নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি বিনোদন দিতে এবং বিনোদনের থেকে বিনোদন নিতে ভালোবাসি।

মিতু দত্ত

আমি খুব সাধারণ একজন মেয়ে। অনেক বেশি ভালোবাসি প্রযুক্তিকে।

মিতু দত্ত › বিস্তারিত পোস্টঃ

খোলাখুলি শ্রীলেখা বললেন সৌরভকে আমি দাদা বলে মানিই না।তাকে দাদা কেন বলব আমি??

০৫ ই এপ্রিল, ২০১৮ দুপুর ২:৩৭

তাঁর চলনে-বলনে চিরায়ত বাঙালি নারীর আবেদন। পোশাক-আশাকেও আধুনিকা। তিনি শ্রীলেখা মিত্র। টলিউডের অন্যতম নামী অভিনেত্রী। অন্যধারার ছবি করিয়ে হিসাবেই তাঁর নাম-ডাক। সাহসী দৃশ্যে অভিনয় করতে বরাবরই স্বচ্ছন্দ তিনি। কথাবার্তা-তেও সমান সাহসী শ্রীলেখা। বিতর্কিত মন্তব্য তিনি মাঝে মধ্যেই করে থাকেন। ‘কলকাতায় আপোষে সব হয়, তাই ধর্ষণ হয় না’ বলে একবার শোরগোল ফেলে দিয়েছিলেন। এবার প্রাক্তণ ভারত অধিনায়ক সৌরভ গাঙ্গুলিকে নিয়ে খোলাখুলি মন্তব্য করলেন শ্রীলেখা। বিএফজেএ পুরস্কার খ্যাত শ্রীলেখা তাঁর পোশাকের মতো কথাবার্তাতেও খোলামেলা। বরাবরই নিজের মত সোজাসুজি বলেন। ‘কাঁটাতার’, ‘মন্দ মেয়ের উপাখ্যান’-এর নায়িকা শ্রীলেখা জানিয়ে আগেই একটি রিয়্যালিটি শো-য়ে সৌরভ গাঙ্গুলিকে ভাইফোঁটা দিতে অস্বীকার করেছিলেন। সেই নিয়ে কম জলঘলা হয়নি। এবার তাঁর মন্তব্য ছাপিয়ে গেল আরও একধাপ।


লর্ডসে ইংরেজ বোলারদের পিটিয়ে সেঞ্চুরির দাদাগিরি হোক কিংবা ন্যাটওয়েস্ট ট্রফির ফাইনাল জিতে জার্সি খুলে ওড়ানো – সৌরভ অনবদ্য। ডাকনাম ‘মহারাজ’। তবে ‘দাদা’ নামেই তাঁর নামডাক। সে দেশেই হোক কিংবা আন্তর্জাতিক স্তরে! খেলাধূলার দুনিয়ে হোক কিংবা ফিল্মি জগত, সর্বত্র তাঁর ‘দাদা’ নামের খ্যাতি।


একনজরে দেখেনিন বিশ্বের বর্তমান সেরা কোন অভিনেত্রীরা

এরপরই টলিউডের বরিষ্ঠ অভিনেতা প্রসেনজিত চট্টপাধ্যাইয়ে চলে যান অভিনেত্রী। বলেন, ‘প্রসেনজিতকেও আমি দাদা-টাদা বলে মানি না। ওর সঙ্গে অন স্ক্রিণ রোমান্স করেছি। ওকে দাদা বলব কি করে!’
আবার সৌরভে ফিরে এসে শ্রীলেখা বলেন, ‘সৌরভের সঙ্গে আমার অন্য কোনও গল্প নেই। হলে তো…’ এরপরেই নিজের স্বভাবসুলভ রসিকতায় বলে দেন, ‘আমার সঙ্গে সৌরভের কিছু নেই। থাকলেও আমার কোনও অসুবিধা হয় না। লোকজনের অসুবিধা হয় বিস্তারিত দেখুন...

মন্তব্য ২ টি রেটিং +১/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ০৫ ই এপ্রিল, ২০১৮ বিকাল ৩:১৩

জোকস বলেছেন: স্বাগতম ব্লগে।

২| ০৭ ই এপ্রিল, ২০১৮ সন্ধ্যা ৬:১১

মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন: বোঝা গেল, আপনি ওপার বাংলা থেকে লিখেন!!:)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.