নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মিশু মিলন

মিশু মিলন

আমি বর্তমানে ইস্টিশন এবং সামহোয়্যার ইন ব্লগে লিখি। আমার সকল লেখা আমি এই দুটি ব্লগেই সংরক্ষণ করে রাখতে চাই। এই দুটি ব্লগের বাইরে অনলাইন পোর্টাল, লিটল ম্যাগাজিন এবং অন্য দু-একটি ব্লগে কিছু লেখা প্রকাশিত হলেও পরবর্তীতে কিছু কিছু লেখা আমি আবার সম্পাদনা করেছি। ফলে ইস্টিশন এবং সামহোয়্যার ইন ব্লগের লেখাই আমার চূড়ান্ত সম্পাদিত লেখা। এই দুটি ব্লগের বাইরে অন্যসব লেখা আমি প্রত্যাহার করছি। মিশু মিলন ঢাকা। ৯ এপ্রিল, ২০১৯।

মিশু মিলন › বিস্তারিত পোস্টঃ

শাহ্ আলী মাজারের ওরস ২০২৫ (ইউটিউব লিংক)

২৪ শে আগস্ট, ২০২৫ সন্ধ্যা ৬:০১



মাজারে মাদ্রাসার মতো শিশু ধর্ষণ-বালাৎকার হয় না। মাজারপন্থীরা তাদের মতো করে তাদের সৃষ্টিকর্তাকে ডাকেন, সংগীত-নৃত্যের মাধ্যমে তারা তাদের সৃষ্টিকর্তাকে ডাকলে অন্যদের অসুবিধা হবে কেন! তারা যদি শিরক করে থাকে, বেশরিয়তী কাজ করে থাকে, সেটা তদের আর তাদের সৃষ্টিকর্তার ব্যাপার, অন্যদের নাক গলানোর প্রয়োজন নেই। তারা গাজা খায়? নেশা করে? তারা তাদের গণ্ডির মধ্যে যা ইচ্ছে করুক, অন্যরা সেখানে না গেলেই পারে। আর রাস্তাঘাটে হাঁটতে গেলেই যে প্রতি একশো মিটারে একবার গাজার গন্ধ নাকে আসে, তাতে কারো অসুবিধা হয় না?
ধরা যাক, সৃষ্টিকর্তা আছে, তিনি কি এতই বেরসিক যে সংগীত-নৃত্যের সুধা পান করবেন না? ধর্ম-প্রবর্তকেরা নিজের ভালোলাগা-মন্দলাগা চাপিয়ে দিয়েছে সৃষ্টিকর্তার নামে। নইলে সৃষ্টিকর্তা থাকলে ভক্তের এমন নির্মল নিবেদনে তিনিও কি নেচে উঠবেন না! এই নির্মল আনন্দযজ্ঞ পণ্ড করার অধিকার কারো নেই। আমি যদি সৃষ্টিকর্তা হতাম, আর আমার যদি এমন ভক্তকুল থাকত, আমি স্বর্গের সিংহাসনে বসে না থেকে, প্রতিসন্ধ্যা এদের সঙ্গেই উপভোগ করতাম!

লিংক:
শাহ্ আলী মাজারের ওরস ২০২৫

মন্তব্য ৩ টি রেটিং +০/-০

মন্তব্য (৩) মন্তব্য লিখুন

১| ২৪ শে আগস্ট, ২০২৫ সন্ধ্যা ৬:৫৫

বিজন রয় বলেছেন: মাজার দিয়ে জীবনের কি উপকার হয়?

২| ২৪ শে আগস্ট, ২০২৫ সন্ধ্যা ৭:১৯

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: মুসলমানরা এত এত দল উপদলে বিভক্ত যে এখানে এমন কোন দল নাই যারা অন্য কোন না কোন দলের চোখে কাফের নয়।
আমার কথা হল যার কবরে সে যাবে,যার হিসাব সে দিবে এ নিয়ে অন্যদের মাথা ঘামানোরই দরকার নাই।

৩| ২৪ শে আগস্ট, ২০২৫ রাত ৮:৫৩

ইফতেখার ভূইয়া বলেছেন: মিরপুরে আমার জীবনের বেশ অনেকগুলো বছর কেটেছে। মাজারে কি হয় আর কি না হয়, তা আমি কম-বেশী ভালোই জানি। মাজারপন্থীদের মতাদর্শের সাথে আমি একমত নই, তাই ওখানে আমার যাতায়াত নেই। সৃষ্টিকর্তা রসিক না বেরসিক সেটা নিয়েও আপাতত আমার মাথাব্যাথা নেই। বাকি থাকলো তারা গাঁজা না হেরোইন নিচ্ছেন তা নিয়ে, আমি ওসবে অনুৎসাহিত করবো অবশ্যই কারণ সৃষ্টিকর্তা নেশা করতে বলেন নি। তবে সেটা শোনা বা না শোনা তাদের ব্যাপার, যতক্ষন না পর্যন্ত তাদের কর্মকান্ড সাধারণ মানুষের সমস্যার কারণ হচ্ছে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.