নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি বর্তমানে ইস্টিশন এবং সামহোয়্যার ইন ব্লগে লিখি। আমার সকল লেখা আমি এই দুটি ব্লগেই সংরক্ষণ করে রাখতে চাই। এই দুটি ব্লগের বাইরে অনলাইন পোর্টাল, লিটল ম্যাগাজিন এবং অন্য দু-একটি ব্লগে কিছু লেখা প্রকাশিত হলেও পরবর্তীতে কিছু কিছু লেখা আমি আবার সম্পাদনা করেছি। ফলে ইস্টিশন এবং সামহোয়্যার ইন ব্লগের লেখাই আমার চূড়ান্ত সম্পাদিত লেখা। এই দুটি ব্লগের বাইরে অন্যসব লেখা আমি প্রত্যাহার করছি। মিশু মিলন ঢাকা। ৯ এপ্রিল, ২০১৯।
বিলের ধারের ফসলের জন্য ক্ষতিকর পোকামাকড় খাবো ব’লে
আমি যখন ডাহুক পাখি হই,
তখন লক্ষ্মীকান্ত কবিরাজ আলপথে ফাঁদ পেতে রাখে
আমার শরীর পিষে বাতের রোগীর মালিশের তেল বানাবে ব’লে!
চৈত্রের দুপুরে ক্লান্ত পথিককে ছায়া দেব ব’লে
আমি যখন পত্রসমৃদ্ধ বৃক্ষ হই,
তখন কেউ আমার শাখা কাটার জন্য কুড়াল চালায়
মণ দরে ইটভাটায় বিক্রি করবে ব’লে!
কৃষক যখন ক্ষেতের ফসলের জন্য আকাশের দিকে দু-হাত তুলে বৃষ্টি চায়
আমি তখন ঘনকৃষ্ণ মেঘপুঞ্জ হই,
অথচ কেউ তখন বৃষ্টি অপ্রয়োজনীয় মনে ক’রে
বিরক্তিতে কপাল কুঁচকে ছাতা মেলে ধরে!
যখন কেউ তীব্র হতাশা কিংবা গভীর দুঃখে কাঁদে
আমি তখন কথা আর সুরে মেঠো গীত হই,
অথচ কেউ না কেউ দু-কানে আঙুল দিয়ে
আমাকে শোনা পাপ মনে করে!
তবু আমি কুয়াশামাখা বিকেলে ডাহুক পাখি হই
চৈত্রের রৌদ্রতপ্ত দুপুরে ঘনপত্র বৃক্ষ হই,
চরাচর ভাসাই বৃষ্টিতে, মূর্ছনা ছড়াই মেঠো গীতে
জীবন কখনো থাকে না থেমে, প্রতিকূল স্রোতে।
ঢাকা
১৫.০১.২৩
১৫ ই জানুয়ারি, ২০২৩ দুপুর ২:২৯
মিশু মিলন বলেছেন: হুম। ধন্যবাদ।
২| ১৫ ই জানুয়ারি, ২০২৩ দুপুর ২:৫৪
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: চমৎকার কবিতা।
একই ব্যক্তি বা বস্তু কারো কাছে আরাধ্য, কারো কাছে পরিত্যাজ্য।
আপনার কবিতার শৈলী ও সাবলীলতায় মুগ্ধ হয়েছি। শুভেচ্ছা রইল আপনার জন্য।
১৫ ই জানুয়ারি, ২০২৩ বিকাল ৩:২০
মিশু মিলন বলেছেন: অনেক ধন্যবাদ আপনাকে। ভালো থাকবেন।
৩| ১৫ ই জানুয়ারি, ২০২৩ রাত ১০:০৮
রাজীব নুর বলেছেন: অত্যন্ত মনোমুগ্ধকর।
১৫ ই জানুয়ারি, ২০২৩ রাত ১১:১০
মিশু মিলন বলেছেন: অনেক ধন্যবাদ। ভালো থাকবেন।
৪| ১৬ ই জানুয়ারি, ২০২৩ দুপুর ১:০১
রাজীব নুর বলেছেন: নতুন কোনো উপন্যাস লিখতে শুরু করেছেন?
১৬ ই জানুয়ারি, ২০২৩ দুপুর ১:০৬
মিশু মিলন বলেছেন: সুনামগঞ্জের হাওর অঞ্চল নিয়ে উপন্যাস লিখতে শুরু করেছিলাম ২০২০ সালে, ৩৫,০০০ শব্দ লিখে ফেলে রেখেছিলাম। সেটা নিয়ে আবার বসেছি। এবছর শেষ করবো।
৫| ১৭ ই জানুয়ারি, ২০২৩ সন্ধ্যা ৬:৫৯
গেঁয়ো ভূত বলেছেন: চমৎকার সুন্দর পরিশীলিত কবিতা!
১৮ ই জানুয়ারি, ২০২৩ দুপুর ১২:৫৩
মিশু মিলন বলেছেন: অনেক ধন্যবাদ।
৬| ১৮ ই জানুয়ারি, ২০২৩ সকাল ১১:২৯
মোস্তফা সোহেল বলেছেন: বাহ সুন্দর কবিতা।
১৮ ই জানুয়ারি, ২০২৩ দুপুর ১২:৫৪
মিশু মিলন বলেছেন: অনেক ধন্যবাদ।
৭| ১৯ শে জানুয়ারি, ২০২৩ ভোর ৬:৫৪
তাহমিদ রহমান বলেছেন: খুব চমৎকার লিখছেন,মুগ্ধ হলাম পড়ে।
২২ শে জানুয়ারি, ২০২৩ সকাল ১১:৩৯
মিশু মিলন বলেছেন: অনেক ধন্যবাদ। ভালো থাকবেন।
©somewhere in net ltd.
১| ১৫ ই জানুয়ারি, ২০২৩ দুপুর ২:০৭
সেলিম আনোয়ার বলেছেন: গ্রামে এখন কুয়াশাচ্ছন্ন আকার । টপ টপ কুয়াশা পড়ে। সরিষা ক্ষেতে দানা এসেছে। হলুদ ফুল পড়ে যাচ্ছে । এখন সবুজের সমারোহ ।