![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
একবার ভাবুন তো….শিশুরা নিষ্পাপ এ কথা আমরা সকলেই কমবেশি জানি বা মানি। পাপ বা পূন্য নিয়ে নয়। পাকিস্তানের পেশওয়ারে যা হল তার জন্য কি আর বলবো। বিশ্ববাসীর সাথে আমিও হতবাক, একি পাকিস্তানিরা অসভ্য বর্বর এ কথা সকলের জানা,তাই বলে এরকম ঘটনা..এ কেমন প্রতিশোধ এ কেমন ধর্মের শিক্ষা এ কেমন জাতি…? আমরা যখন বিজয়ের ৪৩ বছর পার করছি আনন্দঘন উৎসবে, আমোদে..ঠিক তখন পেশওয়ারে…? এই প্রথম পাকিস্তানের জন্য মর্ম বেদনা অনুভব করি। তাদের প্রতি করুনাও জাগে মাঝে মাঝে। এরা সভ্য হউক অন্তত নিজেদের জন্য নয় অন্তত পৃথিবী বাসির জন্য। ঘটনাটা শোনার পর মনের ভেতর একটা প্রশ্ন উকিঁ দেয়..যারা একুশ শতকে নিজ দেশের, নিজ জাতির, নিজ ধর্মের শত শিশুকে হত্যা করতে পারে তারা ১৯৭১ সালে কি করেছে? অথচ কিছু পাকি দালাল আছেন যারা খুড়া যুক্তির কথা বলে..কিন্তু বাস্তবতা হচ্ছে অমোঘ সত্যের জন্য যুক্তির প্রয়োজন হয় না..যুক্তি দিয়েই তার জন্ম। আমাদের স্বাধিনতা ও ত্রিশ লক্ষ বীর শহীদের আত্মা ধর্মের চেয়েও পবিত্র। পাকিস্তানের সকল নিহত শিশুদের প্রতি সমবেদনা । আমরা বাংলাদেশিরা ভাল আছি হাজার সমস্যা মাঝে, আমরা তোমাদের চেয়ে সভ্য, আমাদের মহান বীর মুক্তিযোদ্ধাদের হাজার সালাম তোমরাই আমাদেরকে এই পাপের হাত থেকে রক্ষা করেছে ৪৩ বছর আগে পাকি হায়ানাদের অন্যায় অসভ্য আচরনের বিরুদ্ধে প্রতিবাদ প্রতিরোধ করে। শিশুরা হউক পাকিস্তানি, হউক ইসরাইল,, হইক যে কোন দেশের যে কোন মতের তার বাঁচার অধিকার সর্বাগ্রে…।
২| ১৭ ই ডিসেম্বর, ২০১৪ দুপুর ১:০৭
জেকলেট বলেছেন: পাকিদের কে পাপে ধরছে !! ভাই এভাবে বইলেননা। ঘটনা দেখে চোখের পানি ধরে রাখতে পারিনি। ভাইরে বাচ্চাগুলো কি করেছে??
৭১ এ আমাদের সাথে যা করেছে তা ছিল Coward এবং এখন তালিবান নামক কুত্তাগুলো যা করেছে তা ও বড় Coward.
আমাদের দেশে ও এইরকম হতে পারে।
©somewhere in net ltd.
১|
১৭ ই ডিসেম্বর, ২০১৪ দুপুর ১২:১৮
নীল আকাশ ২০১৪ বলেছেন: নিজে মুসলিম হয়েও আমি করুণা অনুভব করি সমগ্র মুসলিম জাতির জন্য। কত সহজে তাদেরকে নিয়ে খেলা যায়।
একদল মুসলিমকে দিয়ে একটা মুসলিম দেশের সম্ভাবনাময় তারুণ্যের একটা বিরাট অংশকে শেষ করে দিয়ে তার দোষ আবার মুসলিমদের ওপরই চাপানো হল। কি আজব!