![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
পবিত্র কুরআনে মহান আল্লাহ বলছেনঃ
فَمَنْ أَظْلَمُ مِمَّنِ افْتَرَى عَلَى اللَّهِ كَذِبًا لِيُضِلَّ النَّاسَ بِغَيْرِ عِلْمٍ إِنَّ اللَّهَ لاَ يَهْدِي الْقَوْمَ الظَّالِمِينَ.
“সে ব্যক্তি অপেক্ষা বেশী জালিম কে, যে মানুষকে বিনা প্রমাণে পথভ্রষ্ট করার জন্য আল্লাহর ব্যাপারে মিথ্যাচার করে! নিশ্চয় আল্লাহ জালিমদের কে পথ প্রদর্শন করেননা।” (সূরা আনআমঃ ১৪৪)
# কোন মুসলমান আল্লাহর বান্দাকে কেউ বিনা প্রমাণে নাস্তিক বলবেন না, প্লিজ ।
**
কেউ যদি রাসুলের(সাঃ) ব্যাপারে কোন ধরনের মিথ্যাচার করে তবে সে যেন প্রকারান্তরে আল্লাহর উপরই মিথ্যারোপ করল। এতো গেল কুরআনের কিছু আয়াত। রাসুলের(সাঃ) হাদীসেও হুমকি কম নেই। স্পষ্ট ভাষায় তিনি বলে দিয়েছেনঃ
“তোমরা আমাকে নিয়ে মিথ্যাচার করোনা। যে আমাকে নিয়ে মিথ্যে বলবে, সে অবশ্যই জাহান্নামে প্রবেশ করবে।”
(মুত্তাফাকুন আলাইহি। ফাতহুল বারীঃ ১/৯৯। সহীহ মুসলিমঃ ১/৯)।
কেউ যদি ব্লগে অন্য কোন মিডিয়াতে রাসুল (সাঃ) -এর নামে পাগলামী পূর্ন কুরুচীকর কথা বলে থাকে, তবে ব্যাক্তি মানুষের নামে আন্দোলন না করে কেন সমগ্র মানুষের নামে মিথ্যে অপবাদ দিচ্ছেন ?
নিশ্চয় ইসলাম ও রাসুলের অবমাননাকারী তার উপযুক্ত শাস্তি পাবে।
কিন্তু কোন একজন বা ব্যাক্তিবিশেষ ব্লগারের জন্য কেন জেনে শুনে আপনি সকল সাধারণ মুসলমানকে মিথ্যে অপবাদ দিচ্ছেন ?
ভেবে দেখুন, আল্লাহ কি আপনাদের ক্ষমা করবেন ?
শাহবাগে কিছু খুনি, নারী ধর্ষকের বিচার দাবী করা কি নাস্তিকতা ? কেন শুধু শুধু কয়েকজন যুদ্ধোপরাধী- নারী ধর্ষককে বাচাতে গিয়ে আপনি নিজে পাপী হচ্ছেন ?
২৩ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৩:৩২
মিঠাপুর বলেছেন: আল্লাহ ওদের হেদায়েত করুন...
২| ২৩ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৩:১৬
যা বলার বলবো বলেছেন: সমীকরণটা খুব সরল হয়ে গেল না । শুধু একটি দলের রাজাকারের বিচার হবে কেন , বলবেন কি ?
২৩ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৩:২৫
মিঠাপুর বলেছেন: শাহবাগ থেকে তো একবারও বলা হয়নি, যে শুধু একটি দলের রাজাকারের বিচার হবে ?
বরং বলা হয়েছে, সকল যুদ্ধোপরাধীদের বিচার হতে হবে।
তবে যেগুলোকে ধরা হয়েছে, সেগুলোর বিচার আগে হোক, এরপর আরো যেগুলো আছে সেগুলোরও বিচার হতে হবে।
আর রাজাকারের দল বলতে কিন্তু শুধু ছাত্রসংঘ, আল-বদর, আল-শামস, জামায়েত ইসলামই ছিল।
কিছু ছানা-পোনা ছিটে ফোটা হয়ত প্রাণ বাচাতে অন্য দলগুলোতে আশ্রয় নিয়েছে।
সকল রাজাকারের বিচার চাই।
৩| ২৩ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৩:২০
রুনু আলী বলেছেন: এদেশে যুগে যুগে ইসলাম প্রচার করেছে অলি আল্রাগণ। তারা কখনো কারো উপর জোর করে ধর্মকে চাপিয়ে দেয় নি বলে আমার জানা। বর্তমানে যারা ইলামের নামে সন্ত্রাসী কর্মকাণ্ড করছে তারা মুলসমানের সঙ্গা বর্হিভূত। এরা লোক দেখানো ইসলাম ধর্ম পালন করে। আর মাদ্রাসার কোমলমতি শিশুদের রগ কাটা আর গলা কাটা শেখায়। কাজেই এরা কাকে নাস্তিক বল্লো তাতে কিছু আসে যায় না। অলি আল্লাগণ এখনো এদেশে আছেন। তারা দেখছেন। বিচার এদের হবেই।
২৩ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৩:৩১
মিঠাপুর বলেছেন:
৯৯. আল্লাহ যদি চান, তবে এমন হতে পারে যে পৃথিবীর প্রতিটি মানুষ ঈমানের ছায়াতলে সমবেত হতে পারে। তা হলে আপনি কি মানুষকে জবরদস্তি করবেন ঈমান আনার জন্য ?
১00. এটা কারো পক্ষেই সম্ভব নয়, আল্লাহর ইচ্ছা ব্যাতিরেকে মুমিন হয়ে যাবে। (যৌক্তিক কারণটা এই যে) যারা তাদের বুদ্ধি কাজে লাগায় না আল্লাহ তাদের উপর জরাজীর্ণতা চাপিয়ে দেন। অর্থাৎ বেকুবরা নিজেইরা তাদের দুর্ভাগ্য সৃষ্টি করে।
সূরাঃ সূরা ইউনুস (৯৯-১00)
এদেশে ইসলাম এসেছে, প্রায় ৫০০ বছর আগে। জামায়েত ইসলামের হাত ধরে নয়।
কিছু খুনি, নারী ধর্ষক, যুদ্ধোপরাধী যদি নিজেকে বাচাতে একটা ইসলামী নাম দিয়ে একটা রাজনৈতিক দল গঠন করে। তাহলে কি তাদের সব অপকর্ম জায়েজ হয়ে যাবে ?
৪| ২৩ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৩:৩৯
রুদ্র মানব বলেছেন: সঠিক পয়েন্ট
৫| ২৩ শে ফেব্রুয়ারি, ২০১৩ ভোর ৪:০১
যা বলার বলবো বলেছেন: আপনি মনে করেন সব দলের রাজাকারের বিচার হবে?
"তবে যেগুলোকে ধরা হয়েছে, সেগুলোর বিচার আগে হোক, এরপর আরো যেগুলো আছে সেগুলোরও বিচার হতে হবে।" - আপনার এই ম ন্তব্যটি Diplomatic হয়ে গেল না ! ঘরের আসামি রেখে বাইরের আসামির বিচার করলে সেখানে গ্রহনজোগ্যতা হারাবে।
আপনি কুরান থেকে Reference দিলেন , একটি হাদিস কুদসি শুনুন,
“O My slaves, I have forbidden zulm (injustice, wrongdoing, unfairness) to Myself and I have made it haraam among you, so do not wrong one another.” Narrated by Muslim, 2577
সুতরাং , পর্যাপ্্ত প্রমাণ থাকতে হবে।বিচার নিরপেক্খ হতে হবে। Skype কেলেন্কারি প্রমাণ করে বিচার নিরপেক্খ হচ্ছে না।
আপনি বোধহয় আন্দোলনের মুল সুর টি ধরতে পারেননি।
৬| ২৩ শে ফেব্রুয়ারি, ২০১৩ ভোর ৪:১৮
অনা-বিল বলেছেন: ধর্মপ্রাণ মুসলমানদের আজকের আন্দোলন বা মিছিলগুলো শাহবাগের বিরুদ্ধে নয় , নাস্তিকদের বিরুদ্ধে । তবে শাহবাগ একজন নাস্তিককে শহীদের খেতাব দিয়ে মানুষের মনে সংশয় জাগিয়ে তুলেছে । জামাত শিবিররা এই পয়েন্ট দিয়ে মানুষের মনে শাহবাগ সম্পর্কে ভুল ধারণা ঢুকিয়ে দিয়েছে । সামুর স্টিকি করা পোস্টে এখনো সেই নাস্তিকের প্রতি সালাম জানিয়ে তার ছবি দিয়ে রেখেছে । এতে যে কেউ ভাবতেই পারে , এই আন্দোলনের মূলে নাস্তিকরা ও বামপন্থীরা কাজ করছে ।
সাধারণ মুসল্লীদের আজকের আন্দলোনের জবাবে শাহবাগে পুনরায় জমায়েত হওয়াটা সাধারণ মানুষের এই ভুল ধারণাকে আরো মজবুত করবে ।
৭| ২৮ শে ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ১১:১৯
মায়াবী রূপকথা বলেছেন: জান্নাতে যাবো নাকি জাহান্নামে যাব সেটা যিনি বিচার করবার কথা উনি করে দেবেন একদম নিরপেক্ষভাবে, তা নিয়ে ভাবছিনা। তবে রাজাকার আর তাদের দোসরদের সাথেই তো আছি এখন পর্যন্ত। এর থেকে প্রতিকার কি আদৌ কেউ করতে পারবে?
৮| ০৩ রা মার্চ, ২০১৩ ভোর ৪:০৪
এম হুসাইন বলেছেন: এখন শোর পড়ে গেছে যে ই রাজাকার দের বিচার চাইবে, মেশিনম্যান কে রাজাকার বলবে তারাই নাস্তিক। ঘৃণা হয়, লজ্জা লাগে ওদের সীমিত জ্ঞ্যান এর সীমাবদ্ধতা দেখে।
আফসোস হয় এই মানুষ নামের অমানুষ গুলোর জন্যে।
পোস্টে +
৯| ১২ ই এপ্রিল, ২০১৩ রাত ৩:৪১
ঢাকাইয়া০০৭ বলেছেন: ঠিক আছে নাস্তিককে নাস্তিকও বলবো না। কিন্তু যে ধর্মকে কটাক্ষ করবে তাকে কি মেহেরবানি করে ধর্মদ্রোহী বলার সুযোগ দিবেন? নাকি তাকে জাতীয় পতাকায় ঢেকে শহীদ বানানোর ঠিকাদারীও আপনারা নিয়েছেন?
©somewhere in net ltd.
১|
২৩ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৩:০৭
ধমাধম বলেছেন: রাজাকারের বাচ্চারা না শোনে ধর্মের কাহিনি!