোরে একজনের ছুকরী বউ
রড়োর হাত ধরে বড়লোক বুনে যায়।
সবই টাকা ভালুবাসার কারসাজী।
৪| ০৬ ই জুলাই, ২০১৭ সকাল ৮:৩২
মীর মোহাম্মদ আরিফুল হাসান বলেছেন: হুম।জানি।
©somewhere in net ltd.
১|
২১ শে জুন, ২০১৭ ভোর ৬:৩৯
চাঁদগাজী বলেছেন:
আপনার অবজারবেশন ভুল হওয়ার সম্ভাবনা বেশী।