নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মিশু মিলন

মিশু মিলন

আমি বর্তমানে ইস্টিশন এবং সামহোয়্যার ইন ব্লগে লিখি। আমার সকল লেখা আমি এই দুটি ব্লগেই সংরক্ষণ করে রাখতে চাই। এই দুটি ব্লগের বাইরে অনলাইন পোর্টাল, লিটল ম্যাগাজিন এবং অন্য দু-একটি ব্লগে কিছু লেখা প্রকাশিত হলেও পরবর্তীতে কিছু কিছু লেখা আমি আবার সম্পাদনা করেছি। ফলে ইস্টিশন এবং সামহোয়্যার ইন ব্লগের লেখাই আমার চূড়ান্ত সম্পাদিত লেখা। এই দুটি ব্লগের বাইরে অন্যসব লেখা আমি প্রত্যাহার করছি। মিশু মিলন ঢাকা। ৯ এপ্রিল, ২০১৯।

মিশু মিলন › বিস্তারিত পোস্টঃ

সাইকেলে পথে পথে: তুরাগপাড়ে বৈকালিক ভ্রমণ (ভ্রমণ ভিডিও)

২৮ শে জুলাই, ২০২৫ সন্ধ্যা ৬:৪৫



বর্ষায় তুরাগ নদীর বুক ছাপিয়ে জলে ডুবে গেছে মাঠ। নৌকা ভাড়া নিয়ে ভ্রমণ করা যায়। মিরপুর দিয়াবাড়ি থেকে ওয়াকওয়ে দিয়ে হেঁটে চলে যাওয়া যায় বোটানিক্যাল গার্ডেন বা ইস্টার্ন হাউজিং। নৌকায় যাওয়া যায় গোলাপগ্রাম সাদুল্লাপুর-শ্যামপুরে। বর্ষার সুন্দর একটি দিন কিংবা বিকেল কাটিয়ে আসতে পারেন।

ইউটিউব লিংক:
দৃষ্টিনন্দন তুরাগ নদীর পাড়

মন্তব্য ৯ টি রেটিং +২/-০

মন্তব্য (৯) মন্তব্য লিখুন

১| ২৮ শে জুলাই, ২০২৫ রাত ১০:৩৩

অপু তানভীর বলেছেন: ভিডিওটা সম্পূর্ণ দেখলাম।
গত শুক্রবার আমি সাইকেল নিয়ে গিয়েছিলাম উত্তরা, মোহাম্মাদপুর থেকে। এখন প্রায় শুক্রবারই যাওয়া হচ্ছে ঐদিকে। আমার বিশেষ পছন্দের রাস্তাটা হচ্ছে পল্লবি থেকে মেট্রোর নিচ দিয়ে উত্তরা পর্যন্ত। এছাড়া গত কাল গিয়েছিলাম বসিলা ব্রিজ পার হয়ে।

আপনার দেখানো যায়গাটা বেশ পছন্দ হল। দেখা যাক কবে ঐদিকে যাওয়া যায়।

৩১ শে জুলাই, ২০২৫ দুপুর ১২:৫০

মিশু মিলন বলেছেন: আমার বিশেষ পছন্দের রাস্তাটা হচ্ছে পল্লবি থেকে মেট্রোর নিচ দিয়ে উত্তরা পর্যন্ত।
এই রাস্তাটা আমারও খুব ভালো লাগে। আপনি কি একাই যান? আমরা একসাথেও ছোট ছোট ট্যুর দিতে পারি।

২| ২৯ শে জুলাই, ২০২৫ বিকাল ৫:০৩

সৈয়দ মশিউর রহমান বলেছেন: মোটর বাইক চালাতে দেয় কি?

৩১ শে জুলাই, ২০২৫ দুপুর ১২:৫৩

মিশু মিলন বলেছেন: একটি ডেভলপার কোম্পানি আশপাশের অনেক জায়গা কিনে নিয়েছে। ওরা গেটে বাশ দিয়ে তালা লাগিয়েছে। বাইক নিয়ে একেবারে ভেতরে ঢোকা যায় না। সাইকেল নিয়ে ঢোকা যায়।

৩| ৩০ শে জুলাই, ২০২৫ সকাল ১১:৪২

রাজীব নুর বলেছেন: কয়েকদিন আগে আমি আমার কন্যাকে নিয়ে গিয়েছি। নৌকায় উঠে কন্যা ভীষন খুশি।

৩১ শে জুলাই, ২০২৫ দুপুর ১২:৫৪

মিশু মিলন বলেছেন: বৃষ্টির দিনে জায়গাটা অন্যরকম সুন্দর। কন্যাকে আদর।

৪| ০৮ ই আগস্ট, ২০২৫ রাত ১০:২০

অপু তানভীর বলেছেন: হ্যা আমি একাই সাধারণত বের হই। একবার আমাদের ব্লগের প্রাক্তণ মডারেটরের জাদীদ ভাইয়ের সাথে বের হয়েছিলাম আরেকবার প্রোগ্রাম করেও বৃষ্টির কারণে করা হয় নি। এছাড়া সব সময় একাই বের হই। আমার গ্রুপের সাথে বের না হওয়ার প্রধান কারণ হচ্ছে আমার মোটেই হেলমেট পরতে ভাল লাগে না। মাথা ভারভার লাগে আর গ্রুপগুলোর প্রধান রিকোয়ারমেন্টই থাকে হেলমেট।

আজকে নৌকা ভ্রমনে বের হয়েছিলাম। তখনই আপনার এই রাস্তাটা আমার চোখে পড়ল। একদিন এখানে ঠিক ঠিক চলে আসবো। হ্যা আমি একাই সাধারণত বের হই। একবার আমাদের ব্লগের প্রাক্তণ মডারেটরের জাদীদ ভাইয়ের সাথে বের হয়েছিলাম আরেকবার প্রোগ্রাম করেও বৃষ্টির কারণে করা হয় নি। এছাড়া সব সময় একাই বের হই। আমার গ্রুপের সাথে বের না হওয়ার প্রধান কারণ হচ্ছে আমার মোটেই হেলমেট পরতে ভাল লাগে না। মাথা ভারভার লাগে আর গ্রুপগুলোর প্রধান রিকোয়ারমেন্টই থাকে হেলমেট।

আজকে নৌকা ভ্রমনে বের হয়েছিলাম। তখনই আপনার এই রাস্তাটা আমার চোখে পড়ল। একদিন এখানে ঠিক ঠিক চলে আসবো।

আমি থাকি মোহাম্মাদপুর। আপনার বাসা কোন দিনে এটা জানলে সুবিধা হত। আমার সাধারণত শুক্রবার সময় থাকে। একদিন বের হলেই হয়ে যাবে।

০৮ ই আগস্ট, ২০২৫ রাত ১০:৪২

মিশু মিলন বলেছেন: আমার ই-মেইল- [email protected]। নক দিন, বিস্তারিত কথা বলা যাবে। ধন্যবাদ।

৫| ০৮ ই আগস্ট, ২০২৫ রাত ১০:৩৫

জনারণ্যে একজন বলেছেন: @ মিশু, পোস্ট বহির্ভূত মন্তব্য, দুঃখিত এজন্য।

@ অপু, জাদিদ কি তবে প্রাক্তন হয়ে গিয়েছে!

ইন্টারেষ্টিং।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.