| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
মিশু মিলন
আমি বর্তমানে ইস্টিশন এবং সামহোয়্যার ইন ব্লগে লিখি। আমার সকল লেখা আমি এই দুটি ব্লগেই সংরক্ষণ করে রাখতে চাই। এই দুটি ব্লগের বাইরে অনলাইন পোর্টাল, লিটল ম্যাগাজিন এবং অন্য দু-একটি ব্লগে কিছু লেখা প্রকাশিত হলেও পরবর্তীতে কিছু কিছু লেখা আমি আবার সম্পাদনা করেছি। ফলে ইস্টিশন এবং সামহোয়্যার ইন ব্লগের লেখাই আমার চূড়ান্ত সম্পাদিত লেখা। এই দুটি ব্লগের বাইরে অন্যসব লেখা আমি প্রত্যাহার করছি। মিশু মিলন ঢাকা। ৯ এপ্রিল, ২০১৯।
ফরিদপুরে লক্ষ্মীর হাটে দুই দিদি ছোট লক্ষ্মী প্রতিমা কিনতে এসেছেন, বিক্রেতা শিল্পী নিজেই। তারা বেশ দরদাম করছেন। একজন বললেন, ‘তাদের বাড়িতে পিতলের লক্ষ্মী আছে, পুরোহিত বলেছেন গঙ্গাজল দিয়ে ধুয়ে ওটাই পূজা করতে। বছর বছর আর মাটির লক্ষ্মী কিনতে হবে না।’
আমি বললাম, ‘দিদি, আপনি এক কাজ করবেন, অর্ডার দিয়ে পিতলের একটা পুরোহিত বানিয়ে নেবেন, তারপর ফোনে মন্ত্র চালিয়ে দেবেন। তাহলে বছর বছর পুরোহিত ডাকতে হবে না, আপনার খরচও বাঁচবে। পুরোহিতকে বলে দেবেন তাকে আর আসতে হবে না, আপনি বিকল্প পেয়ে গেছেন।’
তিনি হি হি করে হাসলেন।
ঈশ্বর বলে কিছু নেই, দেব-দেবীরাও উত্তরাখণ্ড অঞ্চলের মানুষই ছিলেন। তাদের কোনো অলৌকিক শক্তি ছিল না, এখনও নেই। তাই পূজা-পার্বণ করে ভাগ্যের কোনো পরিবর্তন অসম্ভব। বিল গেটস বা ইলন মাস্ক কখনও লক্ষ্মীপূজা করেননি, কিন্তু আমাদের দেশে কত হরিপদ-কালিপদ সারাজীবন লক্ষ্মীপূজা করেও তিনবেলা খেতে পায় না।
এসব লোকাচার। মানুষের বিশ্বাস। এর মাধ্যমে কিছু মানুষের রুটি-রুজির ব্যবস্থা হয়। পুরোহিতের যেমনি হয়, মৃৎশিল্পীরও হয়। কিন্তু আপনি পুরোহিত মৃৎশিল্পীর পেটে লাথি মারার বুদ্ধি কেন দেবেন! বরং আজকের দিনে পৌরহিত্য প্রথাই বন্ধ হওয়া উচিত। যার যার পূজা নিজেরই করা উচিত। বিশ্বাস আপনার, ঈশ্বর আপনার, আপনি কেন ঈশ্বরের কাছে পৌঁছতে দালাল ধরতে যাবেন!
ঢাকা
৬ অক্টোবর, ২০২৫
১০ ই অক্টোবর, ২০২৫ রাত ৮:০৩
মিশু মিলন বলেছেন: ঈশ্বর থাকলে বিশ্বে এত এত অন্যায় হতো না।
একদম তাই্ ঈশ্বর মানুষের কল্পনায় সৃষ্টি। ধন্যবাদ।
২|
১০ ই অক্টোবর, ২০২৫ বিকাল ৪:২৪
বিজন রয় বলেছেন: দালাল ধরেও কি ঈশ্বরের কাছে পৌঁছানো যায়?
১০ ই অক্টোবর, ২০২৫ রাত ৮:০৪
মিশু মিলন বলেছেন: কোনোভাবেই পৌঁছানো যায় না। কিন্তু ব্রাহ্মণ্যবাদীদের দাবী তাদের মাধ্যমে পৌঁছানো যায়। ধন্যবাদ।
©somewhere in net ltd.
১|
১০ ই অক্টোবর, ২০২৫ দুপুর ১২:৫৬
রাজীব নুর বলেছেন: ঈশ্বর থাকলে বিশ্বে এত এত অন্যায় হতো না।
সব নষ্টের মূল হচ্ছে ঈশ্বর।