নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মি মিত্তিরের সিনেমা জগৎ

মি মিত্তির

ছবিতে কাজ করি। ছবি নিয়ে পড়াশোনা করি।

মি মিত্তির › বিস্তারিত পোস্টঃ

ভালো সিনেমা মানে ভালো শিল্প-কৌশল, ভালো বিষয়বস্তু নয় - ভলিউম-১

৩০ শে জুন, ২০০৯ রাত ১১:৪৮

আমাদের দেশে অনেকদিন ধরেই অল্‌টার্‌নেটিভ সিনেমা বা বিকল্পধারার চলচ্চিত্রের উপর গুরুত্ব দেয়া হচ্ছে। এ ধরনের মুভমেন্ট বাংলাদেশে নতুন নয়। বিশ্বের প্রায় সব দেশেই হয়েছে। যে দেশেই মূলধারার চলচ্চিত্র প্রভাবশালী, সে দেশেই এ ধরনের মুভমেন্ট দেখা গেছে। মূলধারার চলচ্চিত্র বলতে বুঝায় দেশের সাধারণ এবং অধিকাংশ দর্শক যে ধরনের ছবি দেখতে চায়। আর বিকল্পধারার প্রয়োজন পড়ে যখন মূলধারার চলচ্চিত্র বুদ্ধিজীবী ও উচ্চশিক্ষিত সম্প্রদায়কে সন্তুষ্ট করতে ব্যর্থ হয়। উদাহরণ হিসেবে কিছু পোস্টার শেয়ার করছি









এফ ডি সি নির্মিত বেশিরভাগ ছবির পোস্টার এ ধরনেরই হয়। এ ছবি দেখে হয়ত আপনি নাক সিট্‌কাচ্ছেন। কারণ এ ধরনের ছবি আপনার রুচির মধ্যে পড়ে না। এখন নিচের পোস্টারগুলো দেখুন।















আপনার মত ইউরোপ বা আমেরিকার শিক্ষিত এবং বুদ্ধিজীবী সমাজের মানুষ এ ধরনের পোস্টার দেখলে নাক্‌ সিট্‌কে থাকেন। এসব ছবি তাদের রুচিতে প্রচন্ড বাধে। তাই তারাও বিকল্প ধারার চলচ্চিত্রের প্রতি গুরুত্ব দিয়ে থাকেন।



এখন লক্ষ করুন বাংলাদেশের মূলধারার চলচ্চিত্র আর ইউরোপ-আমেরিকার মূলধারার চলচ্চিত্রের মধ্যে মূল তফাৎটা কোথায় দেখছেন? আসল পার্থক্য হল এদের কাজের দক্ষতা এবং কৌশল-গত পার্থক্য। উন্নত দেশের চলচ্চিত্র অনেক বিশাল পরিমান অর্থ ও দক্ষতা দিয়ে তৈরি করা হয়। অথচ বিষয়বস্তু প্রায় একি। সামাজিক এক্‌শন ধর্মী, হাস্য-রসাত্ব্যক বা প্রেমের ছবি।



ভলিউম -১ শেষ করলাম। আপনাদের মতামত জানাবেন। এ বিষয়বস্তু নিয়ে আরো গভীরে আলোচনা করব। তখন আরো পরিষ্কার হবে অনেকের কাছে।



মি মিত্তির

চলচ্চিত্র প্রযোজক/সমালোচক

মন্তব্য ১ টি রেটিং +০/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ১৭ ই অক্টোবর, ২০০৯ সন্ধ্যা ৬:২০

লেখাজোকা শামীম বলেছেন: আমরা কেন সিনেমা দেখি, চলচ্চিত্রে কৌশল দেখার জন্য ? অবশ্যই নয়। সাধারণ দর্শক কৌশল দেখতে চায় না। তারা কৌশল দেখার জন্য সিনেমা দেখতে যায় না। তারা দেখতে যায় একটি গল্প - এমন একটি গল্প যেই গল্পে তাদের স্বপ্ন কল্পনা ও বাস্তবতা মিলে একটা জাদু ও নেশা ধরায়। এই জাদু ও নেশা ধরানোর জন্য দরকার সুন্দরী নায়িকা, সুন্দর নায়ক, রোমান্টিক পরিবেশ, বিস্ময়কর শক্তি ও বুদ্ধির ভিলেন, অলৌকিক ক্ষমতার নায়ক ইত্যাদি। আরও যোগ করা হয়, নাচ, গান ও মারামারি। কিন্তু শেষ পর্যন্ত দর্শক চায় একটা গল্প। একটা স্বপ্ন ও কল্পনার আশ্রয়ে গড়ে তোলা যুক্তিসঙ্গত গল্প। যদি সেটা না থাকে, তবে যত কৌশলই থাকুক না কেন সেই সিনেমা দর্শকের ভালো লাগবে না ।
আমাদের বাংলা সিনেমা দর্শক হারানো মূল কারণ কিন্তু একটাই। আমাদের সিনেমায় নতুন কোন গল্প নাই। একই গল্প ঘুরিয়ে ফিরিয়ে দেখানো হচ্ছে। কে আর পয়সা খরচ করে পুরোনো গল্প বার বার দেখবে।
আরেক সমস্যা খুবই ভয়াবহ। আমাদের নকল প্রবণতা। স্যাটেলাইট টিভির কারণে ও সিডি ডিভিডি সহজলভ্য হওয়ার কারণে আমরা ভারতীয় ও হলিউডি মুভি খুব সহজেই দেখতে পারি। কিন্তু বাংলা সিনেমার কাহিনী প্রায়ই ভারতীয় সিনেমা থেকে নকল করা হয়। নকল করতে গিয়ে হিন্দি সিনেমার মতো সুন্দরও করতে পারে না। নষ্ট করে ফেলে পুরো আমেজ। ফলে যারা আসল কাহিনী দেখেছেন, তারা বিরক্ত হন, আর সিনেমা হলমুখী হন।
মূলত দরকার ভালো মৌলিক গল্প। তাহলেই বাংলা সিনেমা আবার উঠে দাঁড়াবে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.