নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি জীবন যুদ্ধে পরাজিত একজন ব্যর্থ সৈনিক

আমি জীবন যুদ্ধে পরাজিত একজন ব্যর্থ সৈনিক

মিজভী বাপ্পা

আমি জীবন যুদ্ধে পরাজিত একজন ব্যর্থ সৈনিক

মিজভী বাপ্পা › বিস্তারিত পোস্টঃ

B-)এক্সক্লুসিভ পোস্টঃ মাইক্রোম্যাক্স A110 ক্যানভাস ২ এর কিছু অজানা তথ্য(রি-ব্রান্ডিং সংক্রান্ত)B-)

০৬ ই ফেব্রুয়ারি, ২০১৩ ভোর ৪:১৯





প্রিয় ব্লগারগণ ও সেই সাথে এন্ডুপ্রেমী গণ কেমন আছেন সবাই???আজ আপনাদের সাথে মাইক্রোম্যাক্স A110 ক্যানভাস ২ এর রি-ব্রান্ডিং সংক্রান্ত কিছু তথ্য শেয়ার করতে যাচ্ছি;)।তো রেডি আছেন তো!!!:P:P:P



মাইক্রোম্যাক্সকে আমরা সকলেই ইন্ডিয়ান কোম্পানী হিসেবে জানি।সম্প্রতি স্মার্টফোনের স্মার্ট ওয়ার্ল্ডে মাইক্রোম্যাক্স A110 ক্যানভাস ২ এনে এন্ড্রয়েড প্রেমীদের পথটা আরেকটু সুগম করেছে আর কি!!!কিন্তু মাইক্রোম্যাক্সের A110 ক্যানভাস ২ হচ্ছে চায়নিজ একটি মোবাইলের রি-ব্রান্ডিং।অনেকেই হয়ত ব্যাপারটা জানেন।কিন্তু বলবেন এ আবার নতুন কি???



কথাটা ঠিক।তবে কোন ব্রান্ডের রি-ব্রান্ডিং করেছে সেটা তো জানেন না তাই না!!!এটাই তো আজকের মূল টপিক;)



যাক আসল কথায় আসি!!!মাইক্রোম্যাক্স A110 ক্যানভাস ২ সেটটি মূলত ১ টি দেশ অর্থাৎ চায়না বানালেও ভারত ছাড়া এটিকে আরও কয়েকটি দেশ ও রি-ব্রান্ডিং করেছে।



মূল প্রস্তুতকারক দেশঃ চায়না

ব্রান্ডের নামঃ Beidou

মডেল নং: K-ONE

দামঃ Beidou Chi K is just 799 yuan or approximately $128















আরও ছবি দেখতে চাইলে ক্লিক করুনঃ এখানে



অন্যান্য রি-ব্রান্ডিং করা দেশ সমূহঃ



১. দেশঃ ফিলিপাইন

ব্রান্ডের নামঃ MyPhone

মডেল নং: A919 Duo

সাইটের লিংকঃ MyPhone A919 Duo















২. দেশঃ থাইল্যান্ড

ব্রান্ডের নামঃ i-mobile

মডেল নং: IQ 5A

সাইটের লিংকঃ i-mobile IQ 5A













৩. দেশঃ ভারত

ব্রান্ডের নামঃ Micromax

মডেল নং: A110

সাইটের লিংকঃ Micromax A110 Canvas 2











৪. দেশঃ পাকিস্তান

ব্রান্ডের নামঃ Qmobile

মডেল নং: Noir A10

সাইটের লিংকঃ QMobile NOIR A10

















অনেকে হয়ত বা এই ডিভাইস টি কিনেছেন বা কিনবেন।তা কেনার আগে যাচাই করে নিন টাকা দিয়ে কি কিনছেন:)।তো আজ এই পর্যন্তই।এন্ড্রয়েড প্রেমীদের জন্য আবার হয়ত বা কোন নতুন কিছু পেলে অবশ্যই শেয়ার করব!!!



B-)ধন্যবাদB-)

মন্তব্য ১৬ টি রেটিং +৭/-০

মন্তব্য (১৬) মন্তব্য লিখুন

১| ০৬ ই ফেব্রুয়ারি, ২০১৩ ভোর ৪:২৪

তামিম ইবনে আমান বলেছেন: সব শালায় চুর


পোস্টে প্লাস

০৬ ই ফেব্রুয়ারি, ২০১৩ ভোর ৪:২৭

মিজভী বাপ্পা বলেছেন: ঠিক কইছেন।ওয়ালটনের একটা চুরি তো ধরছি।তই জি১ এর টা পাইতাছি না।ঐটা পাইলে ও দিয়া দিমু।ধন্যবাদ তামা ভাই।

২| ০৬ ই ফেব্রুয়ারি, ২০১৩ ভোর ৪:২৯

স্বাধীন শোয়েব বলেছেন: আমি নরওয়েতে যত ডিভাইস দেখি সব গুলিতে লেখা "মেইড ইন চায়না"। অথচ দাম আমাদের দেশের সমান। চায়না মানে খারাপ সেটা ঠিক না। আমাদের মহান ইম্পরতার রা থার্ড ক্লাস ডিভাইস নিয়ে আসে। ধরেন চাইনিজ জিঞ্জিরা আর কি।

০৬ ই ফেব্রুয়ারি, ২০১৩ ভোর ৪:৪১

মিজভী বাপ্পা বলেছেন: হুমম ঠিক বলেছেন।চায়নারা এমন কোন প্রোডাক্ট নেই যে ওরা না বানায়।ওদের কাছে ১ টাকার প্রোডাক্ট ও পাওয়া যায় আবার কোটি টাকার ও প্রোডাক্ট ও পাওয়া যায়।মূলত গ্রাহকের চাহিদার উপর নির্ভর করে ওরা প্রোডাক্ট বানায়।

কিন্তু অরজিনাল চাইনিজ প্রোডাক্ট খারাপ না।আমি নিজে ব্যবহার করেছি।ওরা মূলত স্ট্যান্ডার্ড ও গ্রাহক কি চায় এবং কি বাজেটের মধ্যে চায় এর উপর নির্ভর করে প্রোডাক্ট বানায়।

৩| ০৬ ই ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ৮:২০

কস্কি বলেছেন: daran ! G1 ditachi.

৪| ০৬ ই ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ৮:৩৫

কস্কি বলেছেন: ei tai G1 !!!
click Click This Link

০৬ ই ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৩:০৮

মিজভী বাপ্পা বলেছেন: ধন্যবাদ ভ্রাতা।আর আমার এটা দেখেন।ওয়ালটন তাহলে সেইম ব্রান্ডের দুইটা চাইনিজ মোবাইল বাজার জাত করেছে!!!

এক্সক্লুসিভ পোস্টঃ ওয়ালটন প্রিমো আর-১ এর কিছু আন-রিলিজিড ছবি

৫| ০৬ ই ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ৮:৪৪

এক্সপেরিয়া বলেছেন: বিশ্বের সব কম্পানির ফোনই তৈরি হয় চীনে । তবে রিব্র্যান্ডিং না কইরা এই কম্পানি গুলার উপায় নাই । এগুলা কোন প্রযুক্তি উদ্ভাবন করার যোগ্যতা নেই । অন্যান্য কম্পানি গুলা চীনে সেট তৈরি করলেও সেটের মধ্যে নিজেদের উদ্ভাবিত প্রযুক্তি দেয় । যেমন , সনির ডিসপ্লে থাকে ব্রাভিয়া ইন্জিন , নকিয়ার ডিসপ্লে থাকে তাদের উদ্ভাবিত কম চার্জ খাবে এমন নকিয়া ক্লিয়ারবেক ডিসপ্লে , এপল এ তাদের রেটিনা ডিসপ্লে , স্যামসাং এ এমোলেড ডিসপ্লে ইত্যাদি । সব ব্র্যান্ডই চীনে তৈরি করে কারণ চীন এ বিষয়ে তারা দক্ষ এবং উপযুক্ত । যেমন , বিশ্বের সবচেয়ে দামি ব্র্যান্ড এর কাপড়ে থাকে বাংলাদেশে তৈরি করার সীল ।

৬| ০৬ ই ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ৮:৪৪

এক্সপেরিয়া বলেছেন: বিশ্বের সব কম্পানির ফোনই তৈরি হয় চীনে । তবে রিব্র্যান্ডিং না কইরা এই কম্পানি গুলার উপায় নাই । এগুলা কোন প্রযুক্তি উদ্ভাবন করার যোগ্যতা নেই । অন্যান্য কম্পানি গুলা চীনে সেট তৈরি করলেও সেটের মধ্যে নিজেদের উদ্ভাবিত প্রযুক্তি দেয় । যেমন , সনির ডিসপ্লে থাকে ব্রাভিয়া ইন্জিন , নকিয়ার ডিসপ্লে থাকে তাদের উদ্ভাবিত কম চার্জ খাবে এমন নকিয়া ক্লিয়ারবেক ডিসপ্লে , এপল এ তাদের রেটিনা ডিসপ্লে , স্যামসাং এ এমোলেড ডিসপ্লে ইত্যাদি । সব ব্র্যান্ডই চীনে তৈরি করে কারণ চীন এ বিষয়ে তারা দক্ষ এবং উপযুক্ত । যেমন , বিশ্বের সবচেয়ে দামি ব্র্যান্ড এর কাপড়ে থাকে বাংলাদেশে তৈরি করার সীল ।

০৬ ই ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৩:১১

মিজভী বাপ্পা বলেছেন: জ্বী।ঠিক।ধন্যবাদ আপনার মন্তব্যের জন্য!!!

৭| ০৬ ই ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ১০:৩৩

আল ইফরান বলেছেন: নতুন কিছু জানলাম, ভালো লাগলো :) :) :)

০৬ ই ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৩:১৪

মিজভী বাপ্পা বলেছেন: জানাতে পেরে খুশি হলাম B-))

৮| ০৬ ই ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৪:০২

কস্কি বলেছেন: Symphony + Walton jotogulo Smart phone + Tab aneche , sob gula i rebranded !! Aktu khjle sob gular e asol root paoua jabe!


G1 ki kinlen naki ? Apnar mone hoy kena r kotha chilo !

Chinta krechi R1 niye nibo !

০৬ ই ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৬:১৮

মিজভী বাপ্পা বলেছেন: হ ভাই।কিন্তু দাম দেখে পিছুটান নিতে বাধ্যে হয়েছি।

৯| ০৭ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৯:৫৯

কস্কি বলেছেন: F1 er dam kemon hoilo bole apnar mone hoy ?? ;)

০৭ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১০:২১

মিজভী বাপ্পা বলেছেন: কইতে পারতাছি না ভাই।আর কস্কি ভাই আপনের হেল্পুর লিগ্যা ধইন্না।বাকিডা এখানে একটা গুতা লাগান!!!

*********

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.