![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি বর্তমানে ইস্টিশন এবং সামহোয়্যার ইন ব্লগে লিখি। আমার সকল লেখা আমি এই দুটি ব্লগেই সংরক্ষণ করে রাখতে চাই। এই দুটি ব্লগের বাইরে অনলাইন পোর্টাল, লিটল ম্যাগাজিন এবং অন্য দু-একটি ব্লগে কিছু লেখা প্রকাশিত হলেও পরবর্তীতে কিছু কিছু লেখা আমি আবার সম্পাদনা করেছি। ফলে ইস্টিশন এবং সামহোয়্যার ইন ব্লগের লেখাই আমার চূড়ান্ত সম্পাদিত লেখা। এই দুটি ব্লগের বাইরে অন্যসব লেখা আমি প্রত্যাহার করছি। মিশু মিলন ঢাকা। ৯ এপ্রিল, ২০১৯।
মুক্তিযুদ্ধের পর জন্মভিটে থেকে বিতাড়িত কিংবা
স্বামী পরিত্যক্ত বীরাঙ্গনাদের বুকের ভেতর
একটা পিতৃগৃহ ছিল
তাদের একজন পিতাও ছিলেন।
কেউ জিজ্ঞেস করলে তারা অনায়াসে পিতার নাম বলতে পারতেন-
শেখ মুজিবুর রহমান
ঠিকানা ব’লে দিতে পারতেন-
ধানমণ্ডি বত্রিশ।
ধানমণ্ডি বত্রিশ কেবল বীরাঙ্গনাদের পিতৃগৃহ নয়
বাংলাদেশেরও জন্মযাতনার সাক্ষী বত্রিশের বাড়ি।
ঘাতকের দল বীরাঙ্গনাদের পিতৃহীন করেছে অনেক আগেই
তাদের উত্তরসুরীরা আজ ধ্বংস করেছে ধানমন্ডি বত্রিশের বাড়ি।
পিতৃহীন বীরাঙ্গনারা, আজ পিতৃগৃহহীন হয়েছেন।
৫ ফেব্রুয়ারি ২০২৫
ইউটিউব লিংক:
পিতৃগৃহ- মিশু মিলন
২৫ শে ফেব্রুয়ারি, ২০২৫ সন্ধ্যা ৭:৩১
মিশু মিলন বলেছেন: মানুষ খুন করেও তো নতুন মানুষের জন্ম দেওয়া যায়, তাই বলে মানুষ খুন করতে হবে!
২| ২৫ শে ফেব্রুয়ারি, ২০২৫ সন্ধ্যা ৭:১৬
এইচ এন নার্গিস বলেছেন: সবচেয়ে সুন্দর অভিব্যাক্তির প্রকাশ ।
২৫ শে ফেব্রুয়ারি, ২০২৫ সন্ধ্যা ৭:৩১
মিশু মিলন বলেছেন: ধন্যবাদ।
৩| ২৫ শে ফেব্রুয়ারি, ২০২৫ সন্ধ্যা ৭:২৩
এ পথের পথিক বলেছেন: কি এইটা ?
কে গৃহহীন, কে পিতৃহীন ?
আম্লিক ছাড়া নতুন করে কেউ গৃহহীন বা পিতৃহীন নেই তাদের ধর্ম প্রচারক ভারতে পালিয়ে গেছে ।
গৃহ ভাঙলে গৃহ আসবে কিন্তু মাদার অফ অল ডেভিল খুনি হাসু ও তার সন্ত্রাসীরা যাদের হত্যা করেছে তারা কি ফিরে আসবে ?
২৫ শে ফেব্রুয়ারি, ২০২৫ সন্ধ্যা ৭:৪০
মিশু মিলন বলেছেন: কে গৃহহীন, কে পিতৃহীন ?
এটা বুঝতে হলে সুশিক্ষা লাগবে, ইতিহাস ও রাজনৈতিক জ্ঞান লাগবে, ধর্মান্ধতামুক্ত হতে হবে। এসবের কোনোটাই যার মধ্যে নেই, সে মেটিকিউলাস ডিজাইনের অংশ হয়ে চিরকাল ম্যা ম্যা করবে। কিন্তু বুঝবে না হাজার হাজার পুলিশ হত্যা এবং অবুঝ ছাত্রদের হত্যার পরিকল্পনাও মেটিকিউলাস ডিজাইনেরই অংশ। বুঝবে না যে ৭.৬২ অস্ত্র কোথা থেকে এলো। কেন তদন্ত না করে ধামাচাপা দেওয়া হলো।
৪| ২৫ শে ফেব্রুয়ারি, ২০২৫ সন্ধ্যা ৭:৩৯
মহাজাগতিক চিন্তা বলেছেন: মানুষ খুন করেও তো নতুন মানুষের জন্ম দেওয়া যায় বাড়ী নতুন করে নির্মাণ এবং নতুন মানুষের জন্ম এক কথা নয়। কাবা ঘরও বহু বার নির্মাণ করা হয়েছে। স্থাপনার ক্ষেত্রে নতুনভাবে নির্মাণ ভাল বিষয়। এতে স্থাপনা আপগ্রেড হয়। আর নতুন ভাবে নির্মাণ না করলে স্থাপনা এক সময় এমনিতেও শেষ হয়ে যায়। ৫২ ও ৭১ চেতনা দিয়ে আওয়ামী লীগ লাভবান হয়েছে। ৩২ চেতনা দিয়েও তারা লাভবান হতে চাইবে। তবে তাতে তারা কতটুকু লাভবান হবে সেটা ভবিষ্যতে দেখা যাবে।
২৫ শে ফেব্রুয়ারি, ২০২৫ সন্ধ্যা ৭:৪৩
মিশু মিলন বলেছেন: কোনোকিছু আপনা-আপনি নষ্ট হওয়া আর ধ্বংস করা এক নয়। ইতিহাস, ঐতিহ্য, ঐতিহাসিক স্থাপনা এগুলো সংরক্ষণ করতে হয়। সভ্য জাতি তাই করে। জামায়াতীরাও পাকিস্তানী ও ধর্মীয় মৌলবাদী চেতনা দিয়ে লাভবান হয়েছে, এখনো হচ্ছে। পাকিস্তানী ও ধর্মীয় চেতনার চেয়ে হাজারগুণে উত্তম বায়ান্ন ও একাত্তরের চেতনা।
৫| ২৫ শে ফেব্রুয়ারি, ২০২৫ সন্ধ্যা ৭:৪২
মহাজাগতিক চিন্তা বলেছেন: গৃহ ভাঙলে গৃহ আসবে কিন্তু মাদার অফ অল ডেভিল খুনি হাসু ও তার সন্ত্রাসীরা যাদের হত্যা করেছে তারা কি ফিরে আসবে ? এটা একটা ভাবার বিষয়। গৃহ ভাঙ্গার চেয়ে মানুষ হত্যা বেশী জঘণ্যতম।
২৫ শে ফেব্রুয়ারি, ২০২৫ সন্ধ্যা ৭:৪৪
মিশু মিলন বলেছেন: এটা বুঝতে হলে সুশিক্ষা লাগবে, ইতিহাস ও রাজনৈতিক জ্ঞান লাগবে, ধর্মান্ধতামুক্ত হতে হবে। এসবের কোনোটাই যার মধ্যে নেই, সে মেটিকিউলাস ডিজাইনের অংশ হয়ে চিরকাল ম্যা ম্যা করবে। কিন্তু বুঝবে না হাজার হাজার পুলিশ হত্যা এবং অবুঝ ছাত্রদের হত্যার পরিকল্পনাও মেটিকিউলাস ডিজাইনেরই অংশ। বুঝবে না যে ৭.৬২ অস্ত্র কোথা থেকে এলো। কেন তদন্ত না করে ধামাচাপা দেওয়া হলো।
৬| ২৫ শে ফেব্রুয়ারি, ২০২৫ রাত ৮:০২
নতুন বলেছেন: হাজার হাজার পুলিশ হত্যা
জাতীসঙ্ঘের রিপোট পরার পরেও যারা হাজার হাজার পুলিশ হত্যায় আটকে থাকে তখন কিছুই বলার নাই।
২৫ শে ফেব্রুয়ারি, ২০২৫ রাত ৮:০৮
মিশু মিলন বলেছেন: জাতিসংঘ যা বলে তা সঠিক? তাহলে মেনে নিচ্ছেন গাজার বিষয়ে জাতিসংঘের ভূমিকা সঠিক?
৭| ২৫ শে ফেব্রুয়ারি, ২০২৫ রাত ৮:১৮
নতুন বলেছেন: লেখক বলেছেন: জাতিসংঘ যা বলে তা সঠিক? তাহলে মেনে নিচ্ছেন গাজার বিষয়ে জাতিসংঘের ভূমিকা সঠিক?
জাতিসংঘ কি বলেছে ইসরাইল হত্যা করেছে না?
যদি অন্ধভক্ত হয়ে থাকেন তবে ভিন্ন কথা। তবে আপনার আপা আয়ামী নবী। ছাদ্দাম, আরাফাত, শামিম ওসমান এরা ওলী আউলিা।
আর আপনারা অন্ধভক্তের মতন অস্বিকার করলেইতো আর হবেনা। বিশ্বের মানুষ আর শেখ হাসিনা রা: পক্ষে কথা বলবেনা।
০৩ রা মার্চ, ২০২৫ রাত ১১:৫৯
মিশু মিলন বলেছেন: প্রায় পঞ্চাশ হাজার মানুষ নিহত হয়েছে গাজায়। সেই পরিসংখ্যান উল্লেখ করে জাতিসংঘ নিন্দা জানিয়েছে? জানায়নি। মানুষের সমস্যা হলো তারা একই প্রতিষ্ঠানের তথ্য, যেটা তার আদর্শের পক্ষে যায়, সেটা গ্রহণ করে। আর যেটা বিপক্ষে যায় সেটা বর্জন করে।
অবশ্যই আমি স্বীকার করি পুলিশের হাতে কিছু শিক্ষার্থী নিহত হয়েছে, আত্মরক্ষার্থে পুলিশ গুলি চলিয়েছে। মাত্র ছয় মাস ইউনুস ক্ষমতায় এসেছে, সরকার পতনের আন্দোলন নয়, তবু তার পুলিশের হাতেও মানুষ মরেছে।
৮| ২৫ শে ফেব্রুয়ারি, ২০২৫ রাত ৮:৩১
নতুন বলেছেন: জাতিসঙ্ঘ গাজায় ২০২৪ সালে ৬.৬্ বিলিওন ডলারের সাহাজ্যের কাজ হাতে নিয়েছে।
মুসলিম বিশ্ব কতটাকা সাহাজ্য করেছে?
তাদের পরিকল্পনা আছে :- The United Nations (UN) has long been engaged in addressing the Israeli-Palestinian conflict, advocating for peaceful resolutions and adherence to international law. The UN's stance encompasses several key areas:
1. Two-State Solution Advocacy: The UN consistently supports a two-state solution, envisioning Israel and Palestine as two sovereign nations coexisting peacefully. This position is reflected in various resolutions and statements urging both parties to negotiate towards this goal.
2. Condemnation of Settlement Activities: The UN opposes Israeli settlement expansion in territories occupied since 1967, including East Jerusalem. For instance, United Nations Security Council Resolution 2334, adopted in 2016, states that these settlements constitute a "flagrant violation" of international law and lack legal validity. The resolution demands a halt to such activities.
WIKIPEDIA
3. Recognition of Palestinian Status: In 2012, the UN General Assembly passed Resolution 67/19, upgrading Palestine's status to a non-member observer state. This move implicitly recognized Palestinian sovereignty and equated its status within the UN system to that of the Holy See.
WIKIPEDIA
4. Humanitarian Concerns and Ceasefire Calls: The UN frequently expresses concern over violence affecting civilians in the region. For example, in October 2023, the General Assembly adopted Resolution ES-10/21, calling for an "immediate and sustained" humanitarian truce and cessation of hostilities between Israel and Hamas. The resolution condemned all acts of violence targeting civilians and urged compliance with international law.
ইসরাইল তাদের পাত্তা দেয় না, আমেরিকা পাত্তা দেয় না। সেটা ভিন্ন কথা।
কিন্তু এরা গাজা খাইয়া ঐ রিপোট দেয় নাই। এটা হযরত শেখ হাসিনা রা: এর সাহাবাদের বোঝা উচিত।
০৪ ঠা মার্চ, ২০২৫ রাত ১২:০৩
মিশু মিলন বলেছেন: উত্তর উপরের মন্তব্যে দেওয়া হয়েছে। সত্য প্রকাশ হতে শুরু করেছে। মিলিয়ন মিলিয়ন ডলারের সব সত্য একদিন সামনে আসবে, ইউনুস ক্ষমতার বাইরে গেলে।
গাজা না খাইলেও টাকা খায়!
৯| ২৫ শে ফেব্রুয়ারি, ২০২৫ রাত ৮:৪৬
মহাজাগতিক চিন্তা বলেছেন: পাকিস্তানী ও ধর্মীয় চেতনার চেয়ে হাজারগুণে উত্তম বায়ান্ন ও একাত্তরের চেতনা কিন্তু ভাত না দিলে জনতা অচেতন হয়। তখন কোন চেতনায় কাজ হয় না। গণতন্ত্র না পেলেও গণরোষ তৈরী হয়। চব্বিশে সেটা দেখা গেছে।
০৪ ঠা মার্চ, ২০২৫ রাত ১২:০৪
মিশু মিলন বলেছেন: এখন জঙ্গিতন্ত্র চলছে। এতেও মানুষের পেট ভরছে না। মানুষ খুন-ধর্ষণের আতঙ্কে আছে।
১০| ২৫ শে ফেব্রুয়ারি, ২০২৫ রাত ৮:৪৯
মহাজাগতিক চিন্তা বলেছেন: কিন্তু বুঝবে না হাজার হাজার পুলিশ হত্যা এবং অবুঝ ছাত্রদের হত্যার পরিকল্পনাও মেটিকিউলাস ডিজাইনেরই অংশ। বুঝবে না যে ৭.৬২ অস্ত্র কোথা থেকে এলো। কেন তদন্ত না করে ধামাচাপা দেওয়া হলো। আপনি কি গণরোষ ধামাচাপা দিতে চাচ্ছেন? তারাতো গণরোষকে কাজে লাগিয়েছে। তাদেরকে সে সুযুগ আওয়ামী লীগ করে দিয়েছে।
০৪ ঠা মার্চ, ২০২৫ রাত ১২:০৭
মিশু মিলন বলেছেন: গণরোষ মোটেও চাপা দিতে চাইছি না, মানুষের ক্ষোভ অবশ্যই ছিল।। তবে সাধারণ মানুষ ও শিক্ষার্থীরা না বুঝে জঙ্গিদের ফাঁদে পা দিয়েছে। এখন অনেকেই স্বীকার করছে।
১১| ২৫ শে ফেব্রুয়ারি, ২০২৫ রাত ৯:১২
এ পথের পথিক বলেছেন: ভাই লিখেছিলেনঃ "এটা বুঝতে হলে সুশিক্ষা লাগবে, ইতিহাস ও রাজনৈতিক জ্ঞান লাগবে, ধর্মান্ধতামুক্ত হতে হবে। এসবের কোনোটাই যার মধ্যে নেই, সে মেটিকিউলাস ডিজাইনের অংশ হয়ে চিরকাল ম্যা ম্যা করবে। কিন্তু বুঝবে না হাজার হাজার পুলিশ হত্যা এবং অবুঝ ছাত্রদের হত্যার পরিকল্পনাও মেটিকিউলাস ডিজাইনেরই অংশ। বুঝবে না যে ৭.৬২ অস্ত্র কোথা থেকে এলো। কেন তদন্ত না করে ধামাচাপা দেওয়া হলো।"
সেই কুশিক্ষার প্রয়োজন আমাদের নেই, যে কুশিক্ষা মানুষকে হত্যা করতে উদ্বুদ্ধ করে, ইট বালুর চেয়ে জীবনের মুল্য অনেক বেশী হয় । আপনি কি গুনেছিলেন কত জন পুলিশ হত্যা করা হয়েছিল ? দেখুন এসব পুলিশ হাসিনার সাথে ভাড়তে আরামসে মাস্তিতে ব্যস্ত আছে । তারমানে অস্ত্র কোথা থেকে এল জানেন, অর্থাৎ আপনারে পুলিশ প্যাদানি দিলে সব তথ্য বেরিয়ে আসবে অস্ত্র কোথা থেকে এসেছে ।
আর তদন্ত আপনি করেন, কেউ ধামাচাপা দেয়নি ।
ম্যা ম্যা কারা করছে আমরা দেখছি এখন বঙ্গবল্টু, আম্মো খুনি হাসু আম্মো আম্মো করে পালায় না বলেও বেহায়া বেশরমরা যারা পালিয়েছে ।
ভালই জোক্সস লিখতে পারেন আপনি । কোন দৈনিক পত্রিকায় লেখা জমা দিতে পারেন, জনগনের বহুত উপকার হবে ।
০৪ ঠা মার্চ, ২০২৫ রাত ১২:১০
মিশু মিলন বলেছেন: বোধঅন্ধ লোকেরা কখনোই সত্য স্বীকার করে না। এই প্রশ্ন তাদের মনে জাগবে না যে স্বরাষ্ট্র উপদেষ্টা ব্রিগেডিয়ার সাখাওয়াতকে কেন সরিয়ে দেওয়া হলো।
১২| ২৫ শে ফেব্রুয়ারি, ২০২৫ রাত ৯:২৯
রূপক বিধৌত সাধু বলেছেন: এই সময়ে বঙ্গবন্ধু বা তার বিষয়ে কবিতা লেখা সাহসী কাজ। আপনাকে সাধুবাদ জানাই। পাশাপাশি অনুরোধ জানাই মন্তব্য বা প্রত্যুত্তর বঙ্গবন্ধু কেন্দ্রিক রাখুন, না হলে বিতর্ক তৈরি হবে। বঙ্গবন্ধুকে নিয়ে বিতর্ক কাম্য নয়। কেউ না মানতে চাইলে এড়িয়ে চলুন।
০৪ ঠা মার্চ, ২০২৫ রাত ১২:১১
মিশু মিলন বলেছেন: অনেক অনেক ধন্যবাদ আপনাকে পরামর্শের জন্য। ভালো থাকবেন।
১৩| ২৬ শে ফেব্রুয়ারি, ২০২৫ রাত ১২:৩২
মেঘনা বলেছেন: ৭.৬২ একটা জরুরি প্রশ্ন। এই প্রশ্ন করার কারণে ইউনুস স্বরাষ্ট্র উপদেষ্টা সাখাওয়াত হোসেন এর দপ্তর পরিবর্তন করলেন। কিন্তু কেন? এই প্রশ্ন করার জন্য ভারতের দালাল হতে হবে না, প্রশ্নটা করতে থাকেন দেশের মঙ্গলের জন্য। ঈশ্বর বাংলাদেশের মঙ্গল করুক।
০৪ ঠা মার্চ, ২০২৫ রাত ১২:১২
মিশু মিলন বলেছেন: অনেক ধন্যবাদ আপনাকে। ভালো থাকবেন।
১৪| ২৬ শে ফেব্রুয়ারি, ২০২৫ সকাল ১০:৩৩
সৈয়দ মশিউর রহমান বলেছেন: ততকালীন পতিতা সরকার প্রধান ফ্যাসিস্ট হাসিনার কারণে আজকে আপনার আব্বার এই অবস্থা তয় আব্বা সূত্রে পাওয়া আপনার দিদি হাসিনা কেন ভারতে?
আপনি অত্যন্ত সুশিক্ষায় শিক্ষিত, ইতিহাস ও রাজনৈতিক জ্ঞানের মহা সমুদ্র, ধর্মান্ধতামুক্ত তবে গোরক্ষক বাহিনীর সদস্য, চিন্ময়ের শীর্ষ কোথায় পেলেন হাজার হাজার পুলিশ হত্যা এবং অবুঝ ছাত্রদের হত্যার পরিকল্পনাও মেটিকিউলাস ডিজাইনেরই অংশ। নাকি আপনিই মেটিকিউলাস ডিজাইনের অংশ হয়ে অবিরত ম্যা ম্যা যাচ্ছেন।
১৫| ২৬ শে ফেব্রুয়ারি, ২০২৫ সকাল ১০:৫২
রাজীব নুর বলেছেন: খুব সুন্দর।
০৪ ঠা মার্চ, ২০২৫ রাত ১২:১৭
মিশু মিলন বলেছেন: অনেক ধন্যবাদ আপনাকে। ভালো থাকবেন।
১৬| ২৬ শে ফেব্রুয়ারি, ২০২৫ সন্ধ্যা ৭:১৭
অক্পটে বলেছেন: ধন্যবাদ মহাজাগতিক চিন্তা। "৫২ ও ৭১ চেতনা দিয়ে আওয়ামী লীগ লাভবান হয়েছে। ৩২ চেতনা দিয়েও তারা লাভবান হতে চাইবে।"
৫২ ও ৭১ দিয়ে লীগ ব্যবসা করেছে সেই লাভে তারা সুইস ব্যাংকও ভরে ফেলেছে। এই চেতনার ব্যবসায় তারা এতই মেতে ছিল যে সর্বজন স্বীকৃত মুজিবকে তারা বিতর্কিত করেছে ঘৃণার বস্তুতে পরিণত করেছে। তারই বহিপ্রকাশ ঘটেছে মানুষের মাঝে। মনে রাখা উচিত এত বেশি উড়তে নেই। বেশি উড়লে পতন কেউ আটকাতে পারেনা। একটু প্রলিম্বিত করা যায় মাত্র যেমন শেখ হাসিনার পতন।
১৭| ২৬ শে ফেব্রুয়ারি, ২০২৫ সন্ধ্যা ৭:৩৮
অক্পটে বলেছেন: এই জাতের লেখকদের মস্তিস্ক বিকৃতি কখনো ভালো হবেনা। লেখাটা পাগলের প্রলাপ বলে মনে হচ্ছে। অতিশয় শিক্ষিত লোকটি আবার "মেটিকিউলাস ডিজাইনের অংশ বোঝাচ্ছে" এরা নিজেদের অপকর্মকে বোঝেনা এবং এর জন্য ক্ষমাও চায়না।
১৮| ২৮ শে ফেব্রুয়ারি, ২০২৫ দুপুর ১২:৩২
ক্লোন রাফা বলেছেন: আমি চাই ৩২ নম্বর ঠিক এভাবেই থাকুক। ভবিষ্যত প্রজন্মকে জানুক রাজাকার যুদ্ধাপরাধের ক্ষমাকারীর ভুলের মাশুল কতটা নির্মম।
পৈশাচিকতার নিদর্শন হিসেবে বাংলাদেশের শেষদিন পর্যন্ত এমন করেই সংরক্ষণ করা হোক। ২০২৪শে একটা প্রজন্ম ছিলো আলবদরের অনুরূপ লাল বদর । তাদের অবদান এই ৩২ নম্বর বীরাঙ্গনাদের ঠিকানা ।
০৪ ঠা মার্চ, ২০২৫ রাত ১২:১৫
মিশু মিলন বলেছেন: অনেক ধন্যবাদ আপনাকে। ভালো থাকবেন।
১৯| ২৮ শে ফেব্রুয়ারি, ২০২৫ দুপুর ১২:৩৩
ক্লোন রাফা বলেছেন: Click This Link মনোযোগ দিয়ে শুনুন।
©somewhere in net ltd.
১|
২৫ শে ফেব্রুয়ারি, ২০২৫ সন্ধ্যা ৭:১৪
মহাজাগতিক চিন্তা বলেছেন: পিতৃগৃহ আবার নির্মাণ করা যাবে।