![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
© লেখকের অনুমতি ব্যতীত এই ব্লগের কোন লেখা সম্পূর্ণ বা আংশিকরূপে কোথাও প্রকাশ করা যাবে না। মোবাইল: ০১৭১১০০১১২৪ Email: [email protected]
ঢাকা শহরে থাকবেন আর দালালের খপ্পরে পড়বেন না তা কি করে হয়!!?
এই শহরে সকল সমস্যার সমাধান করে থাকেন কতিপয় দালাল সাহেবরা। আপনি সমস্যা বলবেন আর তারা হাজির করবে সমাধানের উপায়। তাদের হাতে যেন আছে এক জাদুর কাঠি, সেই কাঠির ছোয়া পেলে আপনিও ধন্য হয়ে যাবেন। আপনাকে এমন সব উপায় বের করে দিবে যা আপনি কল্পনাও করতে পারবেন না। তাদের কথা শুনলে আপনি কেন আপনার চৌদ্দ গুষ্টি তাদের কথার মোহে পড়ে যাবেন।
গত কয়েক দিনের বাস্তব অভিজ্ঞতা থেকে বলছি,
শুরুটা ছিল খুবই সাধারন ভাবে। আমার ছোট খালা তার ব্যক্তিগত প্রয়োজনে ঢাকার কমলাপুর এর পাশে আমিন মোহাম্মদ এর গ্রীন মডেল টাউন এর A - Block এর একটি জমি বিক্রি করবে বলে মন স্থির করেন। উল্লেখ্য যে, উক্ত জমিতে আমার মা সমান অংশীদার। আমার মা জমি বিক্রির পক্ষে ছিলেন না, কিন্তু আমার খালার পীড়াপীড়িতে তিনি রাজি হন। কিন্তু বিক্রি করব বললেই তো আর হল না, বিক্রি করার জন্য দরকার ক্রেতা। আর ঢাকা শহরের জমি ক্রয় করবেন এমন ক্রেতা তো আর কাঁচা বাজারে পাওয়া যাবে না। ক্রেতা খুজার জন্য লাগবে একজন দালাল। আমার পিতা তার এক পূর্ব পরিচিতকে কল দিলে তিনি একজনের নম্বর দিলেন। আর তাকে কল করা মাত্রই প্রদীপের দৈত্যের মত এসে উদয় হলেন বাসায়।
যাক, এখন তবে সব সমস্যার সমাধান হবে। - আমার পিতার ধারনা
কিন্তু সমস্যার তো মাত্র শুরু, আর এই কথাটা বুঝতে আমার ১৫ মিনিট এর বেশি লাগে নাই। উক্ত ব্যক্তির কথা শুনে মনে হচ্ছিল জমির ক্রেতা আর বিক্রেতার মধ্যে তিনি থাকবেন পদ্মা সেতুর মত। যেখানে আপনাকে যেতে এবং আসেতে উভয় পথেই টোল দিতে হবে। তার কথা শুনে মনে হচ্ছিল, জমির বর্তমান মালিক এবং যিনি কিনবেন তাদের মধ্যে সরাসরি কথা বলার কোন দরকার নাই। তার ভাব খানা এমন যে, (আমি আছি কি করতে?)। জমির বর্তমান মালিকের সাথে তিনি নিজেই দাম-দর ঠিক করবেন। এরপর যিনি কিনবেন তার কাছে কত দাম বলা হবে তা বিক্রেতার জানার প্রয়োজন নাই। আমাদের জমির কাগজ নাকি তার মুখস্ত, এমনকি এই জমির পর্চা সমূহ ও অন্যান্য কাগজ নাকি তার বাসায় -ই আছে। প্রায় দুই ঘন্টা ধরে পকর-পকর এর মাঝে কিছু আপ্যায়ন। অবশেষে তার কথার সারাংশে যা বুঝলাম, উক্ত Terms & Conditions এ রাজি থাকলে জমি বিক্রি করতে পারবেন নইলে পারবেন না।
উক্ত ব্যক্তির কথা শুনে শুধু ভাবছিলাম যে, মানুষ এত নির্লজ্য কি করে হয়?!!!
একটানা গত কয়েক দিন ধরে এহেন দালাল সমাচার দেখা ও শুনার পর আমার মনে হল। আমরাই এই সব লোকজন দের সুযোগ করে দিচ্ছি আমাদের সাথে এমন করার জন্য। আমরা যদি সচেতন হই তবে আমাদের সাথে প্রতারণা করার সুযোগটাই এরা পেত না। বাংলা একাডেমীর উচিৎ, দালাল এর সমার্থক শব্দ হিসেবে প্রতারণাকে যুক্ত করে নেয়ার।
এই ব্লগে আমি অনেক সমস্যার সমাধান হতে দেখেছি।
তাই আজ আমি এই ব্লগের দারস্থ হয়েছি।
আমার পিতার অনুমতি ব্যতিরেকে আমি উক্ত পোষ্ট করছি। গালমন্দ খাওয়ার সমূহ সম্ভাবনা আছে মনে হচ্ছে। কিন্তু এরপর ও দালাল এর বিড়ম্বনা থেকে তো অনেক ভাল।
জমির বিবরনঃ
সত্যিকার অর্থে যদি কোন আগ্রহী ক্রেতা জমি কিনতে ইচ্ছুক হন তবে তিনি সরাসরি যোগাযোগ করতে পারেন।
বিদ্রঃ জমির কাগজপত্র যাচাই করার জন্য বিক্রেতা নিজে আপনাকে সর্বাত্নক সহযোগিতা করবেন।
Whatsapp - +8801670360120
২| ২৯ শে জানুয়ারি, ২০২২ দুপুর ১:০৯
জগতারন বলেছেন:
আপনি দয়া করে আমার সাথে যোগাযোগ করুন
আমি ঢাকা শহরের আশে পাশে বাড়ী করার উপযুক্ত
এক খন্ড জমি ক্রয় করতে ইচ্ছুক।
তবে জমির মালিককে তার বৈধতা প্রমান করতে হবে।
আপনাকে ফোন দিলাম, মনে হচ্ছে আপনার ফোনটি বন্ধ করে রেখেছেন।
যাইহোক, আমার যোগাযোগ ইনফরমেশনঃ
+১-২১৪-৩৫৫-৮২৩৩ (WhatsApp equipped) ও
+১-২১৪-৪৪২-৩৫১৫
[email protected]
[email protected]
২৯ শে জানুয়ারি, ২০২২ রাত ১০:৪২
এম. এ. খসরু নোমান বলেছেন: Please check your Whatsapp.
৩| ২৯ শে জানুয়ারি, ২০২২ দুপুর ২:০৫
জগতারন বলেছেন:
বাংলাদেশে (ফেব্রুয়ারী ৬ তারিখ পর্যন্ত) আমার সাথে যোগাযোগ করুনঃ
০১৯৬৯৩৭৩৭৩ ও
০১৭৩৮০০৯৪৮৯
২৯ শে জানুয়ারি, ২০২২ রাত ১০:৪৪
এম. এ. খসরু নোমান বলেছেন: That Banglalink Number Has Only 10 Digits And GP Number Is Switched Off. So i text you over whatsapp.
©somewhere in net ltd.
১|
২৯ শে জানুয়ারি, ২০২২ দুপুর ১২:০২
বিটপি বলেছেন: এভাবে বিক্রি করতে গেলে ঠকার সম্ভাবনাই বেশি। আপনি প্রথমে ঠিক করুন জমি কত হলে বেচবেন, তারপরে দুই তিনজন দালালের সাথে যোগাযোগ করুন, অথবা যে কোন রিয়েল এস্টেট কোম্পানিতেও যেতে পারেন। যারা আপনার পছন্দ মত দাম (অথবা কাছাকাছি) দিতে রাজী হবে, তাদের সাথে ডীল করুন।