![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি বর্তমানে ইস্টিশন এবং সামহোয়্যার ইন ব্লগে লিখি। আমার সকল লেখা আমি এই দুটি ব্লগেই সংরক্ষণ করে রাখতে চাই। এই দুটি ব্লগের বাইরে অনলাইন পোর্টাল, লিটল ম্যাগাজিন এবং অন্য দু-একটি ব্লগে কিছু লেখা প্রকাশিত হলেও পরবর্তীতে কিছু কিছু লেখা আমি আবার সম্পাদনা করেছি। ফলে ইস্টিশন এবং সামহোয়্যার ইন ব্লগের লেখাই আমার চূড়ান্ত সম্পাদিত লেখা। এই দুটি ব্লগের বাইরে অন্যসব লেখা আমি প্রত্যাহার করছি। মিশু মিলন ঢাকা। ৯ এপ্রিল, ২০১৯।
আমি লাল নই, তাহলে ভব’র ভাষায়- দালাল! যাইহোক লালু ভব’র পাছা আজ লাল করে দিয়েছে তারই লালজঙ্গি ভাইয়েরা! অথচ গতবছরও বইমেলায় তসলিমা নাসরিনের 'চুম্বন' বইটি বিক্রি করেছেন তিনি, আওয়ামী লীগ সরকার বাধা দেয়নি। ভিডিওতে দেখলাম তার লালজঙ্গি ভাইয়েরা তাকে কান ধরতে বলছে, কান ধরেছেন কি না জানি না, তবে করজোড়ে ক্ষমা চেয়েছেন। একে একে সব লালুর পাছা লাল হবে, অপেক্ষা.......
লেখক-শিল্পীদের আমজনতার চেয়ে আগে ভাবতে হয়, আগে চলতে হয়, সামনে দেখতে হয়। আমজনতা কুয়াশা দেখলেও, মনের চোখে কুয়াশার আড়ালের দৃশ্যও লেখক-শিল্পীদের দেখতে হয়। কিন্তু এই দেশের বেশিরভাগ লেখক বা অন্যান্য শিল্পমাধ্যমের শিল্পীরা ভীষণরকম অদূরদর্শী! এদের চিন্তা-ভাবনা, জ্ঞান ও দূরদর্শীতা আমজনতার প্রায় সম-পর্যায়ের। এজন্যই এই দেশ সংকটের বৃত্তে ঘুরপাক খায়, দুঃখ ঘোচে না!
১০ ই ফেব্রুয়ারি, ২০২৫ রাত ১০:৩৫
মিশু মিলন বলেছেন: আমি ঠিক আছি। আমার সঙ্গে কিছু ঘটেনি।
শেখ হাসিনার দায় নিশ্চয় আছে। তার আমলেই জঙ্গিবাদ এতটা বিস্তার লাভ করেছে। তার গোয়েন্দা সংস্থার লোকজনই জঙ্গিবাদের সঙ্গে জড়িত, তাই সঠিক তথ্য সরকারকে দেয়নি। সরকারের নিজেরও অনেক গাফিলতি ছিল, মোল্লাদের সঙ্গে আপোস করেছিল।
ধন্যবাদ।
২| ১০ ই ফেব্রুয়ারি, ২০২৫ রাত ১১:৩১
নিমো বলেছেন: কিছু দিন আগেইতো ব্লগে জা-শির কুকুরগুলো ঘেউ ঘেউ করছিল দেশ কারও বাপের না। এখন নিজেরাই দেশের বাপ হতে চায়।
১১ ই ফেব্রুয়ারি, ২০২৫ সন্ধ্যা ৬:৫৫
মিশু মিলন বলেছেন: হতে চায় কেন! হয়ে তো গেছেই। সব জায়গায় জামায়াতিকরণ হচ্ছে।
৩| ১০ ই ফেব্রুয়ারি, ২০২৫ রাত ১১:৫৭
আহরণ বলেছেন: টোকাই, কিশোর গ্যাং এর মুল্লুক এখন বাংলাদেশ.................
১১ ই ফেব্রুয়ারি, ২০২৫ সন্ধ্যা ৬:৫৬
মিশু মিলন বলেছেন: একদম তাই।
৪| ১১ ই ফেব্রুয়ারি, ২০২৫ রাত ১:০৭
আমি ব্লগার হইছি! বলেছেন: এখনো তো অনেক কিছু বাকি আছে। আপনাদের যাকাত ফেতরা দান খ্য়রাতের টাকায় বেড়ে উঠা তৌহিদি জনতা যখন সবাই মিলে উপযুক্ত পরিবেশে হাতুড়ি ছেনি নিয়ে রডে মডে বাড়ি দিতে শুরু করবে তখন লেখক শিল্পীদের শিল্পকলার সাধ মিটে যাবে।
১১ ই ফেব্রুয়ারি, ২০২৫ সন্ধ্যা ৬:৫৮
মিশু মিলন বলেছেন: প্রগতিশীল ধারার লেখক-শিল্পীদের সাধ এরই মধ্যে মিটতে শুরু করেছে। আরও মিটবে।
৫| ১১ ই ফেব্রুয়ারি, ২০২৫ ভোর ৫:৪৯
কু-ক-রা বলেছেন: নাস্তিক মুর্তাদগনের সহিত উহারা কোন আপোষ করিবে না।
১১ ই ফেব্রুয়ারি, ২০২৫ সন্ধ্যা ৭:০০
মিশু মিলন বলেছেন: তাহলে দেশে শান্তিও আসবে না।
৬| ১১ ই ফেব্রুয়ারি, ২০২৫ সকাল ১০:২১
কামাল১৮ বলেছেন: ইতিহাসকে ব্যাখ্যা করার অক্ষমতার জন্য বা ভুল ভাবে ব্যাখ্যা করার জন্য এটা হয়।
১১ ই ফেব্রুয়ারি, ২০২৫ সন্ধ্যা ৭:০০
মিশু মিলন বলেছেন: হুম। ধন্যবাদ ভাই।
৭| ১১ ই ফেব্রুয়ারি, ২০২৫ সকাল ১০:৩২
রাজীব নুর বলেছেন: সত্য কথা বলতে দেশে এখন গজব অবস্থা।
১১ ই ফেব্রুয়ারি, ২০২৫ সন্ধ্যা ৭:০১
মিশু মিলন বলেছেন: একদম তাই। ধন্যবাদ।
৮| ১১ ই ফেব্রুয়ারি, ২০২৫ সকাল ১০:৪০
নরকীয়ো বলেছেন: শিবিরের কুকুরছানা হওয়া থেকে পাছা লাল ঢের ভালো।
১১ ই ফেব্রুয়ারি, ২০২৫ সন্ধ্যা ৭:০২
মিশু মিলন বলেছেন: জুলাই-আগস্টে শিবিরের কাঁধে এরা কাঁধ মিলিয়েছিল।
৯| ১১ ই ফেব্রুয়ারি, ২০২৫ দুপুর ২:০৬
সৈয়দ মশিউর রহমান বলেছেন: এই দেশে মব লিঞ্চিংও চলবেনা সেই সংগে আম্লিগও চলবেনা। কথা সোজাসাপ্টা
১১ ই ফেব্রুয়ারি, ২০২৫ সন্ধ্যা ৭:০৩
মিশু মিলন বলেছেন: মবের উৎসব চলছে তো।
১০| ১১ ই ফেব্রুয়ারি, ২০২৫ রাত ১০:২৩
নরকীয়ো বলেছেন: তা যদি মিলিয়ে থাকে, ক'জন লালের নাম অভ্যুত্থানের পরে শুনা গেছে? জুলাই অগাস্টে যেই লালের কাঁধ মিলাইছিলো ওরা তো লালরূপী দালালই। যারা মোটিভ জানতো তারা মেলায়নি। এরশাদের সময়ে আওয়ামী-বিএনপি-জামাত এক ছিল। রাজনীতিতে তো বাঘে মহিষে এক ঘাটে জল খায়।
১১ ই ফেব্রুয়ারি, ২০২৫ রাত ১০:৩০
মিশু মিলন বলেছেন: শেষদিকে অনেকেই লালবদরদের দলে ভিড়েছে। ধন্যবাদ।
১১| ১১ ই ফেব্রুয়ারি, ২০২৫ রাত ১০:৩১
কু-ক-রা বলেছেন: বেশিরভাগ লেখক-শিল্পী ধান্দাবাজ। উহাদের চরিত্র খারাপ।
১১ ই ফেব্রুয়ারি, ২০২৫ রাত ১০:৩৪
মিশু মিলন বলেছেন: আপনার সঙ্গে একমত। ধন্যবাদ।
১২| ১২ ই ফেব্রুয়ারি, ২০২৫ সকাল ১১:০৫
রাজীব নুর বলেছেন: পোষ্টে আবার এলাম। কে কি মন্তব্য করেছেন্স এটা জানতে।
১২ ই ফেব্রুয়ারি, ২০২৫ বিকাল ৫:৩১
মিশু মিলন বলেছেন: অনেক ধন্যবাদ।
©somewhere in net ltd.
১|
১০ ই ফেব্রুয়ারি, ২০২৫ রাত ১০:২৪
সৈয়দ কুতুব বলেছেন: আপনি সুস্থ আছেন ? আপনার সাথে অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটার জন্য সমবেদনা জানাচ্ছি।
শেখ হাসিনার পতনের দরকার ছিলো। এখন যাই হউক না কেন এসব কিছুর বীজ বপন করে গেছেন শেখ হাসিনা। উনার কোন বাস্তবিক জ্ঞান ছিলো যে সমাজ কোনদিকে যাচ্ছে।