![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি বর্তমানে ইস্টিশন এবং সামহোয়্যার ইন ব্লগে লিখি। আমার সকল লেখা আমি এই দুটি ব্লগেই সংরক্ষণ করে রাখতে চাই। এই দুটি ব্লগের বাইরে অনলাইন পোর্টাল, লিটল ম্যাগাজিন এবং অন্য দু-একটি ব্লগে কিছু লেখা প্রকাশিত হলেও পরবর্তীতে কিছু কিছু লেখা আমি আবার সম্পাদনা করেছি। ফলে ইস্টিশন এবং সামহোয়্যার ইন ব্লগের লেখাই আমার চূড়ান্ত সম্পাদিত লেখা। এই দুটি ব্লগের বাইরে অন্যসব লেখা আমি প্রত্যাহার করছি। মিশু মিলন ঢাকা। ৯ এপ্রিল, ২০১৯।
মাজারে মাদ্রাসার মতো শিশু ধর্ষণ-বালাৎকার হয় না। মাজারপন্থীরা তাদের মতো করে তাদের সৃষ্টিকর্তাকে ডাকেন, সংগীত-নৃত্যের মাধ্যমে তারা তাদের সৃষ্টিকর্তাকে ডাকলে অন্যদের অসুবিধা হবে কেন! তারা যদি শিরক করে থাকে, বেশরিয়তী কাজ করে থাকে, সেটা তদের আর তাদের সৃষ্টিকর্তার ব্যাপার, অন্যদের নাক গলানোর প্রয়োজন নেই। তারা গাজা খায়? নেশা করে? তারা তাদের গণ্ডির মধ্যে যা ইচ্ছে করুক, অন্যরা সেখানে না গেলেই পারে। আর রাস্তাঘাটে হাঁটতে গেলেই যে প্রতি একশো মিটারে একবার গাজার গন্ধ নাকে আসে, তাতে কারো অসুবিধা হয় না?
ধরা যাক, সৃষ্টিকর্তা আছে, তিনি কি এতই বেরসিক যে সংগীত-নৃত্যের সুধা পান করবেন না? ধর্ম-প্রবর্তকেরা নিজের ভালোলাগা-মন্দলাগা চাপিয়ে দিয়েছে সৃষ্টিকর্তার নামে। নইলে সৃষ্টিকর্তা থাকলে ভক্তের এমন নির্মল নিবেদনে তিনিও কি নেচে উঠবেন না! এই নির্মল আনন্দযজ্ঞ পণ্ড করার অধিকার কারো নেই। আমি যদি সৃষ্টিকর্তা হতাম, আর আমার যদি এমন ভক্তকুল থাকত, আমি স্বর্গের সিংহাসনে বসে না থেকে, প্রতিসন্ধ্যা এদের সঙ্গেই উপভোগ করতাম!
লিংক:
শাহ্ আলী মাজারের ওরস ২০২৫
২৪ শে আগস্ট, ২০২৫ রাত ১০:১৫
মিশু মিলন বলেছেন: পৃথিবীর কোনো ধর্মই আমার বা আপনার কোনো উপকারে আসবে না, কিন্তু কিছু মানুষ যদি মাজার বা অন্য কোনো উপাসনালয়ে গিয়ে মনের শান্তি খুঁজে পায়, আমরা তাদের বাধা দিতে পারি না। আমরা যারা শিল্প-সংস্কৃতি করি, আমাদের সৃষ্টিও প্রত্যক্ষভাবে মানুষের উপকারে লাগে না। কিন্তু কিছু মানুষ শিল্পরস আস্বাদন করে মনের শান্তি খুঁজে পায়। লাভ বা প্রয়োজনের ঊর্ধ্বে উঠে আমরা অনেক কিছুই করি।
২| ২৪ শে আগস্ট, ২০২৫ সন্ধ্যা ৭:১৯
গিয়াস উদ্দিন লিটন বলেছেন: মুসলমানরা এত এত দল উপদলে বিভক্ত যে এখানে এমন কোন দল নাই যারা অন্য কোন না কোন দলের চোখে কাফের নয়।
আমার কথা হল যার কবরে সে যাবে,যার হিসাব সে দিবে এ নিয়ে অন্যদের মাথা ঘামানোরই দরকার নাই।
২৪ শে আগস্ট, ২০২৫ রাত ১০:১৫
মিশু মিলন বলেছেন: ধন্যবাদ।
৩| ২৪ শে আগস্ট, ২০২৫ রাত ৮:৫৩
ইফতেখার ভূইয়া বলেছেন: মিরপুরে আমার জীবনের বেশ অনেকগুলো বছর কেটেছে। মাজারে কি হয় আর কি না হয়, তা আমি কম-বেশী ভালোই জানি। মাজারপন্থীদের মতাদর্শের সাথে আমি একমত নই, তাই ওখানে আমার যাতায়াত নেই। সৃষ্টিকর্তা রসিক না বেরসিক সেটা নিয়েও আপাতত আমার মাথাব্যাথা নেই। বাকি থাকলো তারা গাঁজা না হেরোইন নিচ্ছেন তা নিয়ে, আমি ওসবে অনুৎসাহিত করবো অবশ্যই কারণ সৃষ্টিকর্তা নেশা করতে বলেন নি। তবে সেটা শোনা বা না শোনা তাদের ব্যাপার, যতক্ষন না পর্যন্ত তাদের কর্মকান্ড সাধারণ মানুষের সমস্যার কারণ হচ্ছে।
২৪ শে আগস্ট, ২০২৫ রাত ১০:১৭
মিশু মিলন বলেছেন: ধন্যবাদ।
৪| ২৪ শে আগস্ট, ২০২৫ রাত ১০:৩০
কামাল১৮ বলেছেন: মাজার ভাঙ্গে সালাফি ও ওহাবিরা।
২৪ শে আগস্ট, ২০২৫ রাত ১০:৩৭
মিশু মিলন বলেছেন: হ্যাঁ ভাই। ধন্যবাদ।
৫| ২৫ শে আগস্ট, ২০২৫ ভোর ৬:১২
অগ্নিবাবা বলেছেন: ইসলামের নিয়ম ভঙ্গ করে ইসলামে থাকা কতটা যুক্তি যুক্ত? আপনারা নতুন একটা ধর্ম নাজিল করুন। পারলে পুরোটা মানুন নাইলে বাইর হয়ে যান।
২৫ শে আগস্ট, ২০২৫ সন্ধ্যা ৬:২৩
মিশু মিলন বলেছেন: আপনি ইসলাম অমান্য করে ইহুদি-নাসারাদের ইন্টারনেটে আছেন কেন? উহুদি-নাসারা প্রদত্ত আধুনিক সুযোগ-সুবিধা ভোগ করছেন কেন? নিশ্চয় ছবিও তোলেন! আগে এসব ত্যাগ করে তারপর নিয়ে কথা বলুন।
৬| ২৫ শে আগস্ট, ২০২৫ সকাল ৮:১৬
কামাল১৮ বলেছেন: @অগ্নিবাবা।ইসলামের পুরাটাই ধর্ম যুদ্ধ।১০৪ টা যুদ্ধ করেছেন নবি।নিজে অংশ গ্রহন করেছেন চল্লিশটার মতো।
২৫ শে আগস্ট, ২০২৫ সন্ধ্যা ৬:২৫
মিশু মিলন বলেছেন: এসব ইতিহাস বললেই আমাদের গায়ে ইসলামফোবিক ভারতের দালাল ট্যাগ লাগিয়ে দেয়।
৭| ২৫ শে আগস্ট, ২০২৫ সকাল ৯:২৭
রাজীব নুর বলেছেন: মিরপুরের এই মাজারে আমার নানী প্রতি বৃহস্পতিবার খিচুড়ি রান্না করে নিজ হাতে মাজারে থাকা লোকদের খাওয়াতেন। নানীর সাথে আমিও যেতাম।
২৫ শে আগস্ট, ২০২৫ সন্ধ্যা ৬:২৫
মিশু মিলন বলেছেন: বাহ, দারুণ!
৮| ২১ শে সেপ্টেম্বর, ২০২৫ দুপুর ১২:২৪
মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:
সবাইকে জিহাদ করতেই হবে।
জিহাদ ভিন্ন মুক্তির উপায় নাই।
জিহাদ করলে খাওয়া পরার কোন চিন্তা থাকবে না।
২২ শে সেপ্টেম্বর, ২০২৫ রাত ১২:৪০
মিশু মিলন বলেছেন: এজন্যই এখন জিহাদীদের এত বাড়-বাড়ন্ত।
৯| ২১ শে সেপ্টেম্বর, ২০২৫ দুপুর ১:৫৬
নতুন বলেছেন: মাজারপন্থীরা তাদের মতো করে তাদের সৃষ্টিকর্তাকে ডাকেন, সংগীত-নৃত্যের মাধ্যমে তারা তাদের সৃষ্টিকর্তাকে ডাকলে অন্যদের অসুবিধা হবে কেন!
মাজারে কিছু ধান্দাবাজেরা ধমান্ধমুরগীদের ছিল দেয়। টাকা নিজের কামানো টাকা পয়সা দান করে।
আর কিছু যায় নেশা পানির ধান্দায়।
হক মাওলা...
২২ শে সেপ্টেম্বর, ২০২৫ রাত ১২:৩৯
মিশু মিলন বলেছেন: মসজিদেও ধর্মান্ধ মুরগী জবাই হয়। পাগলা মসজিদে বস্তা বস্তা টাকা পাওয়া যায়। অন্যান্য মসজিদ-মাদ্রাসাতেও ধর্মান্ধমুরগীরা প্রচুর দান করে। দানের টাকায় হুজুররা বিলাসী জীবনযাপন করে, বিবির বহর বাড়ায়, আর মাদ্রাসার বাচ্চা ছেলেদের বালাৎকার করে, মেয়েদেরও ধর্ষণ করে।
১০| ২২ শে সেপ্টেম্বর, ২০২৫ রাত ৮:০০
নতুন বলেছেন: লেখক বলেছেন: মসজিদেও ধর্মান্ধ মুরগী জবাই হয়। পাগলা মসজিদে বস্তা বস্তা টাকা পাওয়া যায়। অন্যান্য মসজিদ-মাদ্রাসাতেও ধর্মান্ধমুরগীরা প্রচুর দান করে। দানের টাকায় হুজুররা বিলাসী জীবনযাপন করে, বিবির বহর বাড়ায়, আর মাদ্রাসার বাচ্চা ছেলেদের বালাৎকার করে, মেয়েদেরও ধর্ষণ করে।
যারা দূবল তারাই সৃস্টিকর্তার দিকে চেয়ে থাকে। বাটপারেরা সেই সব মানুষকে আশা দেখায়।
শিক্ষার কোন বিকল্প নাই। মানুষকে বিশ্বসাহিত্য, দর্শন, বিজ্ঞান শিক্ষাই দেবে মুক্তি।
২৪ শে সেপ্টেম্বর, ২০২৫ রাত ১২:২১
মিশু মিলন বলেছেন: শিক্ষার কোন বিকল্প নাই। মানুষকে বিশ্বসাহিত্য, দর্শন, বিজ্ঞান শিক্ষাই দেবে মুক্তি।
ধন্যবাদ।
©somewhere in net ltd.
১|
২৪ শে আগস্ট, ২০২৫ সন্ধ্যা ৬:৫৫
বিজন রয় বলেছেন: মাজার দিয়ে জীবনের কি উপকার হয়?