নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মিশু মিলন

মিশু মিলন

আমি বর্তমানে ইস্টিশন এবং সামহোয়্যার ইন ব্লগে লিখি। আমার সকল লেখা আমি এই দুটি ব্লগেই সংরক্ষণ করে রাখতে চাই। এই দুটি ব্লগের বাইরে অনলাইন পোর্টাল, লিটল ম্যাগাজিন এবং অন্য দু-একটি ব্লগে কিছু লেখা প্রকাশিত হলেও পরবর্তীতে কিছু কিছু লেখা আমি আবার সম্পাদনা করেছি। ফলে ইস্টিশন এবং সামহোয়্যার ইন ব্লগের লেখাই আমার চূড়ান্ত সম্পাদিত লেখা। এই দুটি ব্লগের বাইরে অন্যসব লেখা আমি প্রত্যাহার করছি। মিশু মিলন ঢাকা। ৯ এপ্রিল, ২০১৯।

মিশু মিলন › বিস্তারিত পোস্টঃ

এখনও কচ্ছপের পিঠে চড়ে চাঁদ নামে উত্তরের মাঠে

২৪ শে নভেম্বর, ২০১৩ রাত ৯:৩৭

উত্তরের মাঠে চাঁদ নামে ধান কাঁটা ক্ষেতে গরুর খুঁড়ের গর্তে জমে থাকা জলের ভেতর

মৃত বাছুরের চোখে উঁকি দিয়ে দেখে পোয়াতী চাঁদ, ঘুম তার কতোটা গভীর!

চাঁদ নামে, চাঁদ সওদাগরের অহংকার নিমজ্জিত করা অড়াইয়ের বুকে-পিঠে

চাঁদ নামে জোয়ারের বিলে একা পানকৌড়ির ডানায়, বাঁশঝাড়ে অবচেতন বকের ঠোঁটে-

চিরল বাঁশপাতার গায়ে গায়ে।

চাঁদ নামে আমার মুঠো খোলা বাড়ানো হাতের রেখায়

মিথ্যুক জ্যোতিষী। অযথাই গড়েছিলাম শূন্যে প্রাসাদ!

উত্তরের ধু ধু মাঠে আমি চাঁদ নামা দেখি চন্দ্রগ্রস্ত চোখে।

এক মাঘী পূর্ণিমার রাতে চাঁদ নেমেছিল সাদা প্রজাপতিটার চোখের ভেতর

এক দোল পূর্ণিমার রাতে চাঁদ নামতে চেয়েছিল তার ঠোঁটের ওপর

এক শ্রাবণ পূর্ণিমার রাতে চাঁদ নামতে চেয়েছিল তার পেলব বুকের ওপর।

বেখেয়াল প্রজাপতি খেয়ালের বশে শ্যাওড়া গাছের অন্ধকারে জড়ালো মাকড়সার জালে

এখন তার চোখের ভেতর পুঞ্জীভূত জমাট জংলি অন্ধকার!

অথচ এখনও কচ্ছপের পিঠে চড়ে চাঁদ নামে উত্তরের মাঠে

চাঁদনামা লিখে রাখে বুকে-জোছনাপ্লুত ছিপছিপে উদোম অড়াই।

মন্তব্য ১৪ টি রেটিং +২/-০

মন্তব্য (১৪) মন্তব্য লিখুন

১| ২৪ শে নভেম্বর, ২০১৩ রাত ১০:২৬

অদ্বিতীয়া সিমু বলেছেন: এখনও কচ্ছপের পিঠে চড়ে চাঁদ নামে উত্তরের মাঠে
চাঁদনামা লিখে রাখে বুকে-জোছনাপ্লুত ছিপছিপে উদোম অড়আই............+++

২৪ শে নভেম্বর, ২০১৩ রাত ১১:৫০

মিশু মিলন বলেছেন: ধন্যবাদ। ভাল থাকুন।

২| ২৪ শে নভেম্বর, ২০১৩ রাত ১১:২৫

সুপ্ত শিপন বলেছেন: "মৃত বাছুরের চোখে উঁকি দিয়ে দেখে পোয়াতী চাঁদ, ঘুম তার কতোটা গভীর!"


ভালো লাগলো।

২৪ শে নভেম্বর, ২০১৩ রাত ১১:৫১

মিশু মিলন বলেছেন: ধন্যবাদ। ভাল থাকুন।

৩| ২৫ শে নভেম্বর, ২০১৩ রাত ১:৪৩

কাগজের নৌকা (রাসেল হোসেন) বলেছেন: সুন্দর
+++++

২৫ শে নভেম্বর, ২০১৩ দুপুর ২:৩৭

মিশু মিলন বলেছেন: ধন্যবাদ রাসেল। ভাল থাকবেন।

৪| ২৫ শে নভেম্বর, ২০১৩ বিকাল ৫:৩৬

স্বপ্নবাজ অভি বলেছেন: চমৎকার লেগেছে পড়তে !

২৫ শে নভেম্বর, ২০১৩ সন্ধ্যা ৬:৪৯

মিশু মিলন বলেছেন: ধন্যবাদ অভি। শুভকামনা রইলো।

৫| ২৫ শে নভেম্বর, ২০১৩ সন্ধ্যা ৭:০৯

মুনতাসির নাসিফ (দ্যা অ্যানোনিমাস) বলেছেন: ভালো লাগলো

২৫ শে নভেম্বর, ২০১৩ সন্ধ্যা ৭:১৪

মিশু মিলন বলেছেন: ধন্যবাদ নাসিফ। ভাল থাকবেন।

৬| ২৭ শে নভেম্বর, ২০১৩ রাত ১১:৩৯

রাবেয়া রব্বানি বলেছেন: ভালো লেগেছে খুব

২৮ শে নভেম্বর, ২০১৩ সকাল ১১:২৮

মিশু মিলন বলেছেন: ধন্যবাদ। শুভেচ্ছা থাকবেন।

৭| ০৩ রা মার্চ, ২০১৫ বিকাল ৫:১২

মৌসুমী মালা বলেছেন: অনেক মুগ্ধতা রেখে গেলাম

০৭ ই মার্চ, ২০১৫ সন্ধ্যা ৭:৪১

মিশু মিলন বলেছেন: ধন্যবাদ।

শুভকামনা নিরন্তর..............

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.